Web bengali.cri.cn   
সুরকার লিন হাই ও তাঁর সুর
  2015-05-12 18:23:22  cri

সুরকার লিন হাই

১৯৯৫ সালের জানুয়ারি মাসে লিন হাই তাইওয়ানের সুরকার লি শো ছুয়ানের উত্সাহে তাঁর প্রথম অ্যালবাম 'পুরনো নগরের গল্প' প্রকাশ করেন। তার সুরের মধ্য দিয়ে প্রাচীন নগর পেইচিং অতি হালকা ও নমনীয় নগরে পরিণত হয়। তার সুর শুনে চোখের সামনে ভেসে ওঠে এ শহরের এক একটি হুথোং বা দালানের স্থাপত্যশৈলীর দৃশ্য এবং 'পুরনো নগরের গল্প' শিরোনামে বইয়ের কথা।

বন্ধুরা, গত ১০ মে ছিল মা দিবস। নানা সংবাদমাধ্যমে নানা পদ্ধতিতে মাকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। মা বিশ্বের সবচেয়ে প্রিয় মানুষ। সুরকার লিন হাই অবশ্যই মাকে অবহেলা করেন না। এবার শুনুন তাঁর সুর 'মা'।

বন্ধুরা, এতোক্ষণ আপনারা শুনলেন চীনের জনপ্রিয় সুরকার লিন হাইয়ের কয়েকটি শ্রুতিমধুর সুর। কেমন লাগলো? আশা করি এই সুরগুলো আপনাদের মনকে ভালো লাগায় আচ্ছন্ন করতে পেরেছে। আর ভালো লাগলে আমাকে জানাবেন।

আজকের 'সুরের ধারায়' আসর এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040