Web bengali.cri.cn   
২০১৪ সালের নারী ধনকুবের তালিকা প্রকাশ করেছে হু রুন
  2014-11-07 19:59:20  cri

২০ অক্টোবর হু রুন গবেষণালয় "২০১৪ হু রুন নারী ধনীর তালিকা" প্রকাশ করেছে। ৩৩ বছরের কান্ট্রি গার্ডেন বোর্ডের ভাইস চেয়ারম্যান ইয়াং হুই ইয়ান ৪৪ বিলিয়ন ইউয়ানের সম্পদ নিয়ে 'শীর্ষ নারী ধনকুবের' পুনঃনির্বিচত হয়ে চতুর্থ বারের মতো হু রুন তালিকায় শীর্ষ নারী ধনীতে পরিণত হয়েছেন। ৭৩ বছরের ফু ওয়াহ আন্তর্জাতিক গ্রুপের ছেন লিহুয়া এবং ৫৭ বছরের নাইন ড্রাগন পেইপার (হোল্ডিংস) লিমিটেডের জাং ইন পৃথক পৃথকভাবে ৪০ বিলিয়ন ও ২৯ বিলিয়ন ইউয়ান দিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছেন। নারী ধনীর তালিকায় একমাত্র ৯০-এর দশকে জন্ম নেয়া মানুষ অর্থাত্ ২৪ বছরের চি খাইথিং ৮ বিলিয়ন ইউয়ান দিয়ে তালিকার ২৫তম স্থানে রয়েছেন।

'২০১৪ হু রুন নারী ধনী তালিকা' হচ্ছে হু রুনের একশ' ধনকুব তালিকার অন্যতম। '২০১৪ হু রুন একশ' ধনকুবের তালিকা' থেকে বাছাই করা ৫ বিলিয়ন ইউয়ানের বেশি সম্পদের অধিকারী প্রথম ৫০ জন নারী। তাঁদের গড়পড়তা ধনসম্পদ ১০.৯ বিলিয়ন ইউয়ান। এই সংখ্যা গত বছরের এ সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি।

সর্বশেষ প্রকাশিত তালিকা সম্পর্কে নিউজ রেডিও'র সংবাদদাতা জাং ইউয়ে হু রুন ধনকুব তালিকার মহা পরিচালক ও প্রধান গবেষক রুপার্ট হুজওয়ার্ফ-এর সাক্ষাত নিয়েছেন। এককভাবে একশ' ধনকুব থেকে নারী ধনী বাছাই করার তাত্পর্য সম্পর্কে রুপার্ট বলেন,

ধনী তালিকার তাত্পর্য হচ্ছে বেসরকারী অর্থনীতি সম্পর্কে ধারণা দেয়া। কিন্তু আপনি সত্যি ও বিস্তারিতভাবে উপলব্ধি করতে চান, তাহলে প্রত্যেকটি শ্রেণীবিভাগ পুনরায় বিশ্লেষণ করতে হয়। সুতরাং আমরা অব্যাহতভাবে কিছু শাখা তালিকা সৃষ্টি করেছি। আজ আমরা নারী ধনীর তালিকা প্রকাশ করেছি। এর তাত্পর্য হচ্ছে আমরা আরো বিস্তারিতভাবে চীনা নারী ধনকুবদের উপলব্ধি করি। তাদের কী কী বৈশিষ্ট্য আছে। এখান থেকে বোঝা যায়, তাদের মধ্যে কত শতাংশ শূন্য অবস্থা থেকে ধনী হয়েছেন। এদের মধ্যে উত্তরাধিকারির হার খুব কম। এছাড়া তারা কোন কোন শিল্পের ওপর বেশি গুরুত্ব দেন এবং কোন কোন শিল্পে কম গুরুত্ব দেন তা বোঝা যায়।

এছাড়া তালিকায় নারী ধনকুবের অঞ্চল এবং বয়স থেকে চলতি বছর নারী ধনী তালিকার নতুন বৈশিষ্ট্য বিশ্লেষণ করেছেন রুপার্ট। তিনি বলেন,

বিভিন্ন প্রবণতা থেকে দেখা যায়, চলতি বছর শেন জেন থেকে আসা নারী ধনকুবের সংখ্যা বেশি। আগে ছিল পেইচিং। যদি আমরা একটি বড় অঞ্চল হিসেবে দেখি, কুয়াং তোং-এ নারী শিল্পপতির সংখ্যা সবচেয়ে বেশি। আপনি যদি একজন প্রতিভাধর নারী বা নারী শিল্পপতি, তাহলে কুয়াং তোং ও শেন জেনে গেলে আরো ভালো। বয়স থেকে দেখা যায়, তাদের গড়পড়তা বয়স ৪৮ বছর। এছাড়া দেখা যায়, শূন্য অবস্থা থেকে ধনী হওয়ার হার ৭০ শতাংশ। এই হারটাই খুব বেশি। এটা প্রতিফলিত হয়েছে যে, চীনা নারী শিল্পপতি শিল্প প্রতিষ্ঠার মর্ম বিরাট। বিশেষ করে, চলতি বছর আমরা আবিষ্কার করেছি, একজন ৮০-এর দশকের নারী শূন্য অবস্থা থেকে ধনী হয়েছেন।

রুপার্ট ব্যাখ্যা করেছেন, এ জরিপ থেকে দেখা যায়, রিয়েল এস্টেটে জড়িত নারী ধনকুবের সংখ্যা সবচেয়ে বেশি। তারপর হলো অর্থ ও পুঁজি বিনিয়োগের ক্ষেত্র। তিনি বলেন,

তালিকায় নারী ধনকুবের শিল্প প্রতিষ্ঠানগুলো আসলে ধনীর তালিকার সে সব শিল্পের চেয়ে কিছুটা ভিন্ন। চীনা নারী ধনকুব রিয়েল এস্টেট ও আর্থিক পুঁজি বিনিয়োগের ওপর বেশি গুরুত্ব দেন। রিয়াল এস্টেট ক্ষেত্রে ২৮ শতাংশ চীনা নারী ধনকুব রিয়াল এস্টেট শিল্পে সম্পদ গড়েছেন। অর্থনৈতিক ক্ষেত্রে চলতি বছরের তালিকায় ১৪ শতাংশ নারী ধনী অর্থে জড়িত রয়েছেন। এছাড়া তুলনায় খুব কম নারী ধনী যন্ত্রপাতি নির্মাণের সঙ্গে জড়িত। নারী ধনকুবেরা খাদ্য পুষ্টি শিল্পের ওপর আরো বেশি দেন। তাছাড়া পোশাক শিল্পও তুলনামূলকভাবে ভালো করছেন তারা। চীনা নারী ধনকুবের জন্য সবচেয়ে অর্থপ্রদ শিল্প হচ্ছে রিয়েল এস্টেট এবং অর্থ। দু'টো শিল্পের হার পুরুষের চেয়ে উঁচু। সে ক্ষেত্রে নারীরা খুব ভালো কাজ করছেন।

প্রেমা

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040