Web bengali.cri.cn   
চীনের ক্ল্যাসিক্যাল সাহিত্যের উন্নয়নের শীর্ষ:উপন্যাস হং লও মেং
  2015-01-30 18:49:48  cri

আজ আমাদের বাংলা বিভাগের বিশেষজ্ঞ এনামুল হক টুটুলের সঙ্গে বাংলাদেশ, ভারত, ব্রিটেন ও চীন-এ চারটি দেশের আলাদা চারটি বিশ্ববিখ্যাত সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করবো। আশা করি বন্ধুরা পছন্দ করবেন।

প্রথমেই চীনের বিখ্যাত উপন্যাস হং লৌ মেং।

枉凝眉

一个是阆苑仙葩,

  一个是美玉无瑕。若说没奇缘,

  今生偏又遇着他;

  若说有奇缘,

  如何心事终虚化?

  一个枉自嗟呀,

  一个空劳牵挂。

  一个是水中月,

  一个是镜中花。

  想眼中能有多少泪珠儿,

  怎禁得秋流到冬尽,

  春流到夏!

ওয়াং নিং মেই

ই কে সি লাং ইউয়ান সিয়েন ভা

ই কে সি মেই ইয়ু উ সিয়া

রুও সুও মেই ছি ইউয়ান, চিন সেং ভিয়েন ইও ইয়ু চিয়েন থা

রুও সুও ইও ছি ইউয়ান

রু হে সিন সি চুং স্যু হুয়া?

ই কে ওয়াং চি চিয়ে ইয়া

ই কে খং লাও ছিয়েন কুয়া

ই কে সি স্যুই চুং ইউয়েই

ই কে সি চিং চুং হুয়া

সিয়াং ইয়েন চুং নেং ইও তুও সিয়াও লেই চু এ

জেন চিন দ্যা ছিউও লিউ তাও তুং চিন

ছুন লিউও তাও সিয়া

কবিতা ওয়াং নিং মেই হচ্ছে চীনের সংস্কৃতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি উপন্যাসের মধ্যে 《红楼梦》-হং লও মেং বইয়ের একটি কবিতা।红楼梦হলো চীনের ক্ল্যাসিক্যাল সাহিত্যের উন্নয়নের একটি শীর্ষ উপন্যাস। এতে চীনের ছিং রাজবংশের সামন্ততান্ত্রিক অভিজাততন্ত্রের দুর্নীতির উন্মোচন করা হয়েছে। উপন্যাসে প্রধানত একটি অভিজাত সম্প্রদায় পরিবারের গল্প, এর অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবারের সম্পর্ক ব্যাখ্যা করা হয়। খুবই প্রকৃত, খুব গভীর। আগের অনুষ্ঠানে বন্ধুদের জন্য《红楼梦》-হং লও মেং বইটির একটি ছোট প্রবন্ধ পরিচয় করিয়ে দিয়েছি, বন্ধুদের কি মনে আছে? লিন তাই ইয়ু এবং চিয়া পাও ইয়ু হলো বই 《红楼梦》র প্রধান চরিত্র। আমাদের ওয়েবসাইটে অনুষ্ঠানের প্রতিটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বন্ধুরা ওয়েব রেডিও পেইজে দেখতে পারেন। এখন আমি বন্ধুদের জন্য কবিতাটির সরল ব্যাখ্যা করছি।

লিন তাই ইয়ু রক্তবর্ণ ঘাসের বিছানার চিহ্ন।

চিয়া পাও ইয়ু সেনইং এর দাস।

তারা যেনো আগের জীবনে পরস্পরকে দেখেছে ! তাই এ জীবনে ভালবাসায় পড়া সৌভাগ্যের ব্যাপার।

আর ভাগ্যে থাকলে কেনোই বা তাদের মধ্যে বিচ্ছেদ হবে ?

লিন তাই ইয়ু আগের জীবনের অশ্রু এ জীবনে পরিশোধ করে

চিয়া পাও ইয়ু এ জীবনে প্রায় প্রতি রাতে চাঁদের পরিবর্তনের জন্য মর্মাহত হয়।

আমাদের ভালবাসা কি নদীর বুকে প্রতিফলিত চাঁদের মত, আয়নায় দেখা ফুলের মত ! অবশেষে মনে হয় একটি স্বপ্নের মত...

একটি মানুষের সারা জীবনে কত অশ্রু ঝরে ? বসন্ত, গ্রীষ্ম, শীত...। এতে ইয়ু'র অশ্রু কি যথেষ্ট হবে?...

চীনের সংস্কৃতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি উপন্যাস হলো: 《三国演义》、《水浒传》、《西游记》、《红楼梦,

আজকের অনুষ্ঠানে 《红楼梦》উপন্যাসটি নিয়ে চীনের পেইচিং বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের বিশেষজ্ঞ ইয়ে লাং'র একটি লেখা বন্ধুদের জন্য অনুবাদ করবো:

红楼梦হলো চীনের ক্ল্যাসিক্যাল সাহিত্যের উন্নয়নের একটি শীর্ষ উপন্যাস। এতে চীনের ছিং রাজবংশের সামন্ততান্ত্রিক অভিজাততন্ত্রের দুর্নীতি reveal করা হয়। উপন্যাসে প্রধানত একটি অভিজাত সম্প্রদায় পরিবারের গল্প, এর অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবারের সম্পর্ক ব্যাখ্যা করা হয়। খুবই প্রকৃত, খুব গভীর। উপন্যাসটির একটি পর্ব এ রকম:

হেই সান গ্রামের এক দরিদ্র মানুষ সেই অভিজাত পরিবারের জমি ভাড়া নেয়। সে বছর আবহাওয়া ভাল না থাকায় বেশি ফসল উত্পাদিত হয়নি। এত খারাপ একটি বছর, তার আবার ভাড়া কী? তা হলো: একহাজার dan চাউল, (৫০ কেজি এক dan) ১৭ হাজার কেজি অলাত, dry shrimp এক'শ কেজি, bear paw ২০ pair, deer's-tongue ও oxtongue আলাদা ৫০টি, ২৫ কেজি সমুদ্র শসা, মুরগী, হাঁস ও রাজহাঁস আলাদা ৬'শটি, এক'শ মেষ......এছাড়া আরো ২হাজার ও ৫'শ লিয়াং (ছিং রাজবংশে এক লিয়াং= ১৭০ইউয়ান)...এত বেশি পণ্য ও টাকা হলেও, সে অভিজাত সম্প্রদায় পরিবারে মালিক সাহেব চিয়া খুবই অসন্তুষ্ট। সে বলে, "আমি মনে করি, এ বছরে তুমি অন্তত ৫হাজার লিয়াং দেবে, এত অল্প, এ নিয়ে কী করতে পারবো?!"

উপরে এ রকমের ন্যায় অবস্থা বইতে আরো বেশি। বাইরে সুন্দর, উচ্চ পর্যায়ের অভিজাত সম্প্রদায় পরিবারের ভিতরে আসলে নানা রকমের sin রয়েছে।

কিন্তু, সাধারণত মানুষের মনে 红楼梦 একটি ভালবাসার উপন্যাস, এর লেখক ছাও সুয়েই ছিন আসলে 'ভালোবাসায় ভরপুর জগত' খুঁজতে চায়...কিন্তু, realistic সমাজে বসন্তকাল থাকে না। সেজন্য এ বইতে সেগুলো sin ছাড়া সে একটি 'ভালোবাসায় ভরপুর জগত' সৃষ্টি করেছেন, তা হলো 'তা কুয়ান ইউয়ান'। 'তা কুয়ান ইউয়ান' একটি ideal বিশ্ব, একটি সবসময় বসন্তকাল বিশ্ব। এতে সুন্দর ছেলে মেয়ে, সুন্দর দৃশ্য আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এতে ভালবাসা আছে। কিন্তু, এ বিশ্ব বাইরের বিশ্বের নেতিবাচক প্রভাব এড়িয়ে যেতে হবে না।‌ বই'র প্রধান character লি তাই ইয়ু'র কবিতা এ রকম: 一年三百六十日,风刀霜剑严相逼。মানে, এক বছর ৩৬০দিন, প্রতিদিন বাতাস, ছুরি, তুহিন, তরবারি...বিভিন্ন রকমের torture।(metaphorical)

তখনের বিশ্বে, ভালবাসা অবরাধ হয়। 'তা কুয়ান ইউয়ান'র সুন্দর ছেলেমেয়ে, এক পর একের জীবন ভেঙে গেছে: চিন ছুয়ান কুয়ায় drown oneself in a well, ছিং ওয়েন die of being wronged, ফাং কুয়ান became a nun, সি ছি konck her head against a brick wall, ইউয়ান ইয়াং গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে, ইউও এ চিয়ে to commit suicide by swallowing gold, ইউও সান চিয়ে cut her throat...... লিন তাই ইয়ু প্রতিদিন কাঁদা কেঁদে... অবশেষে শরীর deteriorate হয়ে প্রাণ ত্যাগ করে। সে সুন্দর 'ভালোবাসায় ভরপুর জগত' ভেগে গেছে।

চীনের একজন বিখ্যাত লেখক লু সুন আগে বলেছেন, জীবনের সুন্দর তাত্পর্য সবকিছু ধ্বংস করে মানুষকে দেখানো, তা হলো বিয়োগান্ত নাটক।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040