Web bengali.cri.cn   
হাস্যকর এবং অদ্ভুত অভিযোগ ও অনুরোধ
  2014-07-28 18:27:58  cri



সাগরের পানি খুব বেশি নীল, পরিচারক বড় বেশি সুদর্শন বা আইসক্রিম অতি ঠাণ্ডা—এমন কথা যদি অভিযোগ আকারে আসে, কেমন লাগবে তা শুনতে? তা যা-ই লাগুক বিভিন্ন হোটেলে গ্রাহক বা খদ্দেরদের কাছ থেকে এমন কথা শোনা যায় বলে জানা গেছে এক জরিপে।

সম্প্রতি পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়, ভ্রমণবিষয়ক অনুসন্ধানী সাইট স্কাইস্ক্যানার ৪০০ হোটেল-কর্মীর মধ্যে এ জরিপ পরিচালনা করে এ ধরনের অদ্ভুত সব অভিযোগ ও অনুরোধের সন্ধান পেয়েছে।

ওই হোটেল-কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেলে আসা খদ্দেরদের ১০টি আজব চাওয়া বা অভিযোগের তালিকা করেছে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি। এর মধ্যে একজন খদ্দেরের চাহিদার মধ্যে রয়েছে একটি মরা ইঁদুর, ঘুমানোর সুবিধার জন্য ছাগলের ঘণ্টার শব্দ এবং ১৬টি বালিশ। কোনো কোনো খদ্দের হোটেলের কামরা ভাড়া নিয়ে বলেছেন—আরে, বিছানার চাদর বড় বেশি সাদা। কোনো কোনো গ্রাহকের মন্তব্যে ছিল, হোটেলসংলগ্ন সাগরের পানি খুব বেশি নীল। আবার কেউ আইসক্রিম খেতে গিয়ে হিমের স্বাদটা বেশিই পেয়েছেন।

লন্ডনের মেফেয়ার হোটেলের এক কর্মী জানান, তাঁদের একজন গ্রাহক হোটেলের কক্ষ থেকে সাগরের দৃশ্য না দেখতে পেয়ে খুব বিরক্ত হয়েছিলেন।

জরিপে হোটেল-কর্মী সূত্রে এমন এক গ্রাহকের সন্ধান পাওয়া যায়, যিনি প্রেমিকার নাসিকা গর্জনে সারা রাত ঘুমাতে না পেরে খুব বিরক্ত হয়েছিলেন। আবার এক নিরামিষভোজী তাঁর খাবারের তালিকায় শাকসবজির সঙ্গে মাছ বা মাংসের ফালি না দেখে রাগ ঝেড়েছেন।

গোসলখানায় মিনারেল ওয়াটার আর চকলেট দুধের যে কত অনুরোধ এসেছে, তার ইয়ত্তা নেই। আবার কোনো খদ্দেরের চাহিদা ছিল—মুরগির কেবল ডান রানটাই দিতে হবে তাঁকে। এক দিনে ১৫টি শসা ছিল এক খদ্দেরের চাহিদায়। মরা ইঁদুর আর কুমিরের মাংসের সুপও খেতে চেয়েছেন কেউ কেউ। সূত্র:বাংলা তথ্য মাধ্যম

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040