Web bengali.cri.cn   
কাজাখস্তানে অনুষ্ঠিত হয়েছে সিল্ক রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরাম
  2015-01-02 18:28:14  cri

"একবিংশ শতাব্দীর সিল্ক রোড ও কালচারাল বেল্ট তৈরি" প্রতিপাদ্য নিয়ে সিল্ক রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান ও পূর্ণাঙ্গ সম্মেলন গত বছরের ৯ ডিসেম্বর কাজাখস্তানের রাজধানী আস্তানার জাতীয় জাদুঘর মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। কাজাখস্তানের গণ আধ্যাত্মিক সভ্যতা উন্নয়ন তহবিল, চীনের জাতীয় সংস্কৃতি ও শিল্প তহবিল এবং চীনের সিল্ক রোড তহবিল এবারের ফোরামের উদ্যোক্তা। কাজাখস্তানের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী (Arystanbek Muhamediuly) আরিস্তানবেক মুহামেদিউলি, কাজাখস্তানে চীনা রাষ্ট্রদূত জাং হানহুই, চীনের জাতীয় সংস্কৃতি ও শিল্প তহবিলের পরিচালক গু ছাংচিয়াং, চীনের সিল্ক রোড তহবিলের কাউন্সিলের প্রেসিডেন্ট, ইএনএন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট চিন ইয়োংশেং প্রমুখ কাজাখস্তান, চীন, রাশিয়া, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান-এ ছ'টি দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিখ্যাত জাদুঘর ও আর্ট গ্যালারীর প্রধান, অপেরা থিয়েটারের প্রধান, বিশেষজ্ঞ ও পন্ডিত, বিভিন্ন ক্ষেত্রের সাংস্কৃতিক ব্যক্তিগণ, শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থা ও বিখ্যাত গণমাধ্যমের প্রতিনিধিসহ প্রায় দেড়শ জন কার্যক্রমে অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মুহামেদিউলি প্রথমে দেশটির প্রেসিডেন্ট ( Nursultan Abishevich Nazarbayev) নুরসুলতান নাজারবায়েভের অভিনন্দন বাণী পড়েন। অভিনন্দন বাণীতে নাজারবায়েভ বলেছেন, সিল্ক রোডের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সংস্কৃতি শুধু বিভিন্ন জাতি ও বিভিন্ন দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল তা নয়, পাশাপাশি দেশের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ ত্বরান্বিত করার জন্য অনুকূল।

কাজাখস্তানে নিযুক্তি চীনা রাষ্ট্রদূত জাং হানহুই বলেছেন, ২ হাজারেরও বেশি বছর আগে, চীনের হান রাজবংশের দূত জাং ছিয়ান দু'বারের মতো পশ্চিমে গিয়ে বিশ্ববিখ্যাত সিল্ক রোড উন্মোচন করেন এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কাজাখস্তান সফরে উত্থাপিত "সিল্ক রোড অর্থনৈতিক বেল্ট" নির্মাণ করা সংক্রান্ত উচ্চাভিলাষী উদ্যোগ প্রাচীন সিল্ক রোডের নতুন দিগন্ত ও প্রাণশক্তি উন্মুক্ত করার নতুন চিন্তা ও গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। তিনি বলেন,

এ উদ্যোগের লক্ষ্য হলো সিল্ক রোড সংশ্লিষ্ট দেশগুলোর অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করা এবং আঞ্চলিক ও বাস্তব সহযোগিতা গভীরতর করার নতুন চিন্তা সরবরাহ করা। পাশাপাশি বরাবর দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার করতে গুরুত্বপূর্ণ সুযোগ দেয়া। এছাড়া একটি বিশাল সেঞ্চুরি প্রকল্প হিসেবে "সিল্ক রোড অর্থনৈতিক বেল্ট" আন্তঃযোগাযোগ ও আর্থ-বাণিজ্যিক সহযোগিতাসহ বিভিন্ন সমর্থন দেবে।

চীনের জাতীয় সংস্কৃতি ও শিল্প তহবিলের পরিচালক গু ছাংচিয়াং বলেছেন, সিল্ক রোডের নির্মাণ চীনা জাতির দয়াশীলতা ও উত্তম প্রতিবেশীসুলভ আচরণের বাস্তব উদাহরণ। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের জনগণের শান্তি, কল্যাণ ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগের চিরন্তন ঐতিহাসিক নজির। যদিও আজকের সিল্ক রোডের প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশে অসাধারণ পরিবর্তিত হয়েছে। তবুও এর ঐতিহাসিক অবদান চিরকাল অক্ষয় থাকবে। গু ছাংচিয়াং বলেন,

আজ, আমরা প্রাচীনকালের সিল্ক রোডের উন্মুক্ত ও ক্ষমা, জয়, জয় সহযোগিতা, শান্তি ভাগাভাগি এবং পরস্পরের সভ্যতা অভিজ্ঞতা প্রদান করার মনোভাব চালিয়ে যাবো ও পালন করবো। সংস্কৃতির ক্ষেত্রে বেসরকারি যোগাযোগ বিভিন্ন দেশের বেসরকারি আদান-প্রদান ও সমঝোতা বাড়ানোর পাশাপাশি দেশের মধ্যে রাজনৈতিক আস্থা ও অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করা সম্ভব। এ ধরনের সহযোগিতা আরো দৃঢ় ভিত্তির পাশাপাশি বিভিন্ন দেশের সাংস্কৃতিক সমন্বয় ও পারস্পরিক অভিজ্ঞতা ত্বরান্বিত করা যায়।

চীনের সিল্ক রোড তহবিল কাউন্সিলের প্রেসিডেন্ট, ইএনএন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট চিন ইয়োংশেং বলেছেন, এবারের সিল্ক রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরাম চীনের প্রেসিডেন্ট সি চিনপিং উত্থাপিত "সিল্ক রোড অর্থনৈতিক বেল্ট" পারস্পরিক যোগাযোগ ও সমঝোতা বাড়ানো এবং বিভিন্ন সংস্কৃতি ও শিল্প ক্ষেত্রে বহু পক্ষীয় সহযোগিতা ত্বরান্বিত করার জন্য আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কার্যক্রম। এটা হচ্ছে চীনের সিল্ক রোড তহবিল সাংস্কৃতিক আদান-প্রদান ও সহযোগিতা বাড়ানো জনগণের হৃদয় সংযুক্ত করা ও জোরালো প্রচেষ্টা ও অন্বেষণ। চিন ইয়োংশেং বলেন,

আমরা মনে করি, সিল্ক রোড শুধু অর্থনৈতিক উন্নয়নের পথ তা নয়, বরং সংস্কৃতির সংরক্ষণ, উত্তরাধিকার ও সৃজনশীলতার পথ। এটি সম্প্রীতিময় মৈত্রীর পথ। আমরা বিশ্বাস করি, সাংস্কৃতিক বেল্ট অর্থনৈতিক বেল্ট ত্বরান্বিত করতে পারবে। অর্থনৈতিক বেল্ট সাংস্কৃতিক বেল্ট ত্বরান্বিত করবে। সাংস্কৃতিক বেল্ট মৈত্রী বেল্টকে পুষ্টি দেবে। মৈত্রী বেল্ট দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তফাৎ কমিয়ে প্রাচ্য ও পশ্চিম আদান-প্রদান এবং মধ্য এশিয়ার উন্নয়ন ত্বরান্বিত করবে। সংস্কৃতির প্রভাবশক্তি সময় ও স্থান ছাড়িয়ে যাবে এবং দেশের সীমানায় সম্প্রসারিত হবে। ভবিষ্যতে সিল্ক রোড সাংস্কৃতিক বেল্ট নির্মাণের প্রক্রিয়ায় আমরা শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতিময় উন্নয়নের ধারণা নিয়ে ২১ শতাব্দীর সিল্ক রোড সাংস্কৃতিক বেল্ট তৈরি করবো।

কিরগিজস্থান পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য বাখাদর সুলেইমানোভ বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের উত্থাপিত "সিল্ক রোড অর্থনৈতিক বেল্ট" নির্মাণের কৌশলগত ধারণা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক স্বীকৃতি পেয়েছে। চীনের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতি কিরগিজস্তানও ইতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। কারণ সিল্ক রোড প্রাচ্য ও পশ্চিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক, আর্থ-বাণিজ্যিক ও সাংস্কৃতিক পারস্পরিক আদান-প্রদান ও সহযোগিতা ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, আজ তার পুনর্গঠন মানবজাতির জন্য নতুন উন্নয়ন ডেকে আনবে। তিনি বলেন,

আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত "সিল্ক রোড মনোভাব"-এর উত্তরাধিকারের ওপর গুরুত্ব দেয়ার পাশাপাশি তাকে নতুন যুগ সংজ্ঞা ও মূল্য দেয়া, যাতে মানবসমাজের জন্য নতুন বস্তুগত ও আধ্যাত্মিক সম্পদ তৈরি হয়।

উল্লেখ্য, এবারের সিল্ক রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরামের ধারাবাহিক কার্যক্রম ৮ ডিসেম্বর শুরু হয়েছে। ৯ ডিসেম্বর পূর্ণাঙ্গ সম্মেলন ছাড়া অংশগ্রহণকারী অতিথীরা ৩টি গ্রুপে আলোচনা আয়োজন করেছেন। এছাড়া এদিন রাতে সাংহাই সহযোগিতা সংস্থার ৬টি দেশের সরকার কাজাখস্তানের রাষ্ট্রীয় কনসার্ট হলে একটি সঙ্গীতের বড় কনসার্টের আয়োজন করেছে।

প্রেমা

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040