Web bengali.cri.cn   
পানি থেকে ডিজেল তৈরি করা সম্ভব!
  2015-04-30 15:58:53  cri


জার্মান গাড়ি নির্মাতা অডি সম্প্রতি অডি ই-ডিজেল নামে পরিবেশবান্ধব জ্বালানি তৈরি শুরু করেছে। পরিবেশবান্ধব জ্বালানি ই-ডিজেল বিশ্ব জলবায়ু পরিবর্তনের ওপর ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। কারণ তাঁদের এই ই-ডিজেলের কাঁচামাল হলো পানি ও কার্বন ডাই-অক্সাইড। বিদেশি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

গত বছরে অডি জার্মানির সানফায়ার এর সঙ্গে সহযোগিতা শুরু করে। দু'প্রতিষ্ঠান জার্মানির ড্রেসডেন এ কৃত্রিম জ্বালানি তৈরির পরীক্ষামূলক কারখানা স্থাপন করেছে। সেখানে পানি থেকে ডিজেল তৈরির এই প্রকল্পের কাজ শুরু করেছে অডি। অডি এ পদ্ধতিতে কাঁচামাল হিসেবে শুধু পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করেছে।

অডির গবেষকেরা বলছেন, এ গাড়িতে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করা সম্ভব হবে।

অডির গবেষকেরা আরও বলেন, প্রথমে পানিকে তাপ দিয়ে বাষ্পীভূত করা হয়। এরপর উচ্চ তাপমাত্রায় পানিকে ভেঙে এর হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা করা হয়। এরপর আরও দু'টি প্রক্রিয়া শেষে এই হাইড্রোজেনকে সিনথেসিস রিঅ্যাক্টরে উচ্চ তাপ ও চাপে বিক্রিয়া ঘটানো হয়। এতে হাইড্রোকার্বন যৌগ তৈরি হয় যাকে বলা হয় ব্লু ক্রুড। এই ব্লু ক্রুডকে রিফাইন করেই ই-ডিজেল তৈরি হয় যা কৃত্রিম জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040