গত ১৪ এপ্রিল উদযাপিত হলো পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের শুরু। কালের গর্ভে বিলিন হয়ে গেলো পুরাতন বছর ১৪২১। নতুন সম্ভাবনা নিয়ে শুরু হলো ১৪২২। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠানে আপনারা প্রকাশ এবং মান্নার কাছ থেকে শুনতে পারবেন বাংলাদেশের পহেলা বৈশাখ সম্পর্কে।আরো শুনবেন পেইচিংয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আয়োজক ক্যামেলিয়া শহিদের সাক্ষাতকার।(প্রকাশ)