Web bengali.cri.cn   
চলতি বছরের প্রথমার্ধে সবচেয়ে আকর্ষণীয় ৮টি স্মার্টফোন
  2015-02-05 15:57:19  cri


স্মার্টফোন শিল্পে নানা সংস্কারের সঙ্গে সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন ফোন নির্মাতা বিভিন্ন ডিজাইনের দিকে নতুন অগ্রগতি অর্জন করেছে। বাজারে নানা ধরণের স্মার্টফোন পাওয়া যায়। স্মার্টফোনের বড় নির্মাতা স্যামসাং অন্য প্রতিষ্ঠানের তুলনায় খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই। বিগত ২০১৪ সালে এর বিক্রির পরিমাণ অনেকে কমেছে। যার ফলে এলজি, সনি ও এইচটিসি, হুয়াওয়িসহ বিভিন্ন নির্মাতাকে সুযোগ দিয়ে আসছে। ধারণা করা হচ্ছে যে, এ বছরে স্মার্টফোন বাজারের প্রতিদ্বন্দিতা আরও বাড়বে। আজকের এ পর্বে আমরা চলতি বছরের প্রথমার্ধে সবচেয়ে আকর্ষণীয় ৮টি স্মার্টফোন মুক্তির কথা জানিয়ে দেবো।

সনি এক্সপেরিয়া জেড ফোর

২০১৪ সালটা ভালো যায়নি সনির। ব্যর্থতা কাটিয়ে উঠতে সনি নজর দিচ্ছে নতুন স্মার্টফোনের দিকে। এ বছর তারা বাজারে মুক্তি দেবে এক্সপেরিয়া জেড ফোর। ফোনটিতে থাকবে আট-কোর স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, ৪ গিগাবাইট র‍্যাম এবং ৫.৪ ইঞ্চির পর্দা। এতে ২০.৭ মেগা পিক্সেল ক্যামেরাও রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস সিক্স

গত বছর বাজারে এসেছিল গ্যালাক্সি এস ফাইভ। তবে খুব ভালো বিক্রি হয়নি সেটটি। নতুন বছর স্যামসাং বাজারে মুক্তি দেবে এস সিক্স। ফোনটিতে থাকবে আট-কোর স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর।

এইচটিসি ওয়ান এম নাইন

ধারণা করা হচ্ছে যে, এ ফোনটি দিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে লড়াইয়ে করতে চায় এইচটিসি। আগামী মার্চে বার্সেলোনায় অনুষ্ঠেয় বিশ্ব মোবাইল সম্মেলনে এ ফোনটি প্রদর্শন করবে এইচটিসি। এ ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর, এ্যাড্রয়েড ৫.০ অপারেটিং সিস্টেম এবং ৩ গিগাবাইট র‍্যাম। এর পর্দা ৫.৫ ইঞ্চির।

হুয়া ওয়ে আসসেন্ড ডি এইট

যাই হোক না কেনো, মেইট সেভেন বা মেইট এইট বড় বাজার পেয়েছে। নতুন বছর তারই ধারাবাহিকতায় আসসেন্ড ডি এইট আরও ভালো বাজার ধরতে পারবে বলে ধারণা করা হচ্ছে। ফোর গিগবাইট র‍্যাম ও সিক্সটি-ফোর গিগবাইট স্টোরেজ সাপোর্ট এ ফোন আগামী মে মাসে বাজার আসবে।

এলজি জি ফোর

স্যামসাংয়ের সহযোগী প্রতিষ্ঠান সিহেবে এলজি বরাবরই একরকম; ভালোও না, খারাপও না। কিন্তু প্রতিষ্ঠানটি এখনও স্মার্ট ফোন জগতে নিজেকে ছাড়িয়ে উঠতে পারেনি। গত পুরো এক বছরের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সবচেয়ে সেরা স্মার্টফোন এলজি থ্রি মুক্তি দিয়েছে। তবে এখন পর্যন্ত জি ফোর সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মাইক্রোসফট লুমিয়া ১০৩০

নোকিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পর মাইক্রোসফট কোনো ভালো মডেল বাজারে ছাড়তে পারেনি। যার ফলে অনেক সম্ভাব্য গ্রাহক হারিয়েছে প্রতিষ্ঠানটি। এ বছরের প্রথম কোয়ারটারে তারা বাজারে লুমিয়া ১০৩০ মুক্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। এ ফোনে থাকবে অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০, সন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, ৩ গিগবাইট র‍্যাম এবং ৫০ মেগা পিক্সেল ক্যামেরা।

আইফোন সিক্স এস

অ্যাপেলের নিয়ম অনুসারে চলতি বছরের শরত্কালে আইফোন সিক্স এস প্রকাশ করবে। এর আগের নানা তথ্য অনুসারে আইফোন সিক্স এস কেবল প্রসেসর উন্নীত করতে। আইওএস ও স্টোরেজ উন্নীত হবে না। আইফোনের অনুরাগীরা এবারে এটা নিয়ে কিছুটা হতাশ হবে বলে অনুমান করা হচ্ছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040