Web bengali.cri.cn   
 তাইওয়ানের বিখ্যাত গায়ক ইয়াং চুং ওয়ে
  2015-04-08 15:33:07  cri






আজকের অনুষ্ঠানে আমরা তাইওয়ানের বিখ্যাত গায়ক ইয়াং চুং ওয়ে ও তার গানের সঙ্গে পরিচিত হবো।

তিনি ১৯৭৮ সালের এপ্রিল মাসে তাইওয়ানের সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা দুজনেই সরকারি কর্মকর্তা। ২০০৭ সালে ইয়াং চুং ওয়ে তাইওয়ানে বিখ্যাত একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। আর তখন থেকেই জনপ্রিয় হয়ে উঠেন তিনি। তখন তার বয়স ছিলো ২৯ বছর। একজন গায়ক হিসেবে তার পেশাদার জীবন খুব দেরিতে শুরু হয়।

২০০৮ সালে ইয়াং চুং ওয়ে প্রথমবারের মত 'কবুতর' নামে একটি ব্যক্তিগত অ্যালবাম প্রকাশ করেন। এ অ্যালবামটি ২০০৮ সালে তাইওয়ানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। ইয়াং চুং ওয়ের পেশাদার জীবন দেরিতে শুরু হলেও দ্রুত সাফল্য অর্জন করেন তিনি।

বন্ধুরা, তাহলে প্রথমেই শুনুন 'কবুতর' নামের গানটি।

'কবুতর' ছাড়াও এই অ্যালবামের অন্য একটি গানও বেশ জনপ্রিয়তা পায়। গানটির নাম 'পেঁয়াজ'। গানে পেঁয়াজের সঙ্গে পুরুষের তুলনা করা হয়েছে। এমন মানুষ নিজের অনুভূতি ভালভাবে প্রকাশ করতে পারে না। তারা দেখতে সাধারণ তবে তাদের মন পেঁয়াজের মতো আবৃত। তারা নিভৃতেই থাকে। শুনুন তাহলে গানটি।

শ্রোতাবন্ধুরা, অনেকেই ইয়াং চুং ওয়ের কণ্ঠে নারী শিল্পীদের গাওয়া গান শুনেছেন এবং বেশ পছন্দও করেছেন। তিনি নারী শিল্পীদের গানগুলো নিজের মত করে গেয়েছেন। এখন আমরা এমন কয়েকটি গান উপভোগ করব।

প্রথমে শুনুন ইয়াং চুং ওয়ে গাওয়া গায়িকা চাই চিয়ান ইয়ার 'ফাঁকা গ্রিড' নামে একটি গান।

গানের কথা এমন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি জানি তুমি আমাকে ছেড়ে যেতে চাও না। তবে আমরা জানি আমাদের মধ্যে অনেক ফাঁক আছে।

শুনুন তাহলে গানটি।

১৯৮৬ সালে তাইওয়ানের নারী পরিচালক ছাং আই চিয়া 'সবচেয়ে প্রিয়' নামে একটি চলচ্চিত্র উপহার দেন। এই চলচ্চিত্রের প্রধান গানের নামও 'সবচেয়ে প্রিয়'। পরে অনেক গায়ক ও গায়িকা এই গানটি গেয়েছেন। সম্প্রতি ইয়াং চুং ওয়ে 'আমি গায়ক' নামে একটি টিভি শোতে এ গানটি গেয়েছেন এবং শ্রোতারা ২৮ বছর আগের এ গানটিকে আবার নতুন করে আবিষ্কার করেছেন। গানটিতে 'সারা জীবন মাত্র একজনকে ভালোবাসা' এমন একটি অনুভূতির বনর্ণা করা হয়েছে। শুনুন তাহলে গানটি।

'চঞ্চল মন'তাইওয়ানের সংখ্যালঘু জাতির গায়িকা পা নে'র গাওয়া একটি গান। তবে বেশির ভাগ মানুষ এ গানটি সম্পর্কে জানেন না। ইয়াং চুং ওয়ে এ গানটি পছন্দ করেন বলে বিভিন্ন অনুষ্ঠানে এ গানটি গেয়েছেন। এখন শুনুন ইয়াং চুং ওয়ের গাওয়া 'চঞ্চল মন' গানটি।

'আসলে কিছুই নেই'হলো ইয়াও চুং ওয়ের তৃতীয় অ্যালবামের একটি গান। ইয়াং চুং ওয়ে নিজে এই গানের কথা লিখেছেন। গানে তিনি গত কয়েক বছরে গায়ক হিসেবে নিজের অনুভূতি লিখেছেন। তিনি বলেছেন ‌'সংগীত ছাড়া আমার কিছুই নেই। কর্কশ কণ্ঠে ছোট ছোট দুঃখ গেয়েছি আমি'।

শ্রোতাবন্ধুরা, শুনুন তাহলে তার কণ্ঠে এগানটি।

আজকের অনুষ্ঠানের শেষ গান হিসেবে আপনাদের শোনাতে চাই ইয়াং চুং ওয়ের গাওয়া আমার প্রিয় একটি গান। এটি চীনা গায়িকা ইয়ে পেই'এর সঙ্গে গাওয়া একটি দ্বৈতসঙ্গীত। গানের নাম'আমাদের যেন কোথায় দেখা হয়েছিলো'।

গানের কথা,'তুমি জানো, আমাদের যেন কোথায় দেখা হয়েছিলো। সে সময়ের তুমি ছিলে একজন শিশু আর আমি তোমার জানালার নিচে দাঁড়িয়ে থাকতাম। আমি তোমার নাম দেয়ালের ওপর লিখে রাখতাম, আর তুমি আমার চেহারা আঁকতে।'

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040