Web bengali.cri.cn   
দুবাইয়ে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টারের অফিস নির্মিত হবে
  2015-07-09 16:02:41  cri

রাশিয়ার রেডিও টুইড –এর সূত্রে জানা গেছে, দুবাইতে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টারের অফিস। থ্রিডি প্রিন্টারের অফিস ভবন নির্মাণ করতে খরচ ও সময়ের ব্যয় দুটাই কমবে বলে জানিয়েছে নির্মাতা কর্তৃপক্ষ। আনুমানিক ২ হাজার বর্গমিটার আয়তন বিশিষ্ট এই অফিসের বিভিন্ন স্তরে ২০ ফুট লম্বা থ্রিডি প্রিন্টার দিয়ে তৈরি করা হবে। তারপর সেগুলোকে যুক্ত করা হবে, যা শেষ করতে মাত্র কয়েক সপ্তাহ লাগবে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সৃজনশীলতা বিষয়ক কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা সব সময় বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করি মানুষের জীবনযাপনকে আরও সুন্দর ও সহজ করতে এবং একই সঙ্গে দেশের আর্থিক বিকাশ করতে। এ প্রকল্প সৃজনশীল কৌশলের একটি অংশ। ভবিষ্যতে দুবাই শিক্ষা, চিকিত্সা ও নগর নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন ডিজাইন শুরু করবে।

মন্ত্রী জানান, একটা সময়ে ত্রিমাত্রিক ছাপা স্বপ্নের মতো ছিল। কিন্তু এখন তা বাস্তবে পরিণত হয়েছে। এই ভবন থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি, দক্ষতা ও সৃজনশীলতার এক নিদর্শন হয়ে থাকবে। তাঁর মতে, ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার স্থাপত্যশিল্পের নতুন দিগন্ত খুলে দেবে।

গত মার্চ মাসে দুবাই ২০১৭ সালের 'ভবিষ্যত জাদুঘর' চালু করার ঘোষণা করেছিল। থ্রিজি প্রিন্টারে ছাপা এ ভবন সে জাদুঘরের অধিদপ্তরের নকশা করেছে।

বিশেষজ্ঞদের মতে, থ্রিডি প্রিন্টিংয়ের ফলে যে কোনো ভবন নির্মাণের সময় ৫০ থেকে ৭০ শতাংশ ব্যয় কমতে পারে। শ্রম ব্যয় ৫০ থেকে ৮০ শতাংশ কমতে পারে এবং নির্মাণের অপচয় ৩০ থেকে ৬০ শতাংশ কমতে পারে। (ওয়াং তান হোং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040