
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে যে, মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলকে হটিয়ে আবারো স্মার্টফোন বাজারের শীর্ষ স্থান দখল করেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে বা গত তিন মাসে মার্কিন প্রতিষ্ঠানটির চেয়ে বেশি স্মার্টফোন সরবরাহ করে হারানো অবস্থানে দখল নিতে সক্ষম হয়েছে গ্যালাক্সি সিরিজ নির্মাতা প্রতিষ্ঠানটি। আইডিসির তথ্য অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর বাজারে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি বেশি হওয়ায় তা অ্যাপলকে ছাড়িয়ে গেছে। আইডিসির গবেষকেরা জানিয়েছে, এ বছরের প্রথম তিন মাসে আট কোটি ২৪ লাখ স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং এবং বাজারের সাড়ে ২৪ শতাংশ দখল করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরে যদিও স্যামসাং সাত শতাংশ কম স্মার্টফোন বিক্রি করেছে, তারপরও অ্যাপলকে পিছিয়ে রেখে দিয়েছে। এর কারণ হলো, ২০১৪ সালের শেষ সময়ের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে আইফোন বিক্রিও কিছুটা কমে গেছে। এ বছরের প্রথম প্রান্তিকে ছয় কোটি ১২ লাখ ইউনিট আইফোন বিক্রি হয়েছে। বর্তমানে স্মার্টফোন বাজারের ১৮ দশমিক দুই শতাংশ অ্যাপলের দখলে আছে। বাজার গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন বিক্রির মৌসুম ও অন্যান্য বেশ কয়েকটি কারণে স্যামসাংয়ের ফোন বিক্রিতে প্রভাব ফেলেছে। সম্প্রতি গ্যালাক্সি সিরিজ এস ৬ ও এস ৬ এজ নামে নতুন দুটি স্মার্টফোন উন্মুক্ত করেছে স্যামসাং।
ওদিকে গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে, এশিয়াসহ বেশকিছু অঞ্চলে স্যামসাং বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। কিন্তু তাদের বৈশ্বিক পারফরমেন্স এ অঞ্চলগুলোর পিছুটানকে পুষিয়ে স্মার্টফোন সরবরাহের দিক দিয়ে বাজারের শীর্ষে নিয়ে এসেছে।'
বিশ্লেষকদের মতে, স্যামসাং আবারো তাদের পণ্যের নকশার উন্নয়নে মনোনিবেশ করেছে। আর এ প্রবণতা তাদের আবারো পরিমাণ বৃদ্ধির পথে যেতে কাজে দেবে। গ্যালাক্সি এস সিরিজের কারণে দ্বিতীয় প্রান্তিকও প্রতিষ্ঠানটির ভালো যাবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। এতে স্মার্টফোনের বাজারে তারা কিছুটা বিবর্ণ জৌলুস ফিরে পাবে কিনা তা দেখার সময় এসেছে।
আইডিসির তথ্য অনুযায়ী, স্যামসাং ও অ্যাপলের পর স্মার্টফোনের বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের লেনোভো। এরপরের অবস্থানে রয়েছে হুয়াউয়ে ও এলজি।