Web bengali.cri.cn   
'কনফুসিয়াস ইন্সটিটিউট দিবস' আয়োজন করেছে ইসরাইলের তেল আবিব বিশ্ববিদ্যালয়
  2014-11-28 19:03:56  cri
গত ২ ও ৩ নভেম্বর চীনা ভাষা ও সংস্কৃতির ওপর ইসরাইলিদের উপলব্ধি ও আগ্রহ বাড়ানোর জন্য ইসরাইলের তেল আবিব বিশ্ববিদ্যালয় 'কনফুসিয়াস ইন্সটিটিউট দিবস' আয়োজন করে কনফুসিয়াস ইন্সটিটিউটের দশম বার্ষিকী উদযাপন করেছে।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের 'কনফুসিয়াস ইন্সটিটিউট দিবস' কার্যক্রমে এক জোড়া ইসরায়েলই দম্পতি অনন্য চিত্তে চা পানের অনুষ্ঠান উপভোগ করছেন। এক কাপ চা পান করে প্রশংসায় পঞ্চমুখ তারা। তিনি বলেন,

বাহ! খুবই উত্তম! চাটা খুবই চমত্কার! চা পান অনুষ্ঠানও খুব সুন্দর!

৬৯ বছর বৃদ্ধ ছোটবেলা থেকে চীনা সংস্কৃতি পছন্দ করেন। তাঁর এক চীনা নাম আছে, সেটা হচ্ছে আইজ্যাক লিয়েইচ্ অর্থাত্ লি বো ছি। বর্তমানে তিনি প্রায়ই চীনে যান। তাঁর অনেক চীনা বন্ধু আছে। এবার 'কনফুসিয়াস ইন্সটিটিউট দিবস' কার্যক্রমে অংশগ্রহণের জন্য তিনি তেল আবিব বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তিনি বলেন,

এ কার্যক্রমটি খুবই চমত্কার। আমাদের আসতেই হয়। কারণ এটা আমাদেরকে চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি উপলব্ধির সুযোগ এনে দিয়েছে। আমাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। এখন চা অনুষ্ঠানের প্রতি আমার আরো সচেতনতা বেড়েছে। আমি আরো ভালোভাবে আমার চীনা বন্ধুদের উপলব্ধি করবো, যাতে আমাদের সঙ্গে সম্পর্ক আরো বৃদ্ধি পায়।

চা অনুষ্ঠান ছাড়াও ঘটনাস্থলে কাগজ কাটা, পেইচিং অপেরা মুখের মুখোশ তৈরি, চীনা লিপিবিদ্যা লেখা ও ডাম্প্লিং বানানোসহ বেশ কিছু কার্যক্রম রয়েছে। যদিও এসব কার্যক্রম ইসরাইলিদের জন্য কিছুটা কঠিন, তবুও তারা এতে আগ্রহের সঙ্গে অংশ নিয়েছেন।

২৫ বছর বয়সের জনাথন এক সপ্তাহ আগে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটে চীনা ভাষা ও সাহিত্য শিখতে শুরু করেছেন। লিখন ব্রাশ দিয়ে লেখা তাঁর জন্য খুবই মজার। তিনি বলেন,

খুব মজা, মনে হয় কিছুটা আশ্চর্য, কিন্তু মজার। ক্লাসে আমরা লিখন ব্রাশ দিয়ে লিখতে শিখি না। কিন্তু এখন আমি বুঝেছি স্ট্রোক অর্ডার (লিপিবিদ্যা পরিলক্ষিত) অনুযায়ী লেখার গুরুত্ব অনেক। লিখন ব্রাশ দিয়ে লেখার সময় স্ট্রোক অর্ডার মেনে না চললে, তা দেখতে খুব অদ্ভুত।

বর্তমানে ইসরাইলের সব বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স চালু হয়েছে। পাশাপাশি ইসরাইলে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনা ভাষা শেখার আগ্রহও অনেক। ইসরাইলের চীনা ভাষা শিক্ষাদান ইন্সপেক্টর জেনারেল তামার কেহাত বলেছেন, ইসরাইলে চীনা ভাষা শিক্ষা উন্নত করার প্রক্রিয়ায়, কনফুসিয়াস ইন্সটিটিউটের অনেক অবদান রয়েছে। তিনি বলেন,

কয়েক বছর আগে আমরা প্রথমবারের মতো তিনটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে কনফুসিয়াস ক্লাসরুম শুরু করেছি। বর্তমানে প্রায় একশ' মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে চীনা ভাষা কোর্স শেখানো হয়। এটা কনফুসিয়াস ইন্সটিটিউটের সঙ্গে সহযোগিতার ফলাফল।

ইসরাইলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট হচ্ছে ইসরাইলের প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট। চীনের রেনমিন বিশ্ববিদ্যালয় এর দায়িত্বগ্রহণ করেছে। রেনমিন বিশ্ববিদ্যালয়ের স্কুল বোর্ডের পরিচালক অধ্যাপক চিন নুও বলেছেন, কনফুসিয়াস ইন্সটিটিউট বিশ্বে চীনা ভাষার শিক্ষাদান উন্নত করার পাশাপাশি বৈদেশিক সাংস্কৃতিক আদান-প্রদান ও সহযোগিতা ক্ষেত্রে একটি ভালো প্ল্যাটফর্ম। তিনি বলেন,

সাংস্কৃতিক আদান-প্রদান প্রক্রিয়ায় আমরা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারি। চীনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উন্নয়নের জন্য প্ল্যাটফর্মটি খুবই ভালো। কনফুসিয়াস ইন্সটিটিউটের বয়স দশ বছর হয়েছে। সাধারণত বলা যায়, এটা ফলপ্রসূ।

পারস্পরিক যোগাযোগ ছাড়া এবারের 'কনফুসিয়াস ইন্সটিটিউট দিবস'-এ বিনোদন চীনা ভাষা শেখার ক্লাস, উৎকৃষ্ট চীনা ভাষা শিক্ষা-উপকরণ ও শিক্ষা সম্পদ প্রদর্শনী, পুরাতত্ত্ব আলোচনা সভা, সঙ্গীত আলোচনা সভা এবং 'চীন-ইসরায়েল সঙ্গীত সন্ধ্যা' চীনের রেনমিন বিশ্ববিদ্যালয় ও তেল আবিব বিশ্ববিদ্যালয় ইনডোর সিমফনি দলের বিশেষ কন্সার্টসহ বিভিন্ন বিষয় স্থাপন করা হয়েছে, যাতে অধিকতর-ভাবে চীন-ইসরাইল জ্ঞান-বিজ্ঞান বিদ্যাগত ও সাংস্কৃতিক আদান-প্রদান ত্বরান্বিত হয়।

প্রেমা/তৌহিদ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040