সুপ্রিয় শ্রোতা, সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিনোদন ও নকশা বিষয়ক 'টেড' সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে যৌন কেলেঙ্কারির ঘটনায় আলোচিত হোয়াইট হাউজের সাবেক ইন্টার্ন মনিকা লিউনস্কি যোগ দিয়ে ইন্টারনেট ব্যাবহারের ক্ষেত্রে সহানুভূতিশীল আচরণ করবার আহ্বান জানান। নিজেকে সাইবার হয়রানীর প্রথম শিকার হিসেবে উল্লেখ করে মিস লিউনস্কি বলেন, অনলাইনে অন্যদের লজ্জার বিষয় প্রচার করে একদল ইন্টারনেট ব্যবহারকারী মজা পাওয়ার সংস্কৃতি গড়ে তুলেছে। আজকের খোলামেলা অনুষ্ঠানে আমরা অনলাইন হয়রানীর বিষয় নিয়ে কথা বলব আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। আমার সঙ্গে আরো যোগ দেবেন এ বেতারের বাংলা বিভাগের বিশেষজ্ঞ জনাব আলিমুল হক এবং জানাব মোহাম্মদ তৌহিদ। বন্ধুরা, শুনুন তাহলে আজকের খোলামেলা আলোচনা।