Web bengali.cri.cn   
১০ম আল জাজিরা ইন্টারন্যাশনাল ডকুমেন্টরি ফিল্ম ফেস্টিভাল
  2014-11-06 13:53:11  cri

চলতি বছরে অংশ নেয়া প্রামাণ্য চলচ্চিত্রের মধ্যে চীনের ১৭টি প্রামাণ্য চলচ্চিত্র রয়েছে। এগুলোর নির্মাতাদের মধ্যে মুলভূভাগের বিভিন্ন প্রদেশ, শহর এবং হংকং ও তাইওয়ানের পেশাগত টিভি কেন্দ্রের নির্মাতা ছাড়াও আরো রয়েছেন স্বাধীন নির্মাতা ও স্কুলে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা।

চীনের বিখ্যাত প্রামাণ্য চলচ্চিত্র পরিচালক লিয়াং বি বো হচ্ছেন এবারের এ উত্সবের একজন পর্যালোচক। তাঁর অনেক প্রামাণ্য চলচ্চিত্র বহুবার আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। তিনি বিশ্বের বিভিন্ন বিখ্যাত প্রামাণ্য চলচ্চিত্র উত্সবে পর্যালোচকের দায়িত্ব পালন করেছেন এবং করে চলেছেন।

গত শতাব্দীর ৯০'র দশকে একাএকাই প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উত্সবে অংশ নেন তিনি। সেই থেকে বর্তমানে নিয়মিত আন্তর্জাতিক পর্যালোচকের দায়িত্ব পালন করা লিয়াং বি বো খুব কাছ থেকে ধাপে ধাপে বিশ্বের কাছে চীনের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনের অবস্থা স্বচক্ষে দেখেছেন। তাঁর মতে সংখ্যা, গুণগত মান ও আন্তর্জাতিক প্রভাব-এ তিনটি দিক থেকে বলা যায়, চীনের প্রামাণ্য চলচ্চিত্রের বিশাল উন্নয়ন হয়েছে। বিশেষ করে গত পাঁচ ও দশ বছরে চীনের প্রামাণ্য চলচ্চিত্রের উন্নয়ন ব্যাপক ও গভীর।

'সাধারণভাবে বলা যায়, আমাদের দেশে যারা প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেন তাঁদের ধারণা বিদেশি প্রামাণ্য চলচ্চিত্র পরিচালকের মতোই একই রকম। আসলে প্রামাণ্য চলচ্চিত্রের দু'টি রকম রয়েছে। একটি হলো স্বাধীন প্রামাণ্য চলচ্চিত্র এবং আরেকটি হলো মিডিয়া প্রামাণ্য চলচ্চিত্র, অর্থাত টিভি কেন্দ্রে প্রচার করা সেই ধরনের প্রামাণ্য চলচ্চিত্র । আমাদের ধারণা ও সাজসরঞ্জাম তাঁদের কাছাকাছি ।'

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040