Web bengali.cri.cn   
আকাশের সাথে_১৫০১৩১
  2015-01-31 20:33:29  cri

ট: প্রিয় শ্রোতাবন্ধুরা, da jiahao! আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন।সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'আকাশের সাথে'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি আমি এনামুল হক টুটুল এবং আমি শিয়েনেন আকাশ।

ক: বন্ধুরা, গত এক সপ্তাহ আপনাদের কাছ থেকে দূরে ছিলাম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আমি এ ক'দিন পেইচিংয়ের বাইরে ছিলাম, মানে চীনের পশ্চিমাঞ্চল লান চৌ শহরে গিয়েছিলাম। আর এ জন্য টুটুলকেও আমি এ ক'দিন দেখিনি। ভাই টুটুল, তুমি কেমন আছো?

ট: আমাকে বলছো...., আমি একদম ভালো না।

ক: কেন, কি হয়েছে পরোটা ভাই?

ট: কারণ তুমি নেই। তুমি তো জানো যে, তুমি না থাকলে আমি শুধু একা একা ঘুরে বেড়াই। কোনো পরোটা, বিরিয়ানি খেতে পারিনা। মজার মজার গল্প করতে পারিনা, কমেডি করতে পারিনা, হাসাহাসি করতে পারিনা।

ক: ভাই, আমি লান চৌয়ে থাকার সময় তোমাকেও খুবই মিস করেছি। সত্যি। মজার ব্যাপার কি জানো, লান চৌয়ে অনেক মুসলিম খাবার পাওয়া যায়। এই যেমন, গরুর মাংসের নুডুলস ইত্যাদি ইত্যাদি। এসব খাবার খাওয়ার সময় তোমার কথা খুব মনে হয়েছে। মনে হয়েছে তুমি থাকলে আমরা গাপুস গুপুস করে সব খেতাম এবং খেতে খেতে সব শেষ করে ফেলতাম। হাহাহাহাহা।

ট: ভাই, তুমি একটা বড় শয়তান!! ওখানে গরুর মাংসের নুডুলস সব একা একা চুপি চুপি খেয়ে এসেছো, আর আমার কথা একবারও মনে করো নি।

ক: না না, সবসময়ই তোমার কথা মনে হয়েছে। আমি আসলে একা একা খেতে চাইনি। কিন্তু কি করবো বলো ভাই। আমিতো অনেক দূরে ছিলাম, তাইনা? তুমি তো জানো, যদি পারতাম তাহলে অবশ্যই তোমার জন্য ঐ খাবার নিয়ে আসতাম। দু:খ করোনা ভাই। আমি আছি, আমাদের ভাইবোনও আছেন, তুমি একা নও। আমরা সবাই সবসময়ই একসাথে আছি।

ট: আমি তো জানি ভাইয়া, আমি শুধু একটু মজা করছিলাম।

ক: আচ্ছা, তাহলে তুমি এ ক'দিন কেমন কাটিয়েছো?

ট: ভালো কথা জিজ্ঞাস করেছো। আসলে কখনও খুব ভালো, কখনও মোটামুটি ভালো আবার কখনও বিষণ্ণ। মজার ব্যাপার হলো এর মধ্যে একদিন পুরো বাঙালি খাবার খেয়েছি। (লাইভ)

ট: আচ্ছা আকাশ ভাই, তুমি কেন লান চৌয়ে গিয়েছিলে, একটু বলবে?

ক: আসলে তুমি তো জান যে, আর কিছুদিন পরই চীনের বসন্ত উত্সব শুরু হবে । এই উত্সব উপলক্ষে কিছু কিছু অনুষ্ঠানও আয়োজিত হবে । এ সম্পর্কিত একটা কাজেই আমি সেখানে গিয়েছিলাম । ওকে চলো, এখন তাহলে এ সম্পর্কিত একটি খবর শুনি, কেমন?

২০১৫ সালে 'আনন্দময় বসন্ত উত্সব' শিরোনামে এক অনুষ্ঠান নেপাল,বাংলাদেশ ও শ্রীলংকায় আয়োজিত হবে। এ উপলক্ষে সে দেশসমূহের উদ্দেশে ২৬ জানুয়ারি যাত্রা শুরু করেছে চীনের কান সু প্রদেশের অপেরা হাউসের শিল্পীদলসহ ৩০ সদস্যের এক প্রতিনিধি দল । জানা গেছে, চীন-নেপাল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম ও চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষে চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যকার সাংস্কৃতিক আদান-প্রদান জোরদারের লক্ষে চীনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ দল পাঠিয়েছে।

কান সু প্রদেশের অপেরা হাউসের মহাপরিচালক পেং তে মিং বলেন, এবারের এ অনুষ্ঠানে তুনহুয়াং সংস্কৃতি ও চীনা জাতির সংস্কৃতিকে কেন্দ্র করে চীনের বৈশিষ্ট্যময় নৃত্য ও 'জুঁই ফুল' নামের গান পরিবেশন করা হবে । প্রতিনিধি দলটি ২৬ থেকে ৩১ জানুয়ারি নেপাল, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ এবং ৫ থেকে ১০ ফেব্রুয়ারি শ্রীলংকায় অবস্থান করবেন।

ট:এখন বুঝতে পারছি, তুমি এ জন্যই কান সু প্রদেশের রাজধানী লান চৌয়ে গিয়েছিলে, তাইনা?

ক: হ্যাঁ। ঠিক বলেছো। এটি চীনের পশ্চিমাঞ্চল। এখানে অনেক মুসলমান বাস করেন। আর এজন্যই আমি সেখানে অনেক মুসলিম খাবার খেয়েছি। খুবই ঝাল, খুবই জোস!

ট: ভাই,আমি এখনই খেতে চাই!! প্লিজ, গাপুস গুপুস করে সব খাবার খেয়ে ফেলতে চাই!

ক: আচ্ছা, কোনো সমস্যা নেই। পেইচিংয়েও লান চৌ লা মিয়ান, অথার্ত লান চৌ গরুর মাংসের নুডুলস পাওয়া যায়। একদিন আমরা গাপুস গুপুস করে খাবো, কেমন?

ট: তাড়াতাড়ি ভাইয়া!

ক: ওকে, আমার ছোট পেটুক ভাই! ভাইবোনেরা, আপনাদেরকে জানাতে চাই যে, এবারে চীনের কান সু সাংস্কৃতিক দলের এক শিল্পী আমাদের জন্য একটি গান গেয়েছেন। আপনাদের শুনে ভালো লাগবে যে, তিনি আমাদের জন্য বাংলা ভাষার একটি গান গেয়েছেন। এখন আমরা তাঁর গাওয়া সেই গানটি শুনেবো।

ট: সত্যি! গানের নাম কি?

ক: আমি চিনি গো চিনি তোমারে!

ট: আরে! এটি তো আমার সবচেয়ে প্রিয় গান!......

(গান)

ক: বন্ধুরা, এখন আমরা আমাদের প্রিয় শ্রোতাবন্ধু হাফিজুর রহমানের চিঠি আপনাদের সাথে শেয়ার করবো, কেমন?

ট: ভারতের পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল মিতালি লিসেনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান লিখেছেন,

ইংরাজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এনামুল হক টুটুল এবং শিয়েনেন আকাশ ভাইকে। আশাকরি ভালো আছেন।

আমাদের প্রাত্যহিক জীবন বড্ড একপেশে, বড্ড বেশি একাকীত্বে ভরা। আমরা নানান উপায় খুঁজি কি ভাবে তা থেকে মুক্তি পাওয়া যায়। আর সেই মুক্তির স্বাদ পেতেই আমরা হাজির হই চীন আন্তর্জাতিক বেতারের কাছে। কখনও রেডিওর সাথে আবার কখনও বা ইন্টারনেটে। চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠানকে সাথে নিয়ে আমরা সত্যিই যেন জীবনকে উপভোগ করি। জীবনের মানে খুঁজতে খুঁজতে হারিয়ে যাই আকাশের সাথে। এনামুল হক টুটুল এবং শিয়েনেন আকাশ ভাইয়ার সাথে ডানা মেলে উড়তে উড়তে কখন যে সময় শেষ হয়ে যায় বুঝতেই পারিনা। কখনও এলোমেলো, কখনও বা গতানুগতিক জীবন ছেড়ে একটু অন্যভাবে অন্য পথে। হ্যাঁ এতেই মেলে জীবনের সুখ, আনন্দ আর ভালবাসা। এনামুল হক টুটুল এবং শিয়েনেন আকাশ ভাইকে আমার আন্তরিক ধন্যবাদ সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেবার জন্য। ভালো থাকবেন, অনেক অনেক সুন্দর থাকবেন।

ক: হাফিজুর ভাই, আপনার চিঠির ভাষা শুনে আমার মনে যেন বসন্ত চলে এসেছে। ভাই, আমিও মাঝে মাঝে একাকীত্ব বোধ করতাম। কিন্তু মা-বাবা, টুটুল,আমাদের সব ভাইবোন মানে আপনারা আমাকে অনেক উষ্ণতা, শক্তি, সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন।

এজন্য এখন আমি আর একা নই, আমি একাকীত্ব থেকে মুক্তি পেয়েছি। আমি এখন ডানা মেলে উড়তে পারি আকাশে, মুক্ত বিহঙ্গের মতো।

আসলে আমরা একটি পরিবার, তাইনা? তাই আমরা পরস্পরের পাশে থাকবো এবং পরস্পরকে আনন্দ দেবার চেষ্টা করবো।

প্রিয় হাফিজুর ভাই, আপনার যখনই খারাপ লাগবে তখনই আকাশের দিকে তাকাবেন, দেখবেন সেখানে আমরা রয়েছি আপনার জন্য, আপনার মুখে হাসি ফোটানোর জন্য। নতুন বছরে আপনার জন্য, আপনার পরিবারের জন্য আমরা প্রার্থনা করি, ভালো থাকবেন , সুন্দর থাকবেন ও সুস্থ থাকবেন।

ট: প্রথমেই চিঠির জন্য অসংখ্য ধন্যবাদ হাফিজুর ভাই। আপনার চিঠি পড়ে আমরা মুগ্ধ, অভিভূত ও কৃতজ্ঞ। যান্ত্রিক জীবনের মাঝে আপনাদেরকে একটু আনন্দ দেওয়াই আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশে। যেখান থাকবে ভালোবাসা, থাকবে আবেগ ও নিজের অনুভূতির স্পর্শ। আশা করি আপনি নিয়মিত আমাদেরকে লিখবেন। আপনার চিঠির অপেক্ষায় রইলাম।

বন্ধুরা, এবার আমরা একটু বিশ্রাম নেবো। আর এই সময়ে শুনবো একটি সুন্দর গান। চীনের কান সু সাংস্কৃতিক দলের এক শিল্পী গানটি গেয়েছেন। এটি একটি নেপালি গান । গানের নাম হচ্ছে 'রেশম ফিরিরি'।

ট: বন্ধুরা, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা যদি নিজেদের কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাদের কাছে টেলিফোন করতে পারেন বা ইমেইল করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে: ০০৮৬১০৬৮৮৯২৪২০ এবং আমাদের ইমেইল হচ্ছে enamulhoquetutul@yahoo.com.

ক: বন্ধুরা, এবার তাহলে বিদায়। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আপনারা সবসময়ই আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়।

ট: হ্যাঁ বন্ধুরা, জীবনে মরণে আমরা কখনো পৃথক হবো না। চাই চিয়েন। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040