Web bengali.cri.cn   
আকাশের সাথে-১৪১১০৩
  2014-11-03 19:59:52  cri

ট: প্রিয় শ্রোতাবন্ধুরা, da jiahao! চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম।

সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'আকাশের সাথে' । আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি আমি এনামুল হক টুটুল এবং আমি শিয়েনেন আকাশ।

ক: বন্ধুরা, কেমন আছেন আপনারা? গত সপ্তাহের আমাদের এ অনুষ্ঠান কেমন লেগেছে আনাদের? আশা করি ভাল। বন্ধুরা, টুটুল সম্প্রতি একটি সুন্দর জায়গা ভ্রমণ করেছে। এখন আমরা টুটুলের কাছ থেকে তার এ ভ্রমণ সম্পর্কে জানবো কেমন?

ট: হ্যাঁ বন্ধুরা, আমি সম্প্রতি একটি খুবই সুন্দর জায়গা ভ্রমণ করেছি। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পেইচিং এসেছিলেন। স্যারের খুব ইচ্ছা ছিল তিনি একটি খুব সুন্দর জায়গা ভ্রমণ করবেন।

আকাশ ভাই তখন আমাকে প্রস্তাব দেন যে, আমি এবং আমার স্যার শানতুং প্রদেশে যেতে পারি। কারণ শানতুং প্রদেশে একটি খুবই সুন্দর পাহাড় আছে সেখানে আমরা গেলে আমাদের অনেক ভাল লাগবে। বন্ধুরা, আমরা যে পাহাড়ে গিয়েছিলাম তা সত্যিই অসাধারণ। এ জন্য আকাশ ভাইকে অনেক ধন্যবাদ ।

ক: ভাই, ধন্যবাদের কোনো দরকার নেই। তোমাকে সহযোগিতা করা আমার দায়িত্ব । আমিও আসলে তোমাদের সাথে যেতে চেয়েছিলাম । কিন্তু আমার ছুটি ছিলনা ।

বন্ধুরা, টুটুল চীনের শানতুং প্রদেশের মাউন্টেইন থাইশান গিয়েছিল। থাইশান চিনান থেকে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত। এটি চীনের পাঁচটি পবিত্র পাহাড়ের অন্যতম। এই পাহাড়ের প্রধান চূড়া প্রায় ১৫৩২ মিটার উঁচু। প্রায় তিন হাজার বছর ধরে থাই পাহাড় একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান হিসেবে চিহ্নিত হয়ে আসছে ।

আচ্ছা বন্ধুরা, এখন আপনাদের নিয়ে একসাথে থাই শান যাবো, কেমন?

ট: হ্যাঁ, অবশ্যই। এরপর আমরা নানচিং যুব অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশের সাঁতারু ও তাদের কোচের সাক্ষাতকার শুনবো, কেমন?

ট: থাইশান ভ্রমণ (লাইভ)

ট: বন্ধুরা, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা যদি নিজেদের কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাদের কাছে টেলিফোন করতে পারেন বা ইমেইল করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে: ০০৮৬১০৬৮৮৯২৪২০ এবং আমাদের ইমেইল হচ্ছে enamulhoquetutul@yahoo.com.

ক: বন্ধুরা, এবার তাহলে বিদায়। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আপনারা সবসময়ই আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়।

ট: হ্যাঁ বন্ধুরা, জীবনে মরণে আমরা কখনো পৃথক হবো না। চাই চিয়েন । (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040