Web bengali.cri.cn   
আকাশের সাথে-১৪১২২০
  2014-12-20 19:09:59  cri

ট: প্রিয় শ্রোতাবন্ধুরা, da jiahao! আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'আকাশের সাথে'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি আমি এনামুল হক টুটুল এবং আমি শিয়েনেন আকাশ।

ট: আকাশ ভাই, আমি তোমাকে মারতে চাই, ইচ্ছে মতো বেশি বেশি মারতে চাই।

ক: কেন?

ট: তুমি জানো, তোমাকে ছাড়া আমি এ একমাস কিভাবে পার করেছি? জানো না। সবসময় তোমাকে মিস করেছি। প্রতিটি মুহূর্তে মনে হয়েছে আমি একা। অফিস, বাসা, রাস্তা, সাবওয়ে, বাস, সুপার মার্কেট, ক্যান্টিন সবখানেই মনে হয়েছে তুমি নেই । আমি শুধু একা একা ঘুরে বেড়িয়েছি, একা একা হাঁটাহাঁটি করেছি। প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করেছি ।

ক: হাহা ,ভাইয়া ,আমি সব বুঝি, আমিও তোমাকে খুবই মিস করেছি। আমি যেখানেই থাকিনা কেন, মনে মনে তোমার সাথেই থাকি । আর এজন্যই পেইচিংয়ে ফিরে এসে প্রথমেই তোমাকে ফোন করেছি।

ট: সুপ্রিয় বন্ধুরা, আকাশ ভাই খালাম্মাকে নিয়ে একমাসের জন্য তিব্বত, নেপাল ও আরব আমিরাত গিয়েছিলেন। আকাশ ভাই এই একমাস আমাদেরকে ছেড়ে অনেক দূরে ছিলেন ।

ভাই, তুমি তাড়াতাড়ি আমাদেরকে তোমার ভ্রমণের গল্প শেয়ার করো, প্লিজ।

ক: হ্যাঁ। অবশ্যই! আমি এ অনুষ্ঠানে অব্যাহতভাবে আমার এবারের এ ভ্রমণ শেয়ার করবো, কেমন?

ট: তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। এবার তাহলে বলো, তুমি তিব্বত গিয়েছো কিভাবে?

ক: আমি আর আম্মু পেইচিং থেকে ট্রেনে করে তিব্বতের রাজধানী লাসাতে পৌঁছাই। ট্রেনে করে সেখানে যেতে প্রায় দু'দিনের মতো সময় লাগে। এর মধ্যে সবচেয়ে উঁচু স্থানের উচ্চতা ৫ হাজার মিটারেরও বেশি। দৃশ্য খুবই সুন্দর! বরফের পাহাড়, হাজার হাজার হ্রদ, লাখ লাখ তিব্বতের গরু। পুরো তিব্বত দেখতে যেন স্বর্গের মতো।

ট: সত্যি!

ক: হ্যাঁ। তারপর আমরা সেখানেই পৌঁছাই। আমার এক বন্ধু আমাকে আগেই বলেছিলেন, তিব্বত খুবই উঁচুতে অবস্থিত। সেজন্য সেখানে গেলে অনেক সমস্যা হবে। যেমন, মাথা ব্যথা, জ্বর ইত্যাদি। কিন্তু সেখানে পৌঁছানোর পর প্রথমে আমার কোনো সমস্যা হয়নি। এজন্য ভাবলাম, এখানে আমার কোনো সমস্যা হবে না। সুপারমার্কেট থেকে একটি 'তিব্বত বিয়ার' কিনে পান করলাম।

ট:হাহা! খুবই জোস, খুবই সুয়াং। তারপর কি হলো ভাইয়া?

ক: তারপর সন্ধ্যায় ভীষণ মাথা ব্যথা শুরু হলো। শরীর খুবই দুর্বল হয়ে গেলো এবং দ্বিতীয় দিন সন্ধ্যায় আমি জ্বরে আক্রান্ত হলাম।

ট: ওহ, এতো ভয়ঙ্কর কথা! তুমি হাসপাতালে গিয়েছিলে?

ক: না। হাসপাতালে যাইনি। আমি ভাবছিলাম এখন হাসপাতালে গিয়ে কোনো কাজ হবেনা। যাইহোক, তারপর তিব্বতে এক সপ্তাহ আমি অনেক অনেক কষ্টে ছিলাম। প্রতিদিন খুবই কষ্ট হয়েছে।

ট: আম্মুর অবস্থা কেমন?

ক: আম্মু আমার চেয়ে ভালা। কিন্তু তিব্বতে আমরা রিখাচে নামক আরেকটি শহরে যাই।এই শহর লাসার চেয়ে আরো উঁচুতে অবস্থিত। এখানে আম্মুর শরীরও খারাপ হয়ে যায়। এখানে পাহাড়ের উপর একটি বৌদ্ধ মন্দিরে আমরা প্রবেশ করি। ওহ! এখানে পৌঁছানোর পর মাথা পুরো বিস্ফোরণের মতো ব্যথা। আর সেই সঙ্গে হৃদস্পন্দনও ভয়ঙ্করভাবে বেড়ে যায়।

ট: ভাইয়া, এটা খুবই দু:খের বিষয়। তিব্বতে তোমাদের অনেক কষ্ট হয়েছে। একথা শুনে আমার খুব খারাপ লাগছে।

ক: হ্যাঁ। চিন্তা নেই ভাই। এটা জীবনের আরেকটি অভিজ্ঞতা। সেখান থেকে নেপাল যাবার দুইদিন পর আমাদের শরীর ভাল হয়ে যায়। ভাইয়া, এবার তুমি বলো, তুমি এ এক মাসে কি করেছো? এ সময়ের মধ্যে তোমার মজার ঘটনাগুলো আমাদেরকে শেয়ার করো, কেমন?

ট: (....)

ট: বন্ধুরা, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা যদি নিজেদের কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাদের কাছে টেলিফোন করতে পারেন বা ইমেইল করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে: ০০৮৬১০৬৮৮৯২৪২০ এবং আমাদের ইমেইল হচ্ছে enamulhoquetutul@yahoo.com.

ক: বন্ধুরা, এবার তাহলে বিদায়। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আপনারা সবসময়ই আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়।

ট: হ্যাঁ বন্ধুরা, জীবনে মরণে আমরা কখনো পৃথক হবো না। চাই চিয়েন । (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040