Web bengali.cri.cn   
বিশ্বকাপ এবং ব্রাজিলের ফুটবল
  2014-07-14 15:13:11  cri



এবারের ২০১৪ সালের ব্রাজিল ফুটবল বিশ্বকাপ হল বিশ্বের ২০তম ফুটবল বিশ্বকাপ। ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলের ১২টি শহরের ১২টি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

ব্রাজিল দ্বিতীয়বারের মতো এবার বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ । এর আগে দেশটি ১৯৫০ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল।

এবার আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই। তা হল বিশ্বকাপের বোনাস। গত বছরের ৬ ডিসেম্বর আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন-ফিফা ২০১৪ বিশ্বকাপ ফুটবলের বোনাস প্রস্তাব ঘোষণা করে। প্রতিযোগিতার মোট বোনাস ৫৭.৬ কোটি মার্কিন ডলার। চ্যাম্পিয়ন পাবে ৩.৫ কোটি মার্কিন ডলার বোনাস। আর রানার্স-আপ পাবে ২.৫ কোটি মার্কিন ডলার, তৃতীয় ও চতুর্থ স্থান লাভকারী দল পাবে যথাক্রমে ২.২ কোটি ও ২ কোটি মার্কিন ডলারের বোনাস। এবারের এ বিশ্বকাপের মোট বোনাস ২০১০ সালের তুলনায় ৩৭ শতাংশ বেশি।

এই মুহূর্তে আপনারা ব্রাজিলে না যেতে পারলেও ঘরে বসেই এখন জেনে নিতে পারবেন কেমন পরিবেশ বিরাজ করছে ব্রাজিলে।

ছোট্ট দোকানটির রুটি ঠাসা কাউন্টারের সামনে ঝুলছে জাতীয় পতাকা৷ কেকগুলো সবুজ-হলুদ রঙে সাজানো হয়েছে৷ প্রতিদিন সকালে বুড়োরা এসে ভিড় জমান৷ কফির কাপে চুমুক দিতে দিতে তাঁরা খবরের কাগজ পড়েন৷ অবশ্য দৃশ্যপট বদলে যায় সন্ধ্যায়৷ বিয়ারের গ্লাস হাতে তরুণদের ভিড়ে গমগম করে দোকান ও আশপাশের এলাকা৷

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোর এক ছোট্ট এলাকা পিনহেরিওসের এই চিত্র এখন প্রায় ব্রাজিলের সর্বত্র৷ বিশেষত শহরগুলোয়৷ এর শুধু একটিই কারণ আর তা হল বিশ্বকাপ।

ব্রাজিলে এখন বিরাজ করছে বিশ্বের সব ফুটবল ভক্তদের হাসি, আনন্দ, রাগ, দুঃখ ও অভিমান। আনন্দের সমুদ্রে সাঁতার কাটছে সবাই। এখানে একদিকে যেমন বেজে চলেছে ক্রেজি সঙ্গীত, অন্যদিকে তেমনি চলছে সাম্বা নৃত্যের এক উত্সব।এখানে নির্ভেজাল যুবকেরা কঠিন জীবনের আনন্দ খুঁজে বেড়াচ্ছে। মাঠের মাধ্যমে তারা উপভোগ করছে ফুটবলের আনন্দ।

ব্রাজিলের প্রতিটি নাগরিকেরই রয়েছে ফুটবল প্রিয় হৃদয়। যেকোনো লোকের সঙ্গে ফুটবল খেলতে ও যেকোনো লোকের সঙ্গে ফুটবল নিয়ে আড্ডা মারতেও খুব পছন্দ করে তারা । তাই বলতে পারি এখানে বিশ্বকাপের আয়োজনের সিদ্ধান্ত একশো ভাগই সঠিক।

এবার তাহলে যেনে নেয়া যাক ব্রাজিল বিশ্বকাপ সম্পর্কিত প্রাথমিক গুরুত্বপূর্ণ ৮টি বিষয়। একজন ফুটবল অনুরাগী হিসেবে অবশ্যই এগুলো আমাদের জানা থাকা দরকার। প্রথমত: এবারের বিশ্বকাপ হল ২০তম বিশ্বকাপ, যা আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা বলেছি। যদি কেউ আপনাকে এ প্রশ্নটি জিজ্ঞেস করেন আর আপনি যদি উত্তর দিতে না পারেন, তাহলে হয়তো অন্যরা ভাববেন যে, আপনি ফুটবল ভক্ত নন, তাই না?

দ্বিতীয়ত: ব্রাজিল ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল এবং ২০১৬ সালের অলিম্পিক গেমসের আয়োজক দেশ। সারা বিশ্বে যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশেরই এ দুই বড় ইভেন্ট আয়োজনের ইতিহাসে নেই। তৃতীয়ত: এর আগে চার বার ল্যাটিন আমেরিকায় বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয়েছে। আরো চমত্কার বিষয় হল এ চার বারই চ্যাম্পিয়ন হয়েছে ল্যাটিন আমেরিকান দেশ।

চতুর্থত: এবার বিশ্বকাপের স্লোগান হল 'একই ছন্দে বিশ্ব', । এবারের বিশ্বকাপের মাস্কটের নাম হল 'ফুলেকো' । আপনি কি জানেনে এটি কিসের নাম? এটি একটি পশুর নাম। আর এই পশুটির নাম হলো 'আরমাডিলো' ।

আপনারা কি জানেন? আরমাডিলো হলো ব্রাজিলের বিপন্ন বন্যপ্রাণী। আর এবার বিশ্বকাপে উল্লাস করার জিনিস হল 'ক্যাক্সিরোলা'। এবারের বিশ্বকাপের সরকারি বলের নাম হল 'ব্রাজুকা'। জানা গেছে, ব্রাজুকা হলো অনুরাগ, গর্ব এবং অতিথিপরায়ণতার প্রতীক।

এছাড়া রিও ডি জেনিরোয় অবস্থিত মারাকানা স্টেডিয়ামের সরকারি নাম হল 'লিটল মারিয়া স্টেডিয়াম'। ব্রাজিলের খুব জনপ্রিয় এবং বিখ্যাত ক্রিয়া সাংবাদিকের স্মরণে এই নামকরণ করা হয়েছে।

ব্রাজিলে ফুটবল খেলা প্রবেশ করেছে ১১৬ বছর আগে । গত ১১৬ বছরে ব্রাজিলিয়ানরা চমত্কার সহজাত প্রতিভা দিয়ে এ খেলাকে আরো সুন্দর এবং আরো উজ্জ্বল করেছে। যে কোনো স্থানে ব্রাজিলিয়ানরা ফুটবল খেলতে পারে।

ব্রাজিলিয়ানদের মতে, প্রতিটি প্রতিযোগিতা একটি গল্প। এটি হল ফুটবলের প্রতি তাদের আস্থা তুলে ধরার সুযোগ, তা যেন স্বপ্নের মত সহজ, সরল ও নির্ভেজাল।

যদি আপনাদের হাতে সময় এবং সামর্থ্য থাকে, তাহলে ব্রাজিলে যান এবং ফুটবল প্রতিযোগিতা উপভোগ করুন। এ দেশ, এ দেশের প্রতিটি শহর এবং এ দেশের প্রত্যেক মানুষ নিশ্চয়ই আপনাকে হতাশ করবে না। আর যদি আমাদের সেখানে যাবার মতো সময় এবং সামর্থ্য না থাকে, তাহলে চলুন আমরা সবাই একসাথে টিভির মাধ্যমে এ বৃহত্তম কার্নিভালের সৌন্দর্য উপভোগ করি, কেমন? বিশ্বাস করি, তখন আমরা সবাই একসাথে একটি হৃদয় নিয়ে ফুটবলের আনন্দে মিশে যেতে পারবো। সেই সাথে আমাদের মধ্যে দূরত্বও অদৃশ্য হয়ে যাবে, তাই না?

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040