Web bengali.cri.cn   
শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সবল রাখার উপায়
  2014-10-09 15:25:09  cri


সবাই জানেন যে, চুল পাকলে বা ত্বকে অথবা মুখমণ্ডলের চামড়ায় ভাঁজ বা রেখা পড়ার অর্থ হচ্ছে আপনার বয়স বেড়েছে, আপনি আর সেই টান টান মসৃণ ত্বকের অধিকারী তরুন যুবকটি নেই। আপনি জানেন কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মুখের আগেই বুড়িয়ে যায়? আসুন আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জেনে নেই যে, শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ আগে আগে বুড়িয়ে যায় দূর্বল হয়ে যায় আর কোনগুলি দেরিতে।

আপনারা জানেন কি মস্তিষ্কের ভিতরের স্নায়ু কোষের সংখ্যান দিন দিন কমে যায়। জন্ম গ্রহনের সময় এই কোষের সংখ্যা প্রায় ১০০ বিলিয়ন থাকে। কিন্তু ২০ বছর বয়স থেকেই এ সংখ্যা কমতে থাকে। ৪০ বছর বয়সের পর থেকে এই কোষ প্রতিদিন ১০ হাজার করে কমে যায়। যার ফলে ৪০ বছরের পর থেকে মেমরি বা স্মৃতি ও সমন্বয়ের সক্ষমতা দুর্বল হতে থাকে।

মানুষের খাদ্যনালী বা ... ৫৫ বছর বয়স থেকে দূর্বল হতে শুরু করে। স্বাস্থ্যকর উন্টেসটিনাল মদ ও উপকারী ভাইরাসের মধ্যে সুষ্ঠু সমন্বয় করতে পারে। কিন্তু ৫৫ বছর বয়সের পর থেকে উন্টেসটিনালে থাকা উপকারী ভাইরাসের সংখ্যা ব্যাপক হারে কমে যেতে থাকে। এর ফলে মানুষের হজমের দক্ষতা হ্রাস পায় এবং উন্টেসটিনালে সহজে রোগে আক্রান্ত হয়।

মূত্রথলি ৬৫ বছর থেকে দূর্বল হতে শুরু করে। যখন কারো বয়স ৬৫ বছরের বেশি হয়, তখন তার মূত্রথলি নিয়ন্ত্রণের সক্ষমতা দূর্বল হয়ে নানা সমস্যার সম্মুখীন হয়। এই সময় মূত্রথলি সঙ্কুচিত হতে থাকে। যার ফলে ঘন ঘন টয়লেটে যাওয়ার প্রবণতা তৈরী হয়। তাছাড়া এই সময় মূত্রথলি সহজে রোগাক্রান্ত আক্রান্ত হয়ে পড়ে।

আমাদের ফুসফুস ২০ বছর বয়স থেকেই বুড়িয়ে যেতে থাকে। ৩০ বছরের একজন সাধারণ পুরুষ প্রতিবার নিঃশ্বাসের সাথে ৯৪৬ মিনিলিটার বাতাস গ্রহণ করতে পারে। কিন্তু ৭০ বছর বয়সে এর পরিমাণ কমে ৪৭৩ মিলিলিটারে দাঁড়ায়।

মানুষের কণ্ঠনালী ৬৫ বছর বয়স থেকে পরিবর্তন হতে শুরু করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কণ্ঠ হালকা ও পাতলা হয়ে যায়। নারীদের কণ্ঠ দিন দিন কর্কশ হয়ে ওঠে এবং পুরুষের কণ্ঠ আরও দুর্বল হয়ে যায়।

চোখের সক্ষমতা ৪০ বছর বয়স থেকেই কমে যেতে থাকে। এ সময় থেকে চশমার ব্যবহার একটি সাধারণ প্রবণতা হয়ে ওঠে। বয়সের কারণে চোখের পাশের প্রয়োজনীয় পেশীগুলো দূর্বল হয়ে যায়।

আপনি জানেন কি যে, আপনার হার্ট বা হৃদয় ৪০ বছর বয়স থেকেই বুড়িয়ে যেতে থাকে। এ সময় থেকে আমাদের হৃদয়ের শরীরে প্রয়োজনী রক্ত সঞ্চালনের সক্ষমতা ক্রমাগত হ্রাস পেতে থাকে। ফলে ৪৫ বছর বয়সী পুরুষ ও ৫৫ বছর বয়সী নারীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার হার অনেক বেড়ে যায়।

সাধারণত যকৃত খুব শক্তিশালী থাকে। তাই যকৃত ৭০ বছর বয়স থেকে বুড়িয়ে যেতে থাকে। বৃটেনের র‍য়াল হাস্পাতালের ডাক্টার ডেভিড বলেন, যকৃতের কোষ দ্রুত নবায়ন করতে পারে। যকৃতের কিছুটা কেটে দেয়া হলে তিন মাস পর তা আবার পুরো হয়ে যাবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040