Web bengali.cri.cn   
সারফেস ৩ আসছে!
  2015-04-09 15:57:48  cri


মাইক্রোসফ্ট সম্প্রতি জানিয়েছে, প্রতিষ্ঠানটি সারফেস ব্র্যান্ডের নতুন একটি ট্যাবলেট বাজারে আনছে। সারফেস ৩ নামক এ ট্যাবের দাম দাঁড়াবে ৪৯৯ মার্কিন ডলারে।

জানা গেছে, নতুন এ ট্যাবে রয়েছে ইনটেলের কোয়াড কোর অ্যাটম এক্স ৭ প্রসেসর। ৬৪ জিবি বা ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। ১০.৮ ইঞ্চি ডিসপ্লেযুক্ত ট্যাবটির ওজন ১ দশমিক ৩৭ পাউন্ড। এই ট্যাবটি মাইক্রোসফ্টের সবচেয়ে হালকা ট্যাব। এর সামনে ও পেছনে দুটি ক্যামেরা থাকবে। এছাড়া এক বছরের জন্য মাইক্রোসফ্টের ওয়েবভিত্তিক অফিস স্যুট বিনামূল্যে ব্যবহার করা যাবে।

মাইক্রোসফ্ট জানিয়েছে, বর্তমান ট্যাবলেটের বাজারে দখল করা অ্যাপল ও গুগলের ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাদের এই দামের ট্যাবলেট। এর আগে উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেমের সারফেস ব্র্যান্ডের দুটি মডেলের ট্যাবলেট এনেছিল মাইক্রোসফ্ট। এবারের সারফেস ৩ ট্যাব উইন্ডোজের পূর্ণ সংস্করণও সমর্থন করবে। এই ট্যাবলেটের দাম অ্যাপলের আইপ্যাড এয়ার.২-এর সমান হবে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এবিআই রিসার্চের একজন মোবাইল বিশ্লেষক জানিয়েছেন, 'ট্যাবলেটের বাজারে মাইক্রোসফটের এখনো সুযোগ রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি নতুন ট্যাবলেট বাজার আনছে। মানুষ যখন ট্যাব কিনতে যাচ্ছে তখন মাইক্রোসফ্ট ব্র্যান্ডটির কথা মাথায় আসবে।'

এবিআইয়ের গবেষকেরা আরও জানিয়েছেন, মাইক্রোসফ্ট ২০১৩ সালে ৬০ লাখ সারফেস ট্যাব বিক্রি করেছিল। ২০১৪ সালে এর সংখ্যা দাঁড়াবে ৭০ লাখ। সারফেস ৩ আরও বেশি বিক্রি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এখন এই ট্যাবলেটটি অনলাইনে অর্ডার দেওয়া যাবে। তবে মে মাসের আগে তা গ্রাহকদের হাতে পৌছাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040