

1204shishang
|
অত্যাধুনিক জীবনে চলাফেরা, আদবকায়দায় স্মার্টনেসও অপরিহার্য। কিন্তু 'স্মার্ট' চামচ! এমন দুটি শব্দ শুনে খুব অবাক হয়েছেন কি। কিন্তু এটি সত্যিই আসছে।
আমেরিকার সান ফ্রান্সিসকো মেডিক্যাল সেন্টারের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ড. জিল ওস্ট্রেম বর্তমানে পার্কিনসনস রোগীদের কার্যক্ষমতা বাড়ানোর জন্য এই চামচ তৈরি করেছেন। এই রোগীদের হাত সবসময় কাঁপে। তাই চামচ ধরে কোনো কিছু খেতে চাইলে সবসময়ই খাবার পড়ে যায়। এ সমস্যা সমাধানে কাজে লাগানো হবে এ চামচ।
পার্কিনসনস রোগ নিয়ে নিরন্তর গবেষণা চালিয়েছেন জিল। গুগল এই চামচ প্রচারের দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রায়ানের মা-ও এই রোগে আক্রান্ত। মূলত এ চামচে করে কোনও কিছু খেলে সেই খাবার পড়ে যাবে না, তা পার্কিনসনস রোগীর হাত যতই কাঁপুক না কেন। চামচের উপর খাবার থাকবে ঠিকঠাক। উচ্চতর প্রযুক্তি (হেলথটেক কোম্পানি লিফট ল্যাবস)-এর মাধ্যমে তৈরি এই চামচ পার্কিনসনস রোগীদের জন্য অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




