Web bengali.cri.cn   
বিক্রির কাজে প্রয়োগ করা হয়েছে রোবটকে
  2015-07-09 16:10:05  cri

 গত ১ জুলাই জাপানের একটি জেলার পৌর সরকার আনুষ্ঠানিকভাবে পেপার নামের রোবটকে সম্প্রচারের কাজে ব্যবহার শুরু করেছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।

পেপার রোবট কি সম্প্রচারের কাজ করতে পারবে? কি কাজ করবে?

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পেপার এমন একটি রোবট যে মানুষের মনোভাব বিশ্লেষণ করতে পারবে। মানুষের মনের অনুভূতি অনুযায়ী এটি চোখে চোখ রেখে কথাও বলতে পারে। এবার পেপারের প্রধান কাজ হবে, টোকিওতে একটি দোকানে দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলার বৈশিষ্ট্যময় খাবারের প্রচার করা। জেলার পৌর সরকার পেপারকে দেওয়া নিয়োগপত্রে বলেছে, 'আশা করি আপনি ভালো কাজ করবেন। ভালোভাবে আমাদের পণ্যের প্রচার করবেন এবং আরও বেশি ক্রেতা আকর্ষণ করবেন।

জানা গেছে, টোকিওর ওই দোকানে পেপার ক্রেতাদের কাছে জেলাটির পুরাকীর্তি সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার কাজ করবে। প্রতি ঘণ্টায় ১৫০০রেন বা ১৩ মার্কিন ডলার বেতন পাবে পেপার।

৩৮ বছর বয়সী একজন ক্রেতা বলেন, 'সে (পেপার) দেখতে খুব বুদ্ধিমান। সে আরও বেশি লোক আকর্ষণ করবে বলে আমি মনে করি।

পেপার নামের রোবটটি তৈরি করেছে জাপানের 'টেলিকম জায়ান্ট' সফট ব্যাংক ও ফ্রান্সের রোবটিক প্রতিষ্ঠান এ্যালদেবারান।

চার ফুট উচ্চতার রোবটটিতে মানুষের মতো কাজ করতে সক্ষম দুটি হাত রয়েছে। এটি তার সামনে উপস্থিত ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলতে পারে। রোবটটির কণ্ঠস্বর শিশুদের মতো। রোবটটি বাইরের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এমনকি এটি শেয়ার বাজারের উত্থান পতনও বুঝতে পারে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040