Web bengali.cri.cn   
আকাশের সাথে-০৯২০১৪
  2014-09-25 15:50:36  cri

ট: প্রিয় শ্রোতাবন্ধুরা, da jiahao! চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'আকাশের সাথে' । আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি আমি এনামুল হক টুটুল এবং আমি শিয়েনেন আকাশ।

ট: প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি তাজিকিস্তানের দুশানবেতে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতাদের ১৪তম সম্মেলনে অংশগ্রহণ করেন এবং দেশটিতে রাষ্ট্রীয় সফরও করেন। এরপর মালদ্বীপ ও শ্রীলংকা সফর করেন তিনি। এ দেশ দু'টি সফরের পর নেপাল ও ভারত সফর করার কথা রয়েছে তাঁর।

আজকে আমরা শুরুতেই সি চিন পিংয়ের এ চারটি দেশ সফর সম্পর্কিত খবর শুনবো ,কেমন?

দুশানবেতে শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ:

শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতাদের ১৪তম অধিবেশন গত ১২ সেপ্টেম্বর তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবেয়েভ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাখমোনোভ ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট কারিমোভ অধিবেশনে উপস্থিত ছিলেন।

সদস্য রাষ্ট্রসমুহের শীর্ষ নেতারা প্রথমে ছোট আকারের বৈঠক করেন, তারপর পর্যবেক্ষক দেশ আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট তসাখায়া এলবেগদোর্গ, ভারত ও পাকিস্তানের প্রতিনিধিগণ, সভাপতি রাষ্ট্রের অতিথি তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বারদেমুরখামেদোভ, সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা ব্যাপক আকারের বৈঠক করেন।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাখমোনোভ অধিবেশনের সভাপতিত্ব করেন। অধিবেশনে ২০১৩ সালের বিশকেক শীর্ষসম্মেলনের পর শাংহাই সহযোগিতা সংস্থার প্রধান কার্য সফলতার সারসংকলন করা হয়।

সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ শাংহাই সহযোগিতা সংস্থার কাজ আরো সুসম্পন্ন করা, এ অঞ্চলের দীর্ঘস্থায়ী সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন করা, আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করা, বাস্তব সহযোগিতা জোরদার করা এবং বর্তমান গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করেন এবং ব্যাপক মতৈক্যে পৌঁছান।

অধিবেশনে সি চিন পিং বলেন, বর্তমান বিশ্ব জটিল ও গভীরভাবে পরিবর্তিত হচ্ছে। পৃথিবী এখনো শান্ত নয়। শাংহাই সহযোগিতা সংস্থা আগের ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। এ সংস্থার সদস্য রাষ্ট্র ও এসব দেশের জনগণের আরো বেশি নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা হচ্ছে আমাদের অভিন্ন কর্তব্য ও দায়িত্ব।

সি চিন পিং চারটি প্রস্তাব উত্থাপন করেন। তা হচ্ছে: এক, দৃঢ়ভাবে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করাকে নিজের দায়িত্ব হিসেবে মনে করা হবে। দুই, অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নকে অবিচল লক্ষ্য হিসেবে গণ্য করা হবে। তিন, সবসময় জনগণের যোগাযোগ ত্বরান্বিত করা হবে। চার, বৈদেশিক বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণকে চালিকাশক্তি হিসেবে মনে করা হবে।

এ বারের অধিবেশনে 'শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের দুশানবে ঘোষণা" স্বাক্ষরিত হয়েছে এবং কিছু সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। অধিবেশনের পর শীর্ষ নেতারা একসাথে সংবাদদাতাদের সঙ্গে সাক্ষাত করেন।

অধিবেশনে ২০১৫ সালে শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন রাশিয়ার উফায় অনুষ্ঠিত হবার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সি চিন পিংয়ের মালদ্বীপ সফর শুরু; বিমানবন্দরে উষ্ণ শুভেচ্ছা:

রাষ্ট্রীয় সফরে গত ১৪ সেপ্টেম্বর মালদ্বীপ পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিং পিং। এ সময় বিমানবন্দরে তাঁকে শুভেচ্ছা জানান দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন ও তাঁর স্ত্রী।

মালদ্বীপের প্রেসিডেন্ট তাঁর দেশের জনগণের পক্ষ থেকে সি চিন পিংকে স্বাগত জানান। এ সময় প্রেসিডেন্ট বলেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চার দশক পর সি চিন পিং হচ্ছেন মালদ্বীপ সফরকারী প্রথম চীনা প্রেসিডেন্ট। এটা মালদ্বীপের জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা বলেও উল্লেখ করেন তিনি।

মালদ্বীপবাসীকেও শুভেচ্ছা জানান সি চিন পিং। তিনি বলেন, দু'দেশের কূটনৈতিক সম্পর্ক অনেক উন্নত ও স্থিতিশীল। সম্প্রতি নানচিং যুব অলিম্পিকে মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিত থাকার কথাও উল্লেখ করেন প্রেসিডেন্ট সি। মালদ্বীপের সঙ্গে একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশম পথ স্থাপনের আশা ব্যক্ত করেন সি চিন পিং।

সি চিন পিংয়ের শ্রীলংকা সফর শুরু

সেপ্টেম্বর ১৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) কলম্বো পৌঁছে শ্রীলংকায় রাষ্ট্রীয় সফর শুরু করেন।

দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে বিমানবন্দরে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। শ্রীলংকার যুবকরা জাতীয় নৃত্য পরিবেশন করেন এবং শিশুরা চীনা ভাষায় 'স্বাগত, স্বাগত, উষ্ণ স্বাগত জানাই' স্বরে শ্লোগান দিতে থাকেন।

প্রেসিডেন্ট রাজাপাকশের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, তেল ও শিল্পমন্ত্রী প্রমুখ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রেসিডেন্ট সি চিন পিং দম্পতিকে অভ্যর্থনা জানান।

সি চিন পিং বলেন, "আজ আমি শ্রীলংকার এ সুন্দর মাটিতে পৌঁছানোর সাথে সাথে আমি ও আমার প্রতিনিধি দল শ্রীলংকার প্রেসিডেন্ট দম্পতি ও জনগণের মনোজ্ঞ অভ্যর্থনা লাভ করি। যেন চীন ও শ্রীলংকার মৈত্রীর উষ্ণ সাগরে আছি। আমি সত্যি মুগ্ধ। চীন ও শ্রীলংকার বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান সুদীর্ঘকালের। দু'দেশ বিপদে প্রকৃত ভালো ভাই, অভিন্ন উন্নয়নের ভালো অংশীদার, পরস্পরের আপন বন্ধু। এখন চীন ও শ্রীলংকা আন্তরিকভাবে পরস্পরকে সাহায্য করে। আমরা কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের নতুন সূচনায় দাঁড়িয়ে আছি এবং বিশাল উন্নয়নের সুযোগের সম্মুখীন হচ্ছি। আমি শ্রীলংকার নেতার সাথে দু'দেশের সম্পর্কের নকশা পরিকল্পনা করার প্রত্যাশা করি। আশা করি, এবারের সফরের মাধ্যমে দু'দেশের জনগণের গভীর মৈত্রী আরো সম্প্রসারিত হবে। চীন ও শ্রীলংকার মৈত্রী সেতু একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথের বাতাস ভেঙ্গে অনেক দূরে যেতে পারবে।"

ওয়াং হু নিং, লি চান শু, ইয়াং চিয়ে ছি প্রমুখ প্রেসিডেন্ট সি'র সফরসঙ্গী হিসেবে একই বিমানে শ্রীলংকায় পৌঁছান।

মালদ্বীপে রাষ্ট্রীয় সফর শেষ করে কলম্বোয় পৌঁছান সি চিন পিং । (ইয়ু/টুটুল)

ক: ভাইয়া, এবারে চীনের প্রেসিডেন্টের সফরে এ চারটি দেশ ও চীনের সাথে তাদের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হবে । এটা নিশ্চিত। আমি বাংলাদেশে থাকার সময় বাংলাদেশের বন্ধুদেরকে বলেছি, আমি ভাল, তুমি ভাল না, এটা আসলে ভাল না। আমি ভাল, তুমি ভাল , এটা সত্যিই ভাল।

ট: সত্যি। এখন সহযোগিতা এবং জয় না করে কিছু হবে না।

আশা করি আমাদের এশীয় পরিবার আরো বেশি ঘনিষ্ঠ হবে এবং সেই সঙ্গে আনন্দের সাথে আরো বেশি পরোটা বিরিয়ানি খেতে পারবে।

ক: হাহা। বন্ধুরা, এখন চীনের আবহাওয়া আগের চেয়ে অনেক ঠাণ্ডা হয়ে গেছে। আমি জানি বাংলাদেশ এবং ভারতের আবহাওয়া এখনও খুব গরম। এজন্য বেশি বেশি পানি পান করবেন। সত্যি এখন আমি আমার উত্তরার বন্ধুদেরকে খুবই মিস করি। তোমাদেরকে ধরে রাখতে দাও বন্ধুরা।

ট: বন্ধুরা, এখন তাহলে আমরা একটি 'মিস করা' সম্পর্কিত প্রেমের গান শুনবো। গানটির নাম হচ্ছে 'আই উইল'। গানের পর আমরা আবার নানচিং যুব অলিম্পিক গেমসের মাঠে ফিরে যাবো এবং একসাথে বাংলাদেশ দলের আর্চারি খেলোয়াড়ের সাক্ষাতকার শুনবো।

ক: আমি তোমার জন্য সব কিছু করবো, এমনকি পৃথিবীর শেষ প্রান্তে নির্বাসিত করলেও । শুধু তোমার হৃদয়টা আমাকে দাও, আমি সবকিছু করবো, সবকিছু করবো শুধু তোমার জন্য।

(গান)

( সাক্ষাতকার)

ট: বন্ধুরা, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা যদি নিজেদের কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাদের কাছে টেলিফোন করতে পারেন বা ইমেইল করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে: ০০৮৬১০৬৮৮৯২৪২০ এবং আমাদের ইমেইল হচ্ছে enamulhoquetutul@yahoo.com.

ক: বন্ধুরা, এবার তাহলে বিদায়। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আপনারা সবসময়ই আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়।

ট: হ্যাঁ বন্ধুরা, জীবনে মরণে আমরা কখনো পৃথক হবো না।

চাই চিয়েন । (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040