Web bengali.cri.cn   
চীনের কুয়াংতোং সফর করে গেলেন সামুদ্রিক রেশমপথসংলগ্ন দেশগুলোর গণমাধ্যমকর্মীরা
  2015-05-04 19:55:56  cri

চীন আন্তর্জাতিক বেতারের দক্ষিণ-পূর্ব এশিয়া কেন্দ্রের উপ-পরিচালক লি শু খুন

সফরকালে বিদেশি সাংবাদিক বন্ধুদের নিয়ে গঠিত দলটিকে গাইড করেন চীন আন্তর্জাতিক বেতারের দক্ষিণ-পূর্ব এশিয়া কেন্দ্রের উপ-পরিচালক লি শু খুন। সফরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কুয়াংতোং প্রাদেশিক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ নির্মাণ এবং অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে কুয়াংতোং ইতোমধ্যেই যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে, এ সফরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর গণমাধ্যমকর্মীরা সে সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন।

শ্রীলংকার শ্রী এফ.এম-এর সাংবাদিক মিস্টার জ্ঞান 

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলংকার শ্রী এফ.এম-এর সাংবাদিক মিস্টার জ্ঞান  বিদেশি সাংবাদিক বন্ধুদের পক্ষে ভাষণ দেন। এসময় তিনি বলেন, "চীন এক অতুলনীয় দেশ। গতকাল আমি কুয়াংচৌ টাওয়ার দেখতে গিয়েছিলাম। আজ দেখেছি কুয়াংচৌ মেলা। এগুলো আমার মনে গভীর ছাপ ফেলেছে। আমি মনে করি, এ সব ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যেই লুকিয়ে আছে আধুনিক চীনের দ্রুত বিকশিত হবার রহস্যময় কারণ। আমি দেশে ফিরে আমার অভিজ্ঞতার আলোকে এসব তথ্য সবার সামনে তুলে ধরবো।"

সফরকালে বিদেশি সাংবাদিক বন্ধুরা কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ, তোংকুয়ান ও ফোশান শহরে গিয়েছেন; হুয়াং ফু প্রাচীন বন্দর, দক্ষিণ সাগর বেদতা মন্দির, কুয়াংচৌয়ের নানশা বন্দর, কুয়াংচৌ মোটরগাড়ি গ্রুপ, ফোশান শহরের চীন-জার্মান শিল্প সেবা অঞ্চল, সোংশান হু আন্তর্জাতিক রোবট শিল্প কেন্দ্রসহ নানা জায়গা পরিদর্শন করেছেন; এবং তোংকুয়ান ও ফোশান শহরের স্থানীয় সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। (ইয়ু/আলিম)


1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040