Web bengali.cri.cn   
আকাশের সাথে ০৪/১৮
  2015-04-18 18:30:20  cri

ট: প্রিয় শ্রোতাবন্ধুরা, da jiahao! আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'আকাশের সাথে'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি আমি এনামুল হক টুটুল এবং আমি শিয়েনেন আকাশ।

ক: বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। বন্ধুরা, সাটেক পালাইয়ের কথা মনে আছে? আজ আমরা অব্যাহতভাবে সাটেক পালাইয়ের গল্প আপনাদের সাথে শেয়ার করবো।

ট: হ্যাঁ, আমরা সবাই সাটেক পালাই, সবকিছুকে জয় করে সামনে যেতে চাই। ভয় নেই মোদের ভয় নেই, দু:খ-কষ্ট যতই আসুক এগিয়ে যেতে হবেই।

হ্যাঁ, ভাই, সাটেক পালাইদের যুদ্ধের গল্প আমাদের জন্য উত্সাহ, অনুপ্রেরণা। আমরাও সাটেক পালাই হবো এবং শেষ পর্যন্ত সংগ্রাম করে যাবো।

ক: ১৯৩০ সালে তাইওয়ানের সাটেক জাতির নেতা মোনালুটাওয়ের নেতৃত্বে তিনশো গেরিলা যোদ্ধা জাপানের প্রায় তিন হাজার সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেন। দীর্ঘ সময় যুদ্ধ করেও জয়লাভ করতে ব্যর্থ হয় জাপানি বাহিনী। পাহাড়ে তারা ভীষণ বিপর্যয়ের মুখে পড়ে। এ জন্য তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অমানবিকভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা শুরু করে। অবশেষে সাটেক জাতির ১২০০ লোকের মধ্যে মাত্র ২৩০ জন বেঁচে থাকেন। এ ছাড়া অধিকাংশ লোকই যুদ্ধে মারা যান এবং জাপানি বাহিনীর কাছে যাতে আত্মসমর্পণ না করতে হয় সেজন্য আত্মহত্যা করেন। সাটেক জাতির অনেক নারী তাদের যোদ্ধা স্বামীদেরকে কষ্ট না দেয়ার জন্য নিজেরা গাছে ঝুলে আত্মহত্যা করেন।

ট: আসলে সাটেক পালাইদের ত্যাগ সারা বিশ্বের জন্য একটি উদাহরণ। পরাজয়ের চেয়ে বরং মৃত্যুই তাদের কাছে শ্রেয়। জাপানি সৈন্যদের বিরুদ্ধে সাটেক পালাইদের এই বীরত্বগাথা মানুষ সারাজীবন মনে রাখবে । আমরা শ্রদ্ধা করি তাদের সাহসকে, শ্রদ্ধা করি তাদের দেশপ্রেমকে ।

ক. সাটেক জাতির নেতা মোনালুটাও কখনই আত্মসমর্পণ করেন নি। একটি পাহাড়ের গুহায় তিনি আত্মহত্যা করেন। ১৯৭৪ সালে চীন সরকার তাঁর জন্মস্থানে তাঁকে সমাহিত করেন। চীনারা সবসময় এই বীরকে স্মরণ করেন এবং তাঁর অসীম শক্তি, সাহস ও বীরত্ব থেকে অনুপ্রাণিত হন।

তিনি মারা যাওয়ার পর তাঁর ছেলে নেতা হিসেবে বাকী যোদ্ধাদের নিয়ে শেষ পর্যন্ত জাপানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করেন।

ট: হ্যাঁ, সত্যিকারের বীরের জাতি হলেন সাটেক পালাই। সাটেক পালাইরা শেষ পর্যন্ত যুদ্ধ করে দেখিয়েছেন যে, নিজের অধিকার আদায়ে তাঁরা বদ্ধপরিকর । তাঁরা জীবন দিয়ে হলেও তাদের অধিকার রক্ষা করবেন। তারা পরাজয় বরণ করবেন না এবং কখনও অন্যায়কে মেনে নেবেন না। শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন তাঁরা কখনই তাদের কাছে মাথা নত করবেন না ।

ক: ভাইবোনেরা, এখন আমরা সাটেক জাতির নেতা মোনালুটাও'র কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো।

মোনালুটাও: সাটেক পালাই'র শরীর ভেঙ্গে যেতে পারে কিন্তু আত্মা সমসময়ই জয়লাভ করবে!!

সাটেক জাতির পুলিশ: নেতা, জাপানিদের শাসন আমাদের জন্য

ভালো না?এখন গ্রামে স্কুল আছে,পোস্টঅফিস আছে। এখন

আগের মতো কষ্ট করে শিকার করে জীবন কাটাতে হবেনা ।

জাপানের শাসন ভালো না?

মোনালুটাও :জাপানের শাসন ভালো? আমাদের পুরুষরা দাসের মতো তাদের জন্য কাজ করবে, আমাদের নারীরা তাদের সেবা দেবে, তাদের যৌন নির্যাতন সহ্য করবে। আমাদের সব প্রাকৃতিক সম্পদ জাপানিরা ডাকাতি করেছে। আমি আমাদের জাতির নেতা, কিন্তু আমি আমাদের কোনো ভবিষ্যত দেখতে পাইনা, শুনতেও পাইনা।

এ ছাড়া আমি কি করতে পারি! পোস্টঅফিস, দোকান, স্কুল এগুলো কি আমাদের জাতিকে ভালো জীবন দিয়েছে? না, এতে শুধু আমরা দেখতে পারি যে, আমরা কতটা গরীব!

সাটেক পালাই'র পুলিশ: নেতা, আমরা কি আরো বিশ বছর সহ্য করতে পারি?

মোনালুটাও: যদি আরো বিশ বছর, তাহলে আমাদের সব হারিয়ে যাবে, আমাদের সব ছেলেমেয়েরা জাপানি হয়ে যাবে!

সাটেক জাতির আরেক নেতা: মোনালুটা ভাই, তুমি জানো এ যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবোনা, তাহলে কেন তুমি এটা শুরু করতে চাও?

মোনালুটাও: আমাদের জাতির আত্মা, আমাদের টোটেম'র জন্য। তুমি আমাদের ছোট বাচ্চাদের মুখ দেখো, দেখো সেখানে আমাদের জাতির আত্মা ও টোটেম নেই।

সাটেক জাতির আরেক নেতা: টোটেম?

মোনালুটাও: হ্যাঁ, টোটেম।

সাটেক জাতির আরেক নেতা: কিন্তু, আমাদের জীবন, আমাদের প্রাণ টোটেম'র জন্য হারিয়ে যাবে । অনেক তরুণ প্রাণও টোটেম'র জন্য হারিয়ে যাবে। কেন এটা করবো?

মোনালুটাও: গর্বের জন্য। আমাদেরকে গর্বের সাথে দিন কাটাতে হবে ।আমাদেরকে সাটেক পালাই হতে হবে । এটা ছাড়া কি আমাদের জীবনের কোনো অর্থ আছে?

ট: হ্যাঁ, আমিও বলতে চাই, জীবনে বাঁচার মতোই বাঁচতে হবে। কাপুরুষের মতো নয়। সকল অন্যায়, অবিচার, অত্যাচারকে প্রতিহত করতেই হবে । নিজেকে দুর্বল মনে না করে শেষ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে । আমরাও সাটেক পালাই হতে চাই, আমরাও এগিয়ে যেতে চাই আপন গতিতে ।

ক: জ্বী, মোনালুটাও ঠিক বলেছেন। তিনি আমাকে অনেক উত্সাহ ও সাহস দিয়েছেন। আমাদেরকে সাটেক পালাই অর্থাত প্রকৃত যোদ্ধা হতে হবে । তা না হলে আমাদের জীবন, আমাদের প্রাণের কোনো অর্থ নেই।

ভাইবোনেরা, এখন থেকে আমরা সবাই সাটেক পালাই'র মতো চেষ্টা করবো। আমরা সামনের দিকে এগিয়ে যাবো, যত কঠিন অবস্থাই আসুক না কেন আমরা কখনও হার মেনে নেবো না।

ট: বন্ধুরা, এখন আমরা রেইনবো মানে রংধনুতে উড়বো, কেমন? এখন আমরা সাটেক পালাই'র থিম গান 'রেইনবো প্রমিজ' শুনবো। আমরা একসাথে ওই সুন্দর মনের রংধনুতে যাবো। গানের কথা প্রায় এরকম,

তোমরা দেখো সুন্দর রংধনু, পাহাড়ের ওপার,

আমার প্রিয় বউ, আমার ছেলেমেয়ে, তোমরা পূর্বপুরুষের জন্য মদ তৈরি করেছো?

খাও, একসাথে খাও, পূর্বপুরুষদের জন্য তৈরি করা মদ!

দেখো, সুন্দর রংধনু, পূর্বপুরুষ আমাকে ডাকছে।

আমার প্রিয় বউ, আমার ছেলেমেয়ে, তোমরা কি এখন পূর্বপুরুষদের দিকে চলে যাওয়ার পথে?

আমাদেরকেও এখন যেতে হবে।

আমাদের জাতির জনগণ গর্বিত হউ, প্রকৃত সাটেক পালাই হউ।

আমদের আত্মা রংধনু সেতুর উপর তোমাদেরকে দেখে।

আমাদের সব ছেলেমেয়েদেরকে বলবে প্রকৃত সাটেক পালাই হতে।

আমাদের আত্মা পাহাড়ে, বনে তোমাদের সঙ্গ দিতে থাকে।

তোমরা দেখো, কি সুন্দর আকাশ!

আমাদের এখন যেতে হবে।

আমাদের ছেলেমেয়ে, তোমরা রংধনু দেখেছো?

ট: বন্ধুরা, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা যদি নিজেদের কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাদের কাছে টেলিফোন করতে পারেন বা ইমেইল করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে: ০০৮৬১০৬৮৮৯২৪২০ এবং আমাদের ইমেইল হচ্ছে enamulhoquetutul@yahoo.com.

ক: বন্ধুরা, এবার তাহলে বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আপনারা সবসময়ই আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়।

ট: হ্যাঁ বন্ধুরা, জীবনে মরণে আমরা কখনো পৃথক হবো না। চাই চিয়েন। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040