

1225ruby
|
আমাদের প্রথম গন্তব্য হচ্ছে দক্ষিণ কোরিয়ার সিউল। ডিসেম্বর মাস শুরুর সঙ্গে সঙ্গে সিউলের রাস্তাঘাটে বড়দিনের আয়োজন চোখে পড়ে। বিভিন্ন শপিং মলে বড় ছাড় দেয়া শুরু হয়। দেশটির বিখ্যাত মেয়োনদোং (Myeongdong) ও (Dongdaemu) তোংদাইমু অঞ্চলের রাস্তার মোড়ে সান্তাক্লজের বেশে উপহার বিতরণ করা চলতে থাকে। যেখানে সেখানে দক্ষিণ কোরীয় ভাষায় মেরি ক্রিসমাসের সম্ভাষণ শুনতে পাওয়া যায়। ক্রিসমাসের পরিবেশে আপনি একটি সুন্দর ছুটি কাটতে পারেন।
এবার গন্তব্য হলো জাপান। জাপানে একটি সাদা ক্রিসমাস দিবস কাটতে পারেন আপনি। বরফে ঢাকা এ দেশে আপনি খুব সুন্দর একটি ছুটি নিতে পারেন। আপনি সাপ্পোরোয় বরফের মধ্যে হট স্প্রিং স্পা করতে পারেন। তারপর সাদা প্রেমিক-প্রেমিকা চকলেট কারখানায় Hokkaido Milk Chocolate টেস্ট করতে পারেন। যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে, তাহলে আপনি Otaru-তে নিজের জন্য মিউজিক কারখানায় বিশেষ একটি মিউজিক বক্স তৈরি করতে পারেন। মিউজিক বক্সে বাজানো সুন্দর সঙ্গীতের সঙ্গে সঙ্গে ভেসে আসবে রোম্যান্টিক ও সুন্দর স্মৃতি। সাবওয়ে করে সাপ্পোরো থেকে ওতারু যাওয়া কেবল আধা ঘণ্টার পথ। বাসে লাগে এক ঘণ্টা।
পরের গন্তব্য হচ্ছে জার্মানির নিউরেম্বার্গ। ইউরোপের বেশিরভাগ দেশের কাছে বড়দিন খুব গুরুত্বপূর্ণ। সেজন্য বেশিরভাগ ইউরোপীয় পরিবারের সদস্যদের সঙ্গে এ দিন কাটান। সেজন্য এ দিন ইউরোপের দেশগুলোতে অত সাড়া পড়ে যায় না। ইউরোপে বড়দিন পালন করতে চাইলে আপনি জার্মানির নিউরেম্বার্গে যেতে পারেন। এখানে বিশ্বের বৃহত্তম ক্রিসমাস বাজার বসে। বড়দিনের বেশ কয়েকটি দিন আগে থেকে একমাসে চলবে ক্রিসমাসের বিভিন্ন আয়োজন। এখানে নানা ধরণের সুন্দর বড়দিনের উপহার পাওয়ার পাশাপাশি জার্মানির বিশেষ ক্রিসমাস খাবার- জিনজার ব্রেড খেতে পারবেন।
পরবর্তী গন্তব্য হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে বড়দিন কাটতে চাইলে সেখানকার ক্রিসমাস বৃদ্ধ গ্রামে যাওয়া না হলে তা হবে খুব দুর্ভাগ্যের বিষয়। সেখানে রয়েছে আদিম ক্রিসমাসের পরিবেশ। বলগা হরিণ, Sleigh, সান্তাক্লজসহ কার্ডে যেগুলো দেখা যায়, সেখানে এগুলো বাস্তবে চলে আসবে। আপনি এমন কি সান্তাক্লজ পোস্ট অফিসে পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবীর জন্য একটি কার্ড পাঠান। পোস্ট অফিসের কর্মীরা আপনার জন্য এ দিনের বিশেষ একটি মোহর দেবে। এমন সুন্দর ও বিশেষ ক্রিসমাসের উপহার পেলে কেমন অনুভূতি হবে আপনার?
পরবর্তী গন্তব্য হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে ঘোরার সময় বিভিন্ন রঙের বাতি উপভোগের পাশাপাশি শপিং করা সবচেয়ে মজার। ইউরোপের সাদা ও লাল ক্রিসমাসের রঙের পরিবর্তে এখানে উজ্জ্বল ও রঙিন বাতিতে বিভিন্ন ডিসকাউন্ট বা ছাড়ের সাগরে কেনাকাটার পার্টি উপভোগ করতে পারেন।
এরপর আমরা যাবো অস্ট্রেলিয়ার সিডনিতে। পৃথিবীর দক্ষিণ অংশে একটি উষ্ণ ক্রিসমাস দিবস কাটতে চান? এ সময় অস্ট্রেলিয়ায় গেলে বিকিনি পড়ে Bondi বিচে ক্রিসমাস পার্টিতে যোগ দিতে পারেন। সেখানে সিনেমা ও বিভিন্ন ব্যান্ডের পরিবেশনা উপভোগ পাবেন আপনি। সাঁতারের পোশাক পড়া সান্তাক্লজ হয়ত ওয়ার্টারক্রাফট করে আপনাকে উপহার দিতে আসবে। কি মজা!




