Web bengali.cri.cn   
আকাশের সাথে০৪০৪
  2015-04-04 19:14:14  cri

ট: প্রিয় শ্রোতাবন্ধুরা, da jiahao! আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন।সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'আকাশের সাথে'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি আমি এনামুল হক টুটুল এবং আমি শিয়েনেন আকাশ।

ক: বন্ধুরা, অনেক দিন আপনাদের সাথে আমার কোনো কথা হয়নি, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের খুব খুব মিস করি। আপনাদের সাথে কথা না বলার কারণে মনে হয়েছে আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলেছি।মনে আছে আপনাদের? আমি পেইচিংয়ের ছিংহুয়া ছাং কেং হাসপাতালে গিয়ে সেখানকার স্বেচ্ছাসেবকদের সাক্ষাতকার নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে আমি হামরোগে আক্রান্ত হয়েছিলাম। এজন্য আমি দু'সপ্তাহ অফিস থেকে ছুটি নিয়েছিলাম। আর এ কারণে আমাদের অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলাম আমি। এ কয়দিন আমি বাসায় বিশ্রাম নিয়েছি, আর অপেক্ষা করেছি কখন আবার আপনাদের সামনে উপস্থিত হবো। আজ আমি আপনাদেরকে একটি উপদেশ দিতে চাই, আশা করি তা গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, যদি কখনও হাসপাতালে যান তাহলে অবশ্যই মুখে মাস্ক পরবেন। বিশ্বাস করি, মাস্ক পরলে কোনো ভাইরাসে আক্রান্ত হবেন না।

ট: হ্যাঁ ভাই, আমিও আমাদের শ্রোতাবন্ধুদের মতো তোমাকে এ কয়দিন খুব খুব মিস করেছি । সবসময় তোমাকে নিয়ে চিন্তা করেছি। যখন আমি একা একা অনুষ্ঠান উপস্থাপন করেছি তখন মনে হয়েছে কে যেন নেই । খুবই নি:সঙ্গতা আর বিষণ্ণতায় কেটেছে আমার সময়। আসলে জীবন মনে হয় এরকমই । কখন যে কি ঘটে যায়, কেউ কি তা বলতে পারে? পারেনা। তাই তো জীবন এতটা অনিশ্চিত, যাকে নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করা যায়না। যাইহোক তোমাকে আবার আমরা কাছে পেয়েছি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। তুমি সবসময় ভালো থাকো, আনন্দে থাকো, সুখে ভরে উঠুক তোমার জীবন এটা আমাদের সবসময়ের প্রত্যাশা।

ক: ভাই, আমি মারা যাই নি, ডোন্ট ওয়ারি। তুমিসহ আমাদের শ্রোতাবন্ধুদের প্রতি আমার দায়িত্ব এখনও শেষ হয়নি। তাই এ বিশ্বে বেঁচে থাকতে হবে আমাকে। হাহা! আমি মজা করছিলাম। ভাবইবোনেরা, সবসময় ভালোভাবে নিজের, মা-বাবার এবং পরিবারের যত্ন নিবেন। কারণ শরীর সুস্থ না থাকলে কিছুই করা যাবেনা। তাই জীবনে ভালোভাবে কাজ করতে হলে প্রথমেই শরীরের যত্ন নিতে হবে এবং সুস্থ থাকতে হবে।

ট: একদম ঠিক বলেছো ভাই। শরীর সুস্থ তো সব সুস্থ। শরীর সুস্থ না থাকলে আমরা কোনো কাজই করতে পারবো না। তাই শরীর সুস্থ রাখার জন্য আমাদেরকে যত্ন নিতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে কোনো রোগে আমরা আক্রান্ত না হই।

ক: আচ্ছা, ভাই, তাহলে তুমি এ সপ্তাহ কেমন ছিলে?

ট: আমি এ সপ্তাহ খুবই ব্যস্ত ছিলাম। কারণ এ সপ্তাহে বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব কাজী আক্তার উদ্দিন আহমেদ চীন আন্তর্জাতিক বেতারের আমন্ত্রণে চীন এসেছিলেন। স্যারকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। (লাইভ)

ক: খুবই ভালো করেছো। তোমার কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগছে। আসলে আমাদের বেতার ও বাংলাদেশ বেতারের মধ্যে সহযোগিতা জোরদার করার উদ্দেশে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এবার পেইচিং আসেন। স্যারের এ সফরের মাধ্যমে দুই বেতারের সহযোগিতা আরো গভীর হবে। এতে করে আমরা আরো বেশি বেশি অনুষ্ঠান করতে পারবো । হাহাহাহা, আমাদের প্রিয় শ্রোতাবন্ধুদের নিয়ে আমরা আরো বেশি বেশি পরোটা, বিরিয়ানি, আইসক্রিম খাবো।

ট: হ্যাঁ, বন্ধুরা, কথাতো অনেক হলো, তাইনা? এবার একটু বিশ্রাম নেবো আর বিশ্রামের এই ফাকে সবাই মিলে শুনবো একটি সুন্দর গান। পেইচিংয়ে এখন বৃষ্টি পড়ছে; এবছরের বসন্তের প্রথম বৃষ্টি। তাই আমরা একটি বৃষ্টি সম্পর্কিত গান শুনবো, কেমন? গানটির নাম প্রায় এরকম, 'দ্য রেইনবো প্রমিজ'। চীনের তাইওয়ানের উপজাতিদের গান এটি। প্লিজ বন্ধুরা, চোখ বন্ধ করুন, এখন আমরা একসাথে রংধনুতে মিলবো।

গান.............

ট: বন্ধুরা, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা যদি নিজেদের কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাদের কাছে টেলিফোন করতে পারেন বা ইমেইল করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে: ০০৮৬১০৬৮৮৯২৪২০ এবং আমাদের ইমেইল হচ্ছে enamulhoquetutul@yahoo.com.

ক: বন্ধুরা, এবার তাহলে বিদায়। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আপনারা সবসময়ই আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়।

ট: হ্যাঁ বন্ধুরা, জীবনে মরণে আমরা কখনো পৃথক হবো না। চাই চিয়েন। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040