Web bengali.cri.cn   
চতুর্থ চীন-আসিয়ান সঙ্গীত সপ্তাহ
  2015-06-30 13:24:19  cri

চতুর্থ চীন-আসিয়ান সঙ্গীত সপ্তাহ গত ২ জুন থেকে ৮ জুন পর্যন্ত চীনের কুয়াং সি প্রদেশের নান নিং শহরে অনুষ্ঠিত হয়। আসিয়ান, ইউরোপ, আমেরিকা এবং চীনসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রায় একশ' সঙ্গীতশিল্পী নান নিংয়ে সঙ্গীতের নানান দিক নিয়ে তাদের অনুভূতি ও মতামত শেয়ার করেন। এক সঙ্গে পাশ্চাত্য ও প্রাচ্যের ঐতিহ্য ও আধুনিক সঙ্গীতের একটি বিশ্ব অন্বেষণ করেন তারা।

এবারের এ সঙ্গীত সপ্তাহে ১৯টি সঙ্গীত কনসার্ট, ৩টি শীর্ষসঙ্গীত ফোরাম এবং ৬টি লেকচারসহ বিভিন্ন আন্তর্জাতিক বিনিময় ও কার্যক্রম অনুষ্ঠিত হয়। চীন-আসিয়ান সিম্ফনি অর্কেস্ট্রা, জার্মানি অর্কেস্ট্রা এবং ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের অর্কেস্ট্রা এ সঙ্গীত সপ্তাহে উচ্চ পর্যায়ের পারফরমেন্স পরিবেশন করে।

২০১৩ সালে চীন-আসিয়ান সঙ্গীত সপ্তাহ প্রথম বারের মত আয়োজিত হয়। তখন থেকে প্রতি বছর এই সপ্তাহটিকে বিশ্বের সঙ্গীতশিল্পীদের বিনিময়ের একটি প্লাটফর্ম হিসেবে গণ্য করা হয়।

সঙ্গীত সপ্তাহ ছাড়া নান নিং শহরে গত মে মাসের শেষ থেকে ২ জুন পর্যন্ত ১২তম চীন-আসিয়ান সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়। চীন ও আসিয়ানের মোট ১০টি দেশের সাংস্কৃতিক সংস্থা বিশ্বের সামনে নিজ নিজ দেশের বৈশিষ্ট্যময় সংস্কৃতি প্রদর্শন করেন। এর মধ্যে 'সামুদ্রিক রেশমপথ' সংশ্লিষ্ট সংস্কৃতি এ মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক হিসেবে সবার দৃষ্টিকে আকৃষ্ট করে।

১২তম চীন-আসিয়ান সাংস্কৃতিক মেলার প্রতিপাদ্য দেশ হিসেবে থাইল্যান্ড সরকার ধারাবাহিক সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করে। বিশেষ করে চলতি বছর হচ্ছে চীন-থাইল্যান্ড কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে এবারের মেলায় বিভিন্ন বৈশিষ্ট্যময় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে থাইল্যান্ড।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040