Web bengali.cri.cn   
দশম মিলিপল কাতার প্রদর্শনী অনুষ্ঠিত
  2014-11-07 19:59:20  cri

গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দশম মিলিপল কাতার প্রদর্শনী কাতারের রাজধানী দোহার প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ৩৬টি দেশের ২৬১টি কোম্পানি চলতি বছরের প্রদর্শনীতে অংশ নিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি এবং গুণগত মান প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে চীনা কোম্পানি কয়েকটি স্টল রয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি জটিল হওয়ায় এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্র হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে তত্পর নিরাপত্তা ও প্রতিরক্ষা বাজারগুলোর অন্যতম। সুতরাং এ ধরনের পণ্যদ্রব্যের প্রদর্শনী খুব আকর্ষণীয়।

১৯৯৬ সাল থেকে কাতার ফ্রান্সের সঙ্গে মিলিপল প্রদর্শনীতে সহযোগিতামূলক অংশগ্রহণ করে। তখন থেকে প্রদর্শনীটি প্যারিসে ও দোহায় পালাক্রমে অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে প্রদর্শনীটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী পুলিশি সরঞ্জামের প্রদর্শনীতে পরিণত হয়েছে। গাড়ি, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরণ প্রতিরোধ যন্ত্রপাতি, প্রতিরক্ষামূলক পোশাক এবং নিরাপত্তা সরঞ্জাম, এ সবই হচ্ছে প্রদর্শনীর গুরুত্বপূর্ণ পণ্য।

প্রদর্শনীতে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিখ্যাত কোম্পানি আলাদা আলাদাভাবে নিজেদের পণ্য নিয়ে এসেছে। চীনা কোম্পানিগুলোও এর গুরুত্বপূর্ণ সদস্য। ২০১২ সালের প্রদর্শনীতে চীনের নুকটেক কোম্পানি লিমিটেড বৃহত্তম অর্ডার পেয়েছিল। নুকটেক হচ্ছে চীনের স্বতন্ত্র মেধাস্বত্ব এবং উচ্চমানের বিজ্ঞান ও প্রযুক্তিগত নিরাপদ পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান নিরাপত্তা সমস্যার সমাধান ও সেবা দিয়ে থাকে। ২০০৫ সাল মধ্যপ্রাচ্যের বাজারে প্রবেশ করার পর থেকে মার্কেটে এর শেয়ারের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। তাদের উন্নয়ন মিলিপল প্রদর্শনীতে অংশ নেয়া থেকে প্রতিফলিত হয়েছে। নুকটেকের বাজার বিভাগের প্রধান মেং ছিয়াং ব্যাখ্যা করে বলেন,

শুরুর দিকে আমাদের ভাড়া করা প্রদর্শনীর বুথের আয়তন ছিল ১২ বর্গমিটার। এখন ৪৮ বর্গমিটার। এটা স্বচক্ষে দেখেছে যে বাজারে আমাদের আয়তন বাড়ছে।

মেংছিয়াং বলেন, ২০০৫ সালে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে আসার সময় এখানকার ক্রেতারা চীনা পণ্যের দামের ওপর বেশি মনোযোগ দিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি অনেক পরিবর্তিত হয়েছে। মেংছিয়াং বলেন,

আসলে আমাদের পণ্যের দাম ইউরোপ ও আমেরিকার চেয়ে বড় কোনো পার্থক্য নেই। বর্তমানে আমরা ক্রেতাদের আকর্ষণ করছি যে, আমাদের অব্যাহত গবেষণা ও উন্নয়নের সামর্থ্য ইউরোপ ও আমেরিকান কোম্পানির চেয়ে ভালো। আর এর বিক্রয় পরবর্তী সেবাও রয়েছে।

এবারের প্রদর্শনীতে নুকটেক নিজের হিউম্যান পরীক্ষকসহ বিভিন্ন নতুন দ্রব্যের ব্যবস্থা করেছে। প্রদর্শনীকে নুকটেকের মতো নিয়মিত কোম্পানি ছাড়া, চলতি বছর নতুন চীনা কোম্পানিও এতে অংশ নিয়ে নিজেদের উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তিগত দ্রব্য প্রদর্শন করেছে।

পেইচিং প্রোটেক নিউ ম্যাটারিয়াল সায়েন্স লিমিটেড কোম্পানি তাদের গুলিরোধক উপকরণ নিয়ে হাজির হয়েছে এবং আন্তর্জাতিক ক্রেতার অনেক প্রশংসা অর্জন করেছে। কোম্পানির জেনারেল ম্যানেজার ড. জৌ ছিং ব্যাখ্যা করেন,

২০০৩ সালে আমাদের কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে আমরা সবসময় দেশের উচ্চ প্রযুক্তির শিল্পপ্রতিষ্ঠান হিসেবে কাজ করে। সুরক্ষা ক্ষেত্রে আমরা কম্পোজিট উপাদান তৈরির সময় দশ বার বছর পার হয়েছে। পণ্যদ্রব্যের প্রযুক্তিগত দিক থেকে বৈদেশিক অগ্রণী মান সমান সমান। এবার এখানে আসার লক্ষ্য এক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিমূর্তী ও ব্র্যান্ডের প্রসার বাড়ানো। দুই, এ ধরনের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে চীনের উত্পাদনের উন্নত ভাবমূর্তি স্থাপন করা।

প্রেমা

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040