Web bengali.cri.cn   
সুরের ধারা-আধুনিককরণে চীনের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত
  2015-07-28 20:24:39  cri

আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের আধুনিককরণ রুপে কয়েকটি সুর শোনাবো। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

 বন্ধুরা, যে সুর মাত্র শুনলেন সেটা হল চীনের বর্তমান খুব জনপ্রিয় একটি আধুনিক ব্যান্ড-নুই জি শি আর ইয়ুয়ে ফাং, অর্থাত 'বারো মেয়ের ব্যান্ড'-এর বাজানো সুর 'শি মিয়েন মাই ফু'। সুরটি প্রাচীনকালের, কিন্তু আধুনিক সঙ্গীতের মত পুনরচিত এবং পরিবেশিত এ সুরটি নতুন মুখ দেখানো হয়।

শুনুন, এ ব্যান্ডের বাজানো আরেকটি সুর-লিউ সান চিয়ে। এ ব্যান্ডটি গোঠিত হয় ২০০১ সালে। বারোটি মেয়ে সদস্য চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারে। এবং তাদের বাজানোটা দেখার মতো খুব আকর্ষনীয়। শুনুন তাদের আরেকটি সুর-খাং তিং ছিং ক্য।

ব্যান্ডটি গঠিত হওয়ার পর থেকে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে পরিবেশন করতে শুরু হয়। যেমন ২০০২ সালে তারা চীনের সবচেয়ে বড় টিভি অনুষ্ঠান-চীনের বসন্ত উত্সবের জাতীয় অনুষ্ঠানে পরিবেশন করেছে এবং খুব ভাল সাড়া পেয়েছে। শুনুন তাদের পরিবেশিত আরেকটি সুর-লৌ লান শাও নুই। 

চীনে সফল হওয়ার পর তারা জাপানের বড় সাফল্য পেয়েছে। তাদের প্রথম সিডি জাপানে দুই মাসের মধ্যে ১০ লাখ বিক্রি হয়েছে। তারপর জাপানের বিভিন্ন জায়গায় নিজস্ব কনসার্ট আয়োজন করে। শুনুন তাদের আরেকটি সুর 'হুয়া আর ইয়ু শাও নিয়ান'।

জাপানে সাফল্য পাওয়ার পর তারা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় ধারাবাহিক কনসার্ট আয়োজন করে। এসব দেশে তারা চীনের ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের নতুন ধারা সৃষ্টি করে। শুনুন সুর 'কাও শান লিউ শুই'।

এ ব্যান্ডটি চীনসহ বিভিন্ন দেশে মানুষদের মনে ঐতিহ্যবাহী সঙ্গীতের প্রতি নতুন ঝাঁপের ধারা সৃষ্টি করতে পেরেছে। শুনুন সুর 'মেং লি সুই শিয়াং'।

অবশেষে শুনুন তাদের বাজানো 'সাই মা' সুরটি। 

সুপ্রিয় শ্রোতা, আজ বিদায় নিতে হচ্ছে। আজকের সুরের ধারা অনুষ্ঠান এ পর্যন্তই। আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। চাই চিয়েন। (স্বর্ণা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040