Web bengali.cri.cn   
চীন-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য চুক্তি দু'দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করবে: চীনের বাণিজ্য মন্ত্রণালয়
  2015-06-26 18:20:10  cri
গত ১ জুন চীন ও দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। ২ জুন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শেন তান ইয়াং এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এই চুক্তি স্বাক্ষর চীন-দক্ষিণ কোরিয়ার অবাধ বাণিজ্য অঞ্চল নির্মাণ আনুষ্ঠানিকভাবে শুরু করার পাশাপাশি দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্পর্ক ত্বরান্বিত করার প্রতীক। চলতি বছরের শেষে বা আগামী বছরের প্রথম দিকে তা কার্যকর হবে বলে জানান তিনি। তিনি বলেন, চীন-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার পর দু'দেশ অব্যাহতভাবে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা গভীরতর করবে, দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্য একে অপরের সহায়ক হবে, যা দু'দেশের অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিক চালিকাশক্তি যোগাবে। রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের ব্যবস্থা ও নিরুপণ অনুযায়ী, চীন-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য চুক্তি চীনের ০.৩৪ শতাংশ রেল জিডিপি'র প্রবৃদ্ধি এবং দক্ষিণ কোরিয়ার ০.৯৭ শতাংশ রেল জিডিপি'র প্রবৃদ্ধিতে গতিসঞ্চার করবে।

শেন তান ইয়াং আরো বলেন, চীন-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার পর শুণ্য শুল্ক পণ্যের পরিমাণ আরো বেশি হবে যা দু'দেশের শিল্পপ্রতিষ্ঠান ও জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করবে। তিনি বলেন, এক দিকে দু'দেশের শিল্পপ্রতিষ্ঠন আরো বেশি উন্নয়নের সুযোগ পাবে। বাণিজ্য ক্ষেত্রে চূড়ান্তভাবে চীন ৯১ শতাংশ পণ্যদ্রব্যে দক্ষিণ কোরিয়ার মালামালের ওপর শুল্ক বাতিল করবে এবং দক্ষিণ কোরিয়া ৯২ শতাংশ চীনের পণ্যের ওপর শুল্ক বাতিল করবে। ফলে চীনের বস্ত্র, অধাতু ও ধাতুর যন্ত্রপাতি ও সাজসরঞ্জামসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের রপ্তানি উৎপাদন ব্যয় কমে যাবে। অন্যদিকে, চীনা ভোক্তাদের জন্য দক্ষিণ কোরিয়ার ঘরে ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতি, নিত্য-ব্যবহার্য্য রসায়নিক দ্রব্য, পোশাক ও জুতা এবং দেশটির বৈশিষ্ট্যময় খাবারসহ বিভিন্ন দ্রব্যের আমদানি শুল্ক কমানো হবে। যেমন রেফ্রিজারেটর ও বৈদ্যুতিক রাইস-কুকারসহ বিভিন্ন দ্রব্য ১০ বছরের মধ্যে বর্তমানের ১৫ শতাংশের শুল্ক বাতিল হবে। চুল ধোওয়া, গোসল ও ত্বকের যত্নে ব্যবহৃত দ্রব্যের শুল্ক ৫ বছরের মধ্যে ২০ থেকে ৩৫ শতাংশ কম হবে। দক্ষিণ কোরীয় ভোক্তাদের জন্যও একই কথা। তারা আরো বেশি সস্তা দামে চীনের কৃষিপণ্য, তরল খাবার, পোশাক ও ঘরে ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতি কিনতে পারবে।

শেন তান ইয়াং আরো জানিয়েছেন, ভবিষ্যতে চীন ও দক্ষিণ কোরিয়া সেবা বাণিজ্য ক্ষেত্রে আরো বেশি সহযোগিতা চালাবে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া জরুরিভাবে দ্রুত ডেলিভারি ও স্থাপত্য সেবাসহ বিভিন্ন লিংকে চীনা শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা পূরণ করবে। তিনি বলেন, যেমন দ্রুত ডেলিভারি ক্ষেত্রে চীনের কুরিয়ার কোম্পানি দক্ষিণ কোরিয়ায় অফিস স্থাপন না করে, সেখানে বিমান পরিবহন ও নৌ-পরিবহনসহ আন্তর্জাতিক দ্রুত ডেলিভারি সেবা চালাতে পারে। দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগ আইন অনুযায়ী সব অভ্যন্তরীণ দ্রুত ডেলিভারি সেবা চালাতে পারবে। এর মানে দক্ষিণ কোরিয়ায় চীনের দ্রুত ডেলিভারি দেওয়া শিল্পপ্রতিষ্ঠানের ওপর শর্ত আরো কমাবে। সেবার মান আরও বাড়বে। এ সময় দ্রুত ডেলিভারি পাওয়া শিল্পপ্রতিষ্ঠান 'বাইরে যাওয়া'র একটি সুযোগ তৈরি হবে।

শেন তান ইয়াং আরো বলেছেন, চীন ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক মোট পরিমান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মোট পরিমানের ২৫ শতাংশ। মালামাল বাণিজ্য ২৯ শতাংশ। চীন-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য অঞ্চলের প্রতিষ্ঠা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক একীকরণে সহায়ক ভূমিকা পালন করবে।

সৌদি আরবের কাছে ভারী তেল সরবরাহ বাড়ানোর চীনা অনুরোধ এবং সে অনুরোধ রাখতে সৌদি আরবের অক্ষমতার বিষয়ে শেন তান ইয়াং বলেন, চীন ও সৌদি আরব দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে তেলের দীর্ঘ্যস্থায়ী সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে স্থিতিশীল ও সুষ্ঠুভাবে তা কার্যকর রয়েছে। সম্প্রতি চীনের সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান সৌদি আরবের শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে ভারী তেল সরবরাহ বাড়ানোর আশা করছে। সৌদি আরবের শিল্পপ্রতিষ্ঠানগুলো চীনের সেই অতিরিক্ত চাহিদা পূরণ করতে পারছে না। তবে দেশটির হালকা ও মাঝারি তেল সরবরাহ এখনও যথেষ্ঠ। সুতরাং শুধু বলা যায়, সৌদি আরব ভারী তেলের ক্ষেত্রে চীনের অতিরিক্ত চাহিদা পূরণ করতে পারছে না। পাশাপাশি সাধারণ তেল সরবরাহে কোনো সমস্যা নেই। বর্তমানে চীনের অপরিশোধিত তেল আমদানির উৎস স্থিতিশীল রয়েছে। এক্ষেত্রে কোনো ঘাটতি নেই।

প্রেমা/তৌহিদ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040