Web bengali.cri.cn   
তথ্যপ্রযুক্তি বিষয়ক বেশ কয়েকটি ভুল ধারণা
  2015-04-16 16:11:48  cri


তথ্য প্রযুক্তিবিষয়ক অনেক ভুল ধারণা প্রচলিত আছে, সেটা কি আপনি জানেন? আজকের এ অনুষ্ঠানে আমরা বেশ কয়েকটি প্রচলিত ভুল ধারণা তুলে ধরবো।

মোবাইলফোন ও ল্যাপটপের ব্যাটারির চার্জ একদমই শেষ করা দরকার।

অনেকে মনে করেন যে, মোবাইফোন ও ল্যাপটপের ব্যাটারি চার্জ একদম শেষ হলে তারপর তাতে চার্জ দেয়া উচিত। তা না হলে ব্যাটারির ক্ষতি হয়। এটি আসল ভুল ধারণা। বর্তমান ব্যাটারিগুলো লিথিয়াম আয়ন। সে ব্যাটারিগুলো চার্জ পুরোপুরি শেষ হলে আয়ন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই চার্জ পুরোপুরি ফুরোবার আগেই পুনরায় চার্জ দেয়া ভালো।

বেশি মেগাপিক্সেলের ক্যামেরায় ছবি ভালো উঠে

অনেকেই মনে করেন, ক্যামেরার মেগাপিক্সেল বেশি হলে ক্যামেরায় ভালো ছবি ওঠে। আসলে এ কথা একদম ঠিক নয়। ভালো ছবি তুলতে চাইলে মেগাপিক্সেলের পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো লেন্স সেন্সর। এছাড়া ক্যামেরাম্যানের লাইটিংসহ নানা বিষয়ের জ্ঞানও দেখতে হবে।

ম্যাগনেট বা চুম্বক কম্পিউটারের ডেটা নষ্ট করে দেয়

হ্যা, এটা একটি ভুল ধারণা। কম্পিউটারের ডাটা মুছে ফেলেতে খুব উন্নত ও শক্তিশালী ম্যাগনেট দরকার। সাধারণ ম্যাগনেট কম্পিউটারের সামনে রাখলে তা ডেটা মুছে ফেলতে পারে না। সেজন্য এ নিয়ে কোনো দুশ্চিন্তার দরকার নেই।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040