Web bengali.cri.cn   
মুক্তার কথা-২৫ অক্টোবর
  2014-12-26 13:12:28  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: এবং আমি আলিমুল হক। আজকের প্রথম চিঠি লিখেছেন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার মিতালি সিআরআই লিসেনার্স ক্লাবের মোহাম্মদ আবদুল্লাহ । তিনি ইমেইলে লিখেছেন, আমার সালাম জানবেন। ১৯৬৯ সালের ১লা জানুয়ারি কখন ১ম বাংলা অনুষ্ঠান উপস্থাপন করা হয় তা জানার ইচ্ছা হয়। কেননা তখন রেডিও পিকিং শোনার বয়স হয়নি। ছোট ছিলাম। মাত্র চতুর্থ শ্রেণীতে পড়তাম। আমাদের ক্লাবটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এই ক্লাব সিআরআই এর বাংলা অনুষ্ঠানকে জনপ্রিয় করতে অবদান রাখছে। সিআরআই পৃথিবীর অন্যতম বলিষ্ঠ গণমাধ্যম হিসাবে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পরিচিত এবং সমাদৃত। সিআরআই বাংলা বিভাগের কর্মীদের নিরলস প্রচেষ্টায় এর অনুষ্ঠান শ্রোতাদের মনোযোগ আকর্ষণে সক্ষম হয়ে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বেতার অনুষ্ঠান ছাড়াও ওয়েবসাইটের মাধ্যমেও দর্শকপ্রিয়তা অর্জন করেছে । ওয়েবসাইট ও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমেও বাংলানুষ্ঠান ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। শ্রোতারা এখন মুহূর্তেই মতামত, মন্তব্য, প্রশ্ন অনুরোধ বাংলা বিভাগে পাঠাতে পারছে। বাংলা অনুষ্ঠান সম্প্রচারের সময়বৃদ্ধি আমাদের মনোপূতঃ হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ।

মু: বন্ধু মোহাম্মদ আবদুল্লাহ, আপনার ইমেইল আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। আপনি এবং আপনার ক্লাবের সদস্যদেরকে ৩৬ বছর ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের বেশি বেশি উত্সাহ আমাদেরকে আরো ভালো কাজ করার শক্তি দেবে। আশা করি, আপনারা নিয়মিত আমাদেরকে আপনাদের মতামত জানাবেন।

আ: বাংলাদেশের ঢাকার সাজ্জাদ হোসেন রিজু লিখেছেন, আশা করি সবাই ভাল আছেন। আমাকে চিনতে পেরেছেন কি না জানিনা। আমি আপনাদের এক সময়ের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক ছিলাম। মাঝে হারিয়ে গিয়েছিলাম ব্যক্তিগত কিছু কারণে। তাই অনুষ্ঠান শোনা ও চিঠি লেখা হয়ে ওঠেনি। তবে, আমি কিন্তু নিয়মিত আপনাদের ওয়েবসাইট ভিজিট করতাম। এখনও করি। আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই বন্ধুকে কি আবার আগের মত কাছে টেনে নিতে পারবেন? আজ আপনাদের ওয়েবসাইটে 'কফির বহুমাত্রিক গুন' এবং 'স্মার্ট হাতঘড়ি কেনার সময় হয় নি' শীর্ষক প্রতিবেদন দুটি ভাল লেগেছে। কফির এত গুনাগুণ সম্পর্কে আমি আগে তেমন কিছু জানতাম না।

মু: আচ্ছা, সাজ্জাদ হোসেন রিজু, আমরা আপনাকে চিনতে পেরেছি। কিন্তু আপনি কেন এতদিন আমাদের অনুষ্ঠান শুনেননি? আশা করি, আপনি এখন থেকে আগের মতো নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদের চিঠি লিখবেন। ধন্যবাদ। আমাদের শ্রোতা পরিবারে ফিরে আসার জন্য আপনাকে স্বাগত জানাই।

আ: বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডা এস এম এ হান্নান ইমেইলে লিখেছেন, অন্তরঙ্গ ভালবাসা ও শুভেচ্ছা নিবেন। আগেও যেমন CRIএর সংগে ছিলাম এখনো CRIএর সংগেই আছি, শুধু আমি একাই CRIএর অনুষ্ঠান শুনিনা আমার সাথে শ্রোতা ক্লাবের সদস্য ও পরিবার পরিজন এবং এলাকাবাসীকে নিয়ে প্রতিদিন CRI এ হাজির থাকি। আমাদের পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতা রেডিও ভেরিতাস এশিয়ার শ্রোতা সম্মেলনে ক্লাবের ব্যানার সহ যোগদান করবেন। উক্ত অনুষ্ঠানের ছবিগুলো আপনাদের শেয়ার করব। সব অনুষ্ঠানই যে ভাল লাগে এটা আমি বলবোনা। কিছু কিছু অনুষ্ঠান খুবই ভাল লাগে, যেমন সোসি অলিম্পিক গেমসে চীনা ক্রীড়াবিদদের পতাকা বহন করার তথ্য জানলাম, চীনা বসন্ত উৎসব, এশিয়ার রেওয়াজ জানতে পারলাম। তবে প্রতিদিন শেষাংশে 'সুরের ধারা' অনুষ্ঠান না দিয়ে দু একটি প্রতিবেদন প্রচার করলে ভাল হয়। তবে তিব্বতি রক সংগীত আমার ভাল লেগেছে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। এ সম্পর্কে চীনাদের বিশ্ব ভালবাসা দিবসের রীতিনীতি কেমন তা জানতে চাই। পরিশেষে সকল কর্মকর্তা মহোদয়ের সৌভাগ্য কামনা করি, চাই চিয়েন।

মু:

আ: বাংলাদেশের নওগাঁ জেলার সোনালি বাঁধন ফ্যান ক্লাবের সভাপতি মোছাঃ শাহনওয়াজ চিঠিতে লিখেছেন, শ্রদ্ধেয় মুক্তা আপু, সালাম, প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আমি বাংলা বিভাগের একজন নিয়মিত নারী শ্রোতা এবং একটি শ্রোতা ক্লাবের সভাপতি। CRI বাংলা অনুষ্ঠানকে আজ যত বিশেষণে বিশ্লেষিত করা হউক না কেন, সবকিছুর ধরা ছোঁয়ার বাইরে এটি। মানের উত্কর্ষতা, বৈচিত্র্যতা সবদিক থেকেই CRIবাংলা অনুষ্ঠান আজ নিজের অপরিহার্যতা বার বার জানান দিচ্ছে সবাইকে। মুক্তার কথা, চলতি প্রসঙ্গ, হাল শৈলী, বিশ্ব সংবাদ, বিভিন্ন সংগীতের আসর এসবই আমিসহ আমার নারী ক্লাবের প্রায় সকল সদস্য নিয়মিত অতি মনোযোগ দিয়ে শুনে থাকি। সত্যি কি জানেন, একদিন রাতে না খেলেও থাকতে পারব কিন্তু এক রাতে CRI বাংলা অনুষ্ঠান না শুনলে মনে হয় ঐ রাতে কিছুতেই ঘুম আসতে চায় না। আজ শেষ করি।এগিয়ে যাক CRI বাংলা বিভাগ তার জয়ের সাফল্যের বন্দরে। সবার সুন্দর ও সুস্থতা কামনা করছি। চাই চিয়েন। মিষ্টি জবাব চাই।

মু: মোছাঃ শাহনওয়াজ, আপনার চিঠি আমাদেরকে মুগ্ধ করেছে। আপনার চিঠি পেয়ে আমি অভিভূত হয়ে পড়েছি। সেই সঙ্গে খুব বেশি উত্সাহও তৈরি হচ্ছে মনে । আশা করি, আপনি নিয়মিত আমাদেরকে লিখবেন। ধন্যবাদ।

আ: বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার মাতৃভাষা রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ মানিক উল্লাহ ইমেইলে লিখেছেন, প্রিয় মুক্তা আপু ও আলিম ভাইয়া, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি সিআরআই বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। পাঁচ থেকে ছয় মাস ধরে নিয়মিত অনুষ্ঠান শুনে আসছি এবং সময় সুযোগ পেলেই মেইল করে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় আজও আমার ঠিকানায় অনুষ্ঠান সূচি পাঠানো হলো না। তাহলে কি ভেবে নেবো আমি আপনাদের শ্রোতা হতে পারিনি..! যাই হোক আমাকে শ্রোতা ভাবুন আর নাই ভাবুন যত দিন বেঁচে আছি তত দিন সিআরআই এর পাশে রয়ে যাবো। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মত বিদায়। খোদা হাফেজ।

মু: মোঃ মানিক উল্লাহ, আমি আপনার নাম আমাদের 'শ্রোতা নাম তালিকায়' অন্তর্ভুক্ত করেছি। আমরা এখন শ্রোতাদেরকে নিয়মিত অনুষ্ঠানসূচী পাঠাই না। কারণ আমাদের ওয়েবসাইটে অনুষ্ঠানসূচী রয়েছে। আপনি অনুষ্ঠানসূচী না পেলেও আমাদের শ্রোতা পরিবারের সদস্য হতে পারবেন। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদের লিখবেন। ধন্যবাদ।

আ: ভারতের দার্জিলিং জেলার বিপ্লব সিংহ ইমেইলে লিখেছেন,

হয়তো দূরে থাকি আমি

তোমায় থেকে।

তবুও তোমার স্মৃতি

থাকে চারিপাশে।

বারবার হাতছানি দিয়ে ডাকো

তাইতো আর পারিনা বসে থাকতে।

লিখে ফেললাম এই চিঠিখানি

তোমায় শুভ দীপাবলির শুভেচ্ছা দিতে।

সিআরআই বাংলার সকল শ্রোতা, পরিচালিকা এবং সকল চীনবাসীকে এবং বাংলাদেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল শুভ দীপাবলির। আশা করি এই দীপাবলির সুখের দিনে কাটাবে সবাই প্রত্যেকটি মুহূর্ত আনন্দের সঙ্গে। চিঠিখানি আজকে এতটুকুই লিখলাম, মাত্র শুধু শুভেচ্ছা দিতে। আশা করছি সবাই নিবেন শুভেচ্ছা আমার। নিতে পারলেই ধন্য হব এই চিঠিখানি লিখে।

মু: বন্ধু বিপ্লব সিংহ, আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি নিয়মিত আমাদেরকে এভাবে সুন্দর কবিতা লিখবেন এবং মতামত জানাবেন।

আ: যশোর জেলার সুর-সংলাপ রেডিও ক্লাবের সম্পাদক মোঃ মুজিবুল হক ইমেইলে লিখেছেন, আমরা 'মুক্তার কথা' সহ সিআরআই এর প্রচারিত বাংলা অনুষ্ঠানের সব পরিবেশনা খুবই মন দিয়ে শুনছি এবং তা সাধারণ শ্রোতাদের নিকট পরিচিত করার লক্ষ্যে পোষ্টার, লিফলেট, মোবাইল, ল্যাপটপ কম্পিউটারের সাহায্য নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছি। বর্তমানে মুক্তার কথা অনুষ্ঠানে শ্রোতাদের লেখা পত্রের জবাব তুলনামূলক হারে অনেক বৃদ্ধি পেয়েছে। যা সব শ্রোতারই সবসময়ের জোরালো দাবি ছিল। গত ২২.০৯.২০১৪ ও ২৯.০৯.২০১৪ তারিখে আনন্দী আপুর উপস্থাপনায় বাংলাদেশ বেতারের কর্মকর্তা মোঃ ইরফান সাহেব ও শিল্পমন্ত্রী জনাব আমির হোসেন আমুর সাক্ষাতকার শুনলাম। সাক্ষাতকারে আপদকালীন ও দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ বেতারের ভূমিকা ও বন্যা জলোচ্ছ্বাসের পূর্বাভাস সম্পর্কে বেতারের গুরুত্ব ও বাংলাদেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য বাংলাদেশ ও চীনের মধ্যকার সহযোগিতার কথা সুন্দর ভাবে ফুটে উঠেছে। ২৩.০৯.২০১৪ তারিখে স্বর্ণা আপুর উপস্থাপনায় খোলামেলা অনুষ্ঠানে বাংলাদেশের কনফুসিয়াস ক্লাসরুমের ছাত্র মোঃ জামিলের সাক্ষাতকার ও তার কণ্ঠে গাওয়া চীনা গান শুনলাম। একই দিনে শিখা আপুর পরিবেশনায় সুরের ধারায় শরতকাল সম্পর্কিত প্রচারিত চীনা গান আমাদের খুবই ভাল লেগেছে। ০৪.১০.২০১৪ তারিখের 'মুক্তার কথা' অনুষ্ঠানে শ্রোতাবন্ধু শাহাদত হোসেনের প্রশ্নের উত্তরে চীনের জাতীয় পতাকা সম্পর্কে অনেক অনেক তথ্য পেলাম। ইদানীং মুক্তার কথা অনুষ্ঠানটিতে শ্রোতাদের পত্র পাঠ তুলনামূলক হারে বৃদ্ধি পেয়েছে যা সত্যি অনেক শ্রোতার অনেক দিনের প্রত্যাশা ছিল। আর আমাদের প্রস্তাব হলঃ মুক্তার কথা পুরো ৫৫মিঃ প্রচার করা হোক। মূল কথা, যে দিন মুক্তার কথা প্রচারিত হবে সেদিন সঙ্গীতানুষ্ঠান সুরের ধারা বন্ধ রাখা হোক। সপ্তাহে একদিন সঙ্গীতানুষ্ঠান বন্ধ রাখলে একঘেয়েমি কাটবে এবং অনুষ্ঠান বৈচিত্র্যপূর্ণ হবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ এখানেই পত্র লেখা শেষ করছি।

মু: (আলিম ভাই আমি কি বলবো।)

বন্ধু মো: মুজিবুল হক, প্রথমেই চিঠির জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সিআরআইয়ের জন্য যেভাবে কাজ করে চলেছেন সেজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আসলে আমাদের প্রতিটি অনুষ্ঠানই আপনাদের জন্য। আপনারা যেন সুন্দরভাবে অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারেন সেজন্যই এত প্রচেষ্টা। আপনার প্রস্তাব আমরা গুরুত্বের সাথে ভেবে দেখবো । আপনাকে আবারও ধন্যবাদ ।

গান

আ: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হামিম হোসেন মণ্ডল (বুলবুল) আমাদেরকে দু'টি নিজের কণ্ঠে বাংলা গানের অডিও পাঠিয়েছেন। আমি আজকের অনুষ্ঠানে তাঁর কণ্ঠের একটি গান শ্রোতাদেরকে শোনাচ্ছি। আশা করি, আপনারা গানটি উপভোগ করবেন।

….

মু: বন্ধু হামিম হোসেন মণ্ডল (বুলবুল), আপনার নিজের কণ্ঠের গান পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি, আরো বেশি বন্ধুরা আমাদেরকে নিজেদের গান পাঠাবেন।

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যাঁ, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই,মুক্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040