Web bengali.cri.cn   
২০১৪ সালের 'হাস্যকর নোবেল' পুরস্কার
  2014-10-06 15:32:34  cri



প্রথমেই জেনে নিন, এ হাস্যকর নোবেল পুরস্কারের নাম কি আর এর অর্থই বা কি?

এ পুরস্কারটির পুরো নাম হল "দ্য ইগনোবল প্রাইজেস' । ডিকশনারিতে "ignoble" এর যতগুলি প্রতিশব্দ পাওয়া যায়, তার সবগুলোরই অর্থ দাঁড়াচ্ছে এরকম যে, 'লজ্জাজনক' 'অসম্মান জনক' 'অনৈতিক' 'হাস্যকর' এ জাতীয় শব্দ। কিন্তু "ignoble" নামটি "nobel prize" থেকেই এসেছে। বলা হয়ে থাকে যে, এ পুরস্কারটি মূলত সত্যিকার নোবেল পুরস্কারের একটি মজার অনুকরণ। বিজ্ঞানের জগতের উদ্ভুদ আর হাস্যকর সব গবেষণাকর্ম নিয়ে প্রকাশিত একটি ম্যাগাজিন এই পুরস্কারের আয়োজক। এ পুরস্কারের বিচারকদের মধ্যে অনেক নোবেল পুরস্কার বিজয়ীরাও আছেন। হাস্যকর নোবেল পুরস্কারের প্রধান লক্ষ্যই হল: যে সকল গবেষণা আপাতভাবে দেখলে অত্যন্ত হাস্যকর মনে হবে, কিন্তু এর গভীরে রয়েছে বিশেষ তাত্পর্য আর সুদূরপ্রসারী প্রভাব, এমন সব গবেষণা কর্মকে পুরস্কৃত করা। প্রতি বছরের অক্টোবর মাসে অর্থাত আসল বা সত্যিকার নোবেল পুরস্কার প্রদানের দু বা এক সপ্তাহের আগে এ নকল নোবেল পুরস্কারের আয়োজন করা হয়। ১৯৯১ সালে প্রথম এই পুরস্কার প্রদানের প্রচলন শুরু হয়। হাস্যকর নোবেল পুরস্কারের জন্য মনোনীত এবং নির্বাচিত বৈজ্ঞানিক গবেষণাগুলো নিঃসন্দেহে অসাধারণ এবং হাস্যকর হতেই হবে, তাই না?

আর নিশ্চয়ই এই সকল হাস্যকর গবেষণা বিজ্ঞান, চিকিত্সা ও প্রযুক্তির জগতের মানুষদের মধ্যে প্রভূত আগ্রহ উদ্দীপনা তৈরি করে থাকে। কিন্তু আসল নোবেলের সাথে এই নকল নোবেল পুরস্কারের বেশকিছু হাস্যকর পার্থক্য রয়েছে। যেমন, বিজয়ী ব্যক্তি এ পুরস্কারের জন্য কোনো অর্থমূল্য পাবেন না, এমনকি নেই কোনো হইচই, শুভেচ্ছা আর প্রশংসার পুষ্পবর্ষণ। কেবল নকল বিজয়ী ব্যক্তি তাঁর গবেষণা পত্রটিকে আয়োজক ম্যাগাজিন কোম্পানির পত্রিকায় বিনা খরচে ছাপাতে পারবেন।

২০১৪ সালের 'হাস্যকর নোবেল' পুরস্কার গত ১৮ তারিখে হার্ভাড বিশ্ববিদ্যালয়ে প্রদান করা হয়। এতে মোট ১০টি পুরস্কার প্রদান করা হয়েছে।

এখন আমরা চলতি বছরের 'হাস্যকর নোবেল পুরস্কার'র কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করবো।

যেমন, আমরা সবাই জানি কলার খোসায় পা পিছলে পড়ে। কিন্তু তা কি ১০০% হয়? মানুষ কি সত্যিই পিছলে পড়ে? এর উত্তর হল হ্যাঁ। জাপানের কিতাসাতো বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা বিভাগের গবেষকরা গবেষণার পর এ কথাকে প্রমাণ করেছেন এবং তারা মানুষের 'পিছলে' পড়ার কারণটা আবিষ্কার করেছেন। কারণটা হলো, কলার খোসায় গাম আছে, এ কারণে কলার খোসা ও মাটির মধ্যে ঘর্ষণ শক্তি কমে যায়, আর এ কারণে পিছলে পড়ে মানুষ।

হএ গবেষণার ফলাফল শুনতে যেন অনেকটা হাস্যকর এবং বিরক্তিকর, কিন্তু তা থেকে গবেষক সত্যিই আমাদেরকে অজানা কিছু তথ্য জানিয়েছেন এবং গুরুত্বপূর্ণ উপাদান আবিষ্কার করেছেন। তাই না?

এখন আরেকটি পুরস্কারের বিষয়। তা মনস্তত্ত্ব পুরস্কার পেয়েছে। ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার গবেষকরা আবিষ্কার করেছেন যে, চালবাজরা রাতে চাল মারতে বেশ পছন্দ করে। এর তুলনায় সকালে বা ভোরে তাদের চাল মারার হার কম। আপনারা জানতে চান কেন? রাতে আলো নেই, অন্ধকার, আর রাতে মানুষের সতর্কতাও কম, তাই চালবাজ খুব সহজেই চাল মারতে পারে, মানে তাদের সফল হওয়ার হার বেশি।

এখন আমি যে বিষয়টি বলতে চাই, তা শুনতে অনেক অবাক হবার পাশাপাশি হয়তো একটু বমি বমি ভাব আসবে সবার।

আর এ বিষয়টি চলতি বছরের হাস্যকর নোবেল পুরস্কারের "পুষ্টিবিদ্যা পুরস্কার" পেয়েছে। স্পেনের খাদ্য গবেষক আবিষ্কার করেছেন যে, যদিও শিশুর বয়স অনেক কম এবং সসেজ খেতে পারে না। তবে তারা সসেজ তৈরি করায় সাহায্য করতে পারবে। গবেষকরা শিশুর মলের আরএনএ গবেষণা করেছেন এবং ১০৯ রকমের ল্যাক্টোবেসিল্লাস আবিষ্কার করেছেন। আরো অবাক করার বিষয় হল এসব ল্যাক্টোবেসিল্লাস -এর মধ্যে ৩ রকমের ল্যাক্টোবেসিল্লাস সসেজ তৈরি করতে পারে।

এখন আমি চলতি বছরের হাস্যকর নোবেল পুরস্কারের 'চিকিত্সা পুরস্কারের' বিষয় নিয়ে আপনাদেরকে কিছু বলি, আপনারা কি জানেন, প্লেটলেট রক্তপাত বন্ধ করতে পারে? এমন এক রকমের রোগ আছে, যেসব রোগীদের রক্তে প্লেটলেট কম বা অভাব, রক্তপাত তাদের জন্য মারাত্মক হতে পারে। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের ডাক্তার আবিষ্কার করেছেন যে, লবণাক্ত মাংস রক্তপাত বন্ধ করতে পারে। তারা একটি চার বছর বয়সী মেয়েকে চিকিত্সা করার সময় তা আবিষ্কার করেন। এ মেয়ের প্লেটলেট কম, যখন মেয়েটি হাসপাতালে ভর্তি হয়, তখন তার রক্তপাত অনেক গুরুতর। চিকিত্সার পঞ্চম দিনে ডাক্তার তার রক্তপাত বন্ধ করার জন্য তার নাকে লবণাক্ত মাংস লাগায় এবং আশ্চর্যের বিষয় হল তার রক্তপাত সত্যি সত্যি বন্ধ হয়ে যায়। আসলে তা নতুন পদ্ধতি নয়, লবণাক্ত মাংসের মাধ্যমে রক্তপাত বন্ধ করার ইতিহাস ১৯ সেই শতাব্দী থেকে। আসলে তা প্রাচীন একটি পদ্ধতি।

এছাড়া চলতি বছরের হাস্যকর নোবেল পুরস্কারে আরো অনেক মজার বিষয় রয়েছে। যেমন, জীব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, রসায়নসহ বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040