

অ্যাপলের এ কম্পিউটার হোম কম্পিউটিংয়ের ক্ষেত্রে বিপ্লব এনেছিল বলে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করেন। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক মিলে প্রথম যে ৫০টি অ্যাপল ওয়ান কম্পিউটার তৈরি করেছিলেন নিলামে বিক্রি হওয়া কম্পিউটারটি তারই মধ্যে একটি। ১৯৭৬ সালে ক্যালিফোর্নিয়ার লস অ্যালটোসের একটি বাড়ির গ্যারেজে অ্যাপল প্রতিষ্ঠা করেছিলেন তাঁরা।
নিলামকারী প্রতিষ্ঠান বোনহ্যামস জানিয়েছে, তারা এই কম্পিউটার দাম সর্বোচ্চ তিন লাখ থেকে পাঁচ লাখ ডলার আশা করেছিল।
অ্যাপলের তৈরি প্রথম কম্পিউটারের ফরমায়েশ দিয়েছিলেন বাইট শপের মালিক পল টেরেল। ৬৬৬.৬৬ ডলার দাম ছিল এই কম্পিউটারের। প্রথম ৫০টি কম্পিউটার বিক্রির পর পরে ১৫০টি অ্যাপল ওয়ান কম্পিউটার তৈরি করে তা বিক্রি করেছিলেন জবস ও ওজনিয়াক।
এর আগে ২০১২ সালে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি তিন লাখ ৭৪ হাজার ৫০০ মার্কিন ডলার দামে এ রকম আরেকটি অ্যাপল১ কম্পিউটার নিলামে বিক্রি করেছিল।




