বাংলা বিভাগের নতুন বিশেষজ্ঞ সরকার আইরীন নিয়াজী মান্নার দেয়া সাক্ষাত্কার
0120CRI.mp3
|
আইরীন নিয়াজী মান্না
আইরীন নিয়াজী মান্না ১৩ জানুয়ারি রাতে পেইচিংয়ে এসেছেন। তিনি সিআরআই বাংলা বিভাগের নতুন বিশেষজ্ঞ। চীন আসার আগে তিনি womannes24.com এর সম্পাদক ছিলেন। তিনি 'নির্বাচিত প্রেমের গণ্প', 'হো-চি-মিন', 'ভাষা আন্দোলনের কিশোর কাহিনী', 'বাংলাদেশের পাখি' সহ বেশ কিছু বই লিখেছেন। তিনি কিছু নতুন স্বপ্ন নিয়ে চীনে এসেছেন। আশা করি, চীনে তিনি বাঙালী শ্রোতাদের জন্য কিছু নতুন বিষয় তুলে ধরবেন। খোলামেলা অনুষ্ঠানে তিনি নিজের চাকরি, পরিবার, বই লেখা ও নতুন পরিকল্পনা নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন। বন্ধুরা, এ সাক্ষাত্কার শুনুন।
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক