Web bengali.cri.cn   
পেইচিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির সাথে সিআরআইয়ের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  2015-06-19 20:12:05  cri

জুন ১৯: আজ (শুক্রবার) বিকেলে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এবং পেইচিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সিআরআইয়ের মহাপরিচালক ওয়াং কেং নিয়েন ও উপ-মহাপরিচালক সিয়া চি সুয়েন এবং ইউনিভার্সিটির অধ্যক্ষ পোং লোং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় সিআরআইয়ের মহাপরিচালক ওয়াং কেং নিয়েন পেইচিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির শিক্ষকদের মান ও শিক্ষাদান-পদ্ধতির উচ্ছ্বসিত প্রশংসা করেন। সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ফলে ভবিষ্যতে দু'পক্ষের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়বে এবং দু'পক্ষই লাভবান হবে বলেও তিনি মন্তব্য করেন।

জবাবে ইউনিভার্সিটির পার্টি সচিব হান কেং বলেন, এ বিশ্ববিদ্যালয় ভাষা শিক্ষা, আন্তর্জাতিক প্রতিভাবান ব্যক্তিদের প্রশিক্ষণ ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বরাবরই দক্ষতার পরিচয় দিয়ে আসছে। সিআরআইয়ের সাথে সহযোগিতা ইউনিভার্সিটিকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (লিলি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040