Web bengali.cri.cn   
বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের মজার এবং বিরল কিছু বিভাগ
  2014-07-28 18:30:39  cri



আমরা জানি, ফরাসিরা অনেক রোমান্টিক এবং কল্পনাপ্রবণ। তাদের এই রোমান্টিক এবং কল্পনাপ্রবণ মানুষিকতার প্রমাণ মিলবে আমাদের আজকের এ আলোচনায়।

ফ্রান্সের 'লিয়োন সেকেন্ড ইউনিভার্সিটি' সম্প্রতি একটি নতুন ডিপার্টমেন্ট বা বিভাগ চালু করেছে। আর এ বিভাগটির নাম হলো "ভাঁড় অভিনয়"। যারা 'ভাঁড় অভিনয়' শিখতে চান, জানতে চান, তারা এখানে সে বিষয়ে লেখাপড়ার সুযোগ পাবেন।

লেখাপড়া শেষে মাস্টার্স ডিগ্রীর সার্টিফিকেটও পাবেন তারা।

বন্ধুরা, প্লিজ আপনারা কিন্তু এ বিষয়টিকে তাচ্ছিল্য করবেন না। কারণ এটি শিখতে অনেক বিষয় জানতে হবে শিক্ষার্থীদেরকে।

অভিনয় এবং উচ্চারণের পাশাপাশি শারীরিক মুভমেন্ট, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, যোগাযোগ, মনোবিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিষয়েও শিখতে হবে তাদেরকে।

এ ছাড়া তাদেরকে সার্কাস, হাসপাতাল, শিশু কেন্দ্র এবং বৃদ্ধাশ্রমেও যেতে হবে। যাতে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করা যায়। শুনতে 'ভাঁড় অভিনয়' মনে হলেও বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের জন্য তাদেরকে অনেক কিছুই জানতে হবে।

'ভাঁড় অভিনয়' এ বিষয়টি ছাড়াও বিদেশে লেখাপড়ার আরো অনেক মজার এবং বিরল বিভাগ বা ডিপার্টমেন্ট রয়েছে। যেমন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ের 'পুতুল নাট্য বিষয়', ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস এ্যাঞ্জেলস শাখার 'সমকাম সঙ্গীত বিষয়', ব্রিটেনের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় এবং লিভারপুল বিশ্ববিদ্যালয়ে 'ভূত ও দেবতা বিষয়' ইত্যাদি।

আরো হাস্যকর বিষয় হল, ব্রিটেনের সাউথ থেমস ইউনিভার্সিটি একটি বিভাগ খুলেছে, আর এ বিভাগটির নাম হলো 'সেক্সি উঁচু গোড়ালির জুতা'। এই বিভাগটি বিশেষকরে মেয়েদেরকে সুন্দর এবং আকর্ষণীয়ভাবে উঁচু গোড়ালির জুতা পরে হাঁটাহাঁটি করার বিষয় শেখায়। এ ছাড়া, এ বিভাগটি মেয়েদেরকে ব্যবসার জগতে সফল হওয়ার পদ্ধতিও শেখায়। যাতে তাদের জীবন আরো সুন্দর ও সফল হতে পারে।

ব্রিটেনের জনপ্রিয় সংস্কৃতির কথা উল্লেখ করলে ব্রিটেনের সঙ্গীত ও ক্রীড়া এ দু'ক্ষেত্রের প্রতিনিধিত্বকারী ব্যক্তির কথা বলতেই হবে।

বিটলস ব্যান্ড সঙ্গীত ও ফুটবল খেলোয়াড় ডেভিড বেকহামের নাম সবারই জানা,তাইনা? বছরের পর বছর ব্রিটেন ও বিশ্বের পপ সঙ্গীত মহলে বিটলসের অবস্থান কখনই নড়বড়ে হয়নি। আর বেকহাম সুন্দর চেহারা ও ফুটবলের নৈপুণ্যে বিশ্ববিখ্যাত হয়েছেন।

যদি আপনি এ দুই আদর্শকে পছন্দ করেন এবং যদি আপনার ব্রিটেনে লেখাপড়ার সুযোগ থাকে, তাহলে আপনাকে অভিনন্দন। কারণ ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়ে "বিটলস পপ সঙ্গীত ও সমাজ" নামে একটি বিভাগ চালু হয়েছে। এছাড়া, ব্রিটেনের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে "বেকহাম" বিভাগ চালু হয়েছে। 'বিটলস বিভাগ' মাস্টার্স ডিগ্রী প্রদান করে। এ বিভাগটি "বিটলস" ব্যান্ড সঙ্গীতকে নিয়ে গত আধা শতাব্দীর পপ সঙ্গীতের ভূমিকা গবেষণা করছে। লিভারপুল হল বিটলস ব্যান্ডের জন্মস্থান। এ শহরকে বলা যায় বিশ্বের পপ সঙ্গীতের শহর। তাই লিভারপুল বিশ্ববিদ্যালয়ে এ বিভাগটি খোলা বা চালু করা খুবই যুক্তিযুক্ত, তাই না?

আর 'বেকহাম বিভাগ' প্রধানত তথ্য মাধ্যম গবেষণা, সমাজবিজ্ঞান এবং ক্রীড়া বিভাগর ছাত্রছাত্রীদের জন্য চালু করা হয়েছে। এর প্রধান বিষয় হল আধুনিক ফুটবল ১৭ শতাব্দী থেকে জন্মের পর কীভাবে ব্রিটেনের প্রধান সংস্কৃতিতে পরিণত হয়েছে, এর বিস্তারিত কারণ গবেষণা করা।

আপনার নিশ্চয়ই "হ্যারি পর্টারের" নাম শুনেছেন এবং হয়তো এর ধারাবাহিক চলচ্চিত্রও দেখেছেন। এটি ব্রিটেনের সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে অনেক বিশ্ববিদ্যালয় এ বিষয় নিয়ে কোর্স চালু করেছে।

ব্রিটেনের ইউনিভার্সিটি অফ ডারহাম "হ্যারি পর্টার এবং হ্যালুসিনেশন যুগ" এ বিষয়ের উপর কোর্স চালু করেছে। আর যুক্তরাষ্ট্রের ফ্রস্টবার্গ স্টেট ইউনিভার্সিটি "হ্যারি পর্টার ও বিজ্ঞান" বিষয়ের উপর কোর্স চালু করেছে। এখানে উপন্যাসের জাদু নিয়ে গবেষণা করা হয় এবং পদার্থবিদ্যার মাধ্যমে তা ব্যাখ্যা করতে চায়।

বিদেশের বিরল ডিপার্টমেন্ট বা বিভাগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি বিভাগ রয়েছে । একটু আন্দাজ করুন তো, সেটি কি?

এটি হলো ব্রিটেনের বাথ বিশ্ববিদ্যালয়ের "মৃত্যুবিদ্যা"। এ বিষয়টি মৃতদেহ পরিবহনসহ মৃতদেহের যাবতীয় ব্যবস্থা সংক্রান্ত পদ্ধতির উপর শিক্ষা দিয়ে থাকে।

বাথ বিশ্ববিদ্যালয় জানায়, তারা আশা করে লেখাপড়ার মাধ্যমে শিক্ষার্থীরা আরো ভালোভাবে স্বজনদের মৃত্যুর ব্যথাকে উপলব্ধি করতে পারবে, অন্যকে সান্ত্বনা দিতে পারবে এবং ব্যাপকভাবে মৃত্যু সংশ্লিষ্ট বিষয়াবলী মোকাবিলা করতে পারবে।

সত্যিই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন কিছু ডিপার্টমেন্ট বা বিভাগ আছে যা আসলেই অনেক অদ্ভুত।

যুক্তরাষ্ট্রের কোরনেল ইউনিভার্সিটিতে "আঙুর চাষ এবং আঙুর মদের" কোর্স আছে। আসলে নিউইয়র্ক রাজ্যের আঙুর মদ এলাকার কেন্দ্রস্থলে এবং বিশ্বের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ে মন দিয়ে আঙুর চাষ করা এবং মদ তৈরির পদ্ধতি শেখার সঙ্গে সঙ্গে স্থানীয় আঙুরের মদ খাওয়া তা খুবই মজার ব্যাপার, তাইনা?

পাশ্চাত্যের আঙুরের মদ সবসময় সুরুচির সঙ্গে জড়িত। মদের স্বাদ ভালোভাবে উপভোগ করতে পারা নিশ্চয়ই "সুরুচির" বহি:প্রকাশ। তাছাড়া এক বোতল ভালো আঙুরের মদের দাম অনেক অনেক বেশি । তবে অসংখ্য বিত্তশালী তা কিনতে দ্বিধা করেন না। তাই আঙুর মদ তৈরির কোর্স চালু করা খুব সুবুদ্ধিসম্পন্ন একটি সিদ্ধান্ত,তাইনা?

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040