Web bengali.cri.cn   
স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এস৬ স্মার্টফোন!
  2015-05-21 15:23:14  cri


নাম প্রকাশে অনিচ্ছুক সামস্যাংয়ের এক উধ্বর্তন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, গ্যালাক্সি এস ৬ প্রকাশের এক মাসের মধ্যে কোটি ইউনিট বেশি পরিমাণে বিক্রি হবে বলে অনুমান করা হয়েছিল। এ কর্মকর্তা জানান, আসলে এ পর্যন্ত গ্যালাক্সি এস-৬ এর বিক্রির পরিমাণ ইতোমধ্যেই এক কোটি ইউনিটের বেশি ছড়িয়েছে। গত ১০ এপ্রিল বাজার আসার পর গ্যালাক্সি এস ৬ ও এস এজ জনপ্রিয় হয়ে উঠেছে। গত বছরে স্যামসাং একই সময়ে ১ কোটি ১০ লাখ গ্যালাক্সি এস৫ বিক্রি করেছে বলে ঘোষণা করা হয়েছিলো। কিন্তু পরবর্তীতে এস ৫-এর বিক্রির ভালো হয়নি বলে পুরো বছর এর বিক্রির পরিমাণ কর্তৃপক্ষের অনুমানের তুলনায় ৪০ শতাংশ কমেছে।

যাই হোক, আমরা একটু দেখবো গ্যালাক্সি এস৬ এর দক্ষতা।

অনেকেই কোয়ালকম স্ন্যাপড্রাগনের সর্বশেষ কোনো প্রসেসরের আশায় থাকলেও স্যামসাং নিজেদের তৈরি প্রসেসরকেই প্রাধান্য দিয়েছে তাদের নতুন গ্যালাক্সি এস৬ স্মার্টফোনে। এ ফোনটি ৬৪-বিট সমর্থিত চিপসেটের পাশাপাশি ফোনটিতে ৩ গিগাবাইট র‍্যাম থাকবে বলে জানিয়েছে স্যামসাং।

স্যামসাং গ্যালাক্সি এস৬ স্টোরেজের দিক দিয়ে তিনটি মডেলে বাজারে আনবে। ৩২ গিগাবাইট, ৬৪ গিগাবাইট ও ১২৮ গিগাবাইটের তিনটি ভিন্ন মডেলে ক্রেতারা ফোনটি কিনতে পারবেন। তবে কোন স্টোরেজের ফোন কিনবেন তা সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই জেনে নেয়া উচিৎ যে, স্যামসাং গ্যালাক্সি এস৬-এ কোনো মেমোরি কার্ড স্লট নেই। অর্থাৎ, আপনি যতটুকু স্টোরেজের ফোন কিনবেন, ততটুকু স্টোরেজেই সীমাবদ্ধ থাকতে হবে। অন্যান্য ফোনের মতো এতে কোনো মেমোরি কার্ড ঢোকানো যাবে না।

স্যামসাং জানিয়েছে তারা নতুন ফোনটির স্টোরেজে নতুন ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে। ইউএফসি ২.০ (ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ) প্রযুক্তি ব্যবহার করার ফলে ফোনটির ডাটা ট্রান্সফারের গতি বেড়ে যায় ও বিদ্যুৎ খরচ কমে যায় বলে জানিয়েছে স্যামসাং।

স্যামসাং ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলোর স্ক্রিন নিয়ে নতুন করে কিছু বলার নেই। হাস্ক্রিনের দিক দিয়ে প্রায় সবসময়ই প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থেকেছে স্যামসাং।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040