

1218ruby
|
অধিকাংশ ল্যাপটপে সময়ের সঙ্গে সঙ্গে ল্যাপটপের ব্যাটারির আয়ু কমে যাওয়ার সমস্যা দেখা যায়। অসচেতন ব্যবহারের ফলে ব্যাটারির আয়ু আরও দ্রুত কমে যায়। বিশেষজ্ঞদের মতে সঠিকভাবে ব্যবহার করলে ব্যাটারির আয়ু ধরে রাখা সম্ভব।
মুঠোফোনের মতো ল্যাপটপের ডিসপ্লেও অতিরিক্ত চার্জ ব্যবহার করে ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। তাই ডিসপ্লের ব্রাইটনেস বা উজ্জ্বলতা যতটা সম্ভব কমিয়ে রাখতে পারেন।
ব্যাটারির আয়ু বাড়াতে কাজ শেষ হলেই এক্সটার্নাল ডিভাইসগুলো সরিয়ে ফেলুন।
ল্যাপটপ অতিরিক্ত গরম হলে এর ভেতরের পাখা দ্রুত ঘুরতে থাকে, যা ব্যাটারি থেকে অতিরিক্ত চার্জ ব্যবহার করে। তাই ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে ল্যাপটপ কুলার ব্যবহার করতে পারেন।
ল্যাপটপ স্ট্যান্ডবাই মোডে রাখার চেয়ে হাইবারনেট মোডে রাখুন।
ব্যাটারির আয়ু-সম্পর্কিত তথ্য জানতে ব্যাটারি কেয়ার নামের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ব্যাটারির চার্জ চক্র, সিপিইউ ব্যবহার, ল্যাপটপের তাপ-সংক্রান্ত নানা তথ্য জানাতে পারে।
স্মার্টফোন বিশেষ করে আইফোনের ব্যাটারি রিমুভ করা যায় না। সেজন্য এর ব্যাটারির আয়ু বাড়ানো আরও গুরুত্বপূর্ণ। আইটি বিশেষজ্ঞ স্মার্ট ফোনের আয়ু বাড়ানোর জন্য বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন। তারা দাবি করছেন যে, অবস্থান বা লোকেশন-সুবিধা বন্ধ রাখা, কম ব্যবহৃত বা অব্যবহৃত অ্যাপ বন্ধ রাখা, পর্দার ব্রাইটনেস কমিয়ে রাখা, নোটিফিকেশন বন্ধ রাখা বা সেটিংসে গিয়ে বদলে নেয়া এবং দরকার ছাড়া ওয়াইফাই বন্ধ রাখা ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ।




