শ্রোতাবন্ধুরা, আপনি কখনো উপলব্ধি করেছেন কী, আমরা যখন স্কুলের ছাত্র ছিলাম, তখন প্রায়ই মনে মনে ভাবতাম যত তাড়াতাড়ি সম্ভব বড় হই। বড় হলে আর ক্লাসে যেতে হবেনা, পরীক্ষা দিতে হবেনা। বড় হলে বাবা-মা ও শিক্ষকের বকাবকি শুনতে হবে না। কিন্তু সত্যি বড় হওয়ার পর আরো অনেক নতুন সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। তখন বুঝতে পারি, কৈশোর জীবন কতটা সহজ, কতটা আনন্দের, কত দুর্লভ। এ সময় মনে মনে বলি, 'আমি বড় হতে চাই না'। তাই না? এমন অভিজ্ঞতা আপনার আছে কি?
বন্ধুরা, এখন শুনুন 'আমি বড় হতে চাই না' নামে গান। গানের কথা এমন, "কেন অম্লান গোলাপ খুঁজে পাওয়া যায় না? কেন আপেল ও আলিঙ্গন বিষে পরিণত হয়েছে? বড় হওয়ার পর আমার পৃথিবীতে আর ফুল নেই। আমি বড় হতে চাই না। বড় হওয়ার পর আমার পৃথিবীতে আর রূপকথা নেই। আমি বড় হতে চাই না। বড় হওয়ার পর আমি তাকে হারিয়েছি। আমি বড় হতে চাই না।"
বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। এখন প্রচার করছি 'সুরের ধারা' আসর। আজকের মূল বিষয় হলো সন্তানের প্রতি বাবা-মায়ের প্রেম। মনে আছে, ছোট বেলায় শিক্ষক বা আশেপাশের লোকেরা প্রায়ই আমাদের জিজ্ঞেস করতেন, 'তুমি বড় হলে কী করবে?' বাচ্চাদের উত্তর নানা রকমের এবং অনেক অনেক মজার কল্পনায় ভরপুর। তা শুনে বড়দের মুখে হাসি ফুটে উঠে। এখানে আমি শুধু বাচ্চাদেরকে বলতে চাই, তোমরা যা খুশি, তা করো, একজন আনন্দচিত্তের ও দয়ালু মানুষ হওয়া খুব গুরুত্বপূর্ণ।
বন্ধুরা, এখন শুনছেন 'যদি গান গাইতে চাও, তো গাও' নামে গানটি। গানের কথা এমন, "প্রেম আমাকে শক্তি যোগায়। স্বপ্ন হচ্ছে বিস্ময়কর পুষ্টি। আমি গান গাইতে চাইলে, তাহলে গাবো। অন্যজন হাততালি না দিলেও অসুবিধা নেই। আমি সাহস নিয়ে নিজেই উপভোগ করবো। আমি যখন গান গাইতে চাই, আমি জোরে গান গাইবো। মঞ্চ খালি হলেও অসুবিধা নেই। আমার বিশ্বাস, কোনো এক দিন আমি মঞ্চে দাঁড়িয়ে নিচের দর্শকদের হাতে নড়ানো লাইট স্টিক দেখতে পাবো।"
আমি মাধ্যমিক স্কুল পড়ার সময় সাইকেল চালানো শিখি। এক দিন বাবা-মা আর আমি তিনজন তিনটি সাইকেল চালিয়ে বাজারে যাই। পথে আমি মাঝখানে ছিলাম। বাবা-মা দু'পাশে আমাকে রক্ষা করতেন। সেই সময় আমার বাবা মাকে বলেন, "দেখো, আমাদের ছোট রাজকুমারী সামনে যাচ্ছে।" এ কথাটা এখনো যেন আমার কানের পাশে আছে। আমি জানি, আমি সাধারণ পরিবারের মেয়ে, কখনো রাজকুমারী হবো না। কিন্তু বাবা-মায়ের চোখে আমি অদ্বিতীয়, আমি তাদের রাজকুমারী।