Web bengali.cri.cn   
মুক্তার কথা-০৬ জুলাই
  2014-07-10 15:29:14  cri


সুপ্রিয় বন্ধুরা, শুনছেন পেইচিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আর আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আজকের প্রথম চিঠিটি লিখেছেন বাংলাদেশের মাদারীপুর জেলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল লিসেনার্স ইউনিটের প্রেসিডেন্ট মুহাম্মাদ রাসেল শিকদার। তিনি লিখেছেন: সুপ্রিয় মুক্তা আপু, লেখার শুরুতে বর্ষার কদম ফুলের শুভেচ্ছা নিবেন। আশা করি সদূর চীনে ভালো আছেন। আপু, ২০১৩ সালে আমি দীর্ঘ আট মাস ধরে কনফুসিয়াস ক্লাসরুমের ভাষা শিক্ষার আসরের ক‍্যুইজে অংশ নিয়েছি; কিন্তু দুংখের বিষয়, স্বর্না আপু ২০১৩ সালে অনুষ্ঠানের ক্যুইজ বিজয়ীদের নাম প্রচার করেননি। 'মুক্তার কথা' অনুষ্ঠানের মাধ্যমে জোর দাবী জানাচ্ছি, ২০১৩ সালের কনফুসিয়াস ক্লাসরুমের ক্যুইজ বিজয়ীদের নামের তালিকা প্রচার করা হোক। আরেকটি কথা। আমি সকাল ৮টা থেকে ৯টা এবং রাত ৭টা থেকে ৮টার অনুষ্ঠান শুনতে পাই; কিন্তু অন্য সময়ের অনুষ্ঠান শুনতে পাই না। কারণ, ফ্রিকোয়েন্সি জানা নেই। আপনাদের সবগুলো ফ্রিকোয়েন্সি এবং সময় জানানোর অনুরোধ করছি।

উত্তর: আচ্ছা, রাসেল শিকদার, প্রথমে আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আমাদের ঢাকা ও চট্টগ্রামে এফএম অনুষ্ঠান প্রথম প্রচারিত হয় তিন ঘন্টা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। পরের দিন সকালে অনুষ্ঠান পুনঃপ্রচারিত হয় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকায় এফএম ১০২MHz-এ এবং চট্টগ্রামে এফএম ৯০.০ MHz-এ অনুষ্ঠান শুনতে পারবেন। আর শর্ট ওয়েভে অনুষ্ঠান শুনতে পারেন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ১১৮৮, ৯৪৯০, ৯৬০০, ১১৬১০ kHz-এ । আর শর্ট ওয়েভে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত অনুষ্ঠান শোনা যায় ১২৬৯, ৯৪৯০ ও ১১৬১০ kHz-এ । আর রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠান শুনতে পারেন ৯৬১০ এবং ৯৬০০ kHz-এ। আমি অনুষ্ঠানের সময়সূচি 'মুক্তার কথা' ওয়েবপেইজেও দিয়ে দেবো। আশা করি, এতে আমাদের অন্য শ্রোতারও সুবিধা হবে।

রাজশাহী জেলার মুহাম্মাদ উজ্জল হোসেন তার চিঠিতে লিখেছেন: প্রিয় মুক্তা ম্যাডাম, আশা করি CRIএর সকল কর্মী ও পরিচালক বেশ ভাল ও সুস্থ আছেন। আপনার 'সুরের ধারা' অনুষ্ঠান বেশ ভাল লাগে। আশা করি অনুষ্ঠানে আরো বাংলা গান প্রচার করবেন। আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন—এই আশা করি।

উত্তর: আচ্ছা, বন্ধু উজ্জল হোসেন, চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা শ্রোতাদেরকে আরো সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করছি। এ ক্ষেত্রে আপনাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আবারও ধন্যবাদ।

লিখেছেন বাংলাদেশের পাবনা জেলার 'পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের' ডা এস এম এ হান্নান। তিনি একটি অডিও ফাইলে নিজের মতামত পাঠিয়েছেন। আমরা এখন তার নিজের কণ্ঠে সে মতামত শুনবো।

(অডিও)

....

উত্তর: বন্ধু হান্নান, মতামত জানানোর জন্য শুরুতেই আপনাকে ধন্যবাদ। আপনি নিয়মিত আপনার মতামত আমাদের জানাবেন, আমরা এটাই প্রত্যাশা করি। আশা করি, আরো বেশি শ্রোতা 'অডিও' ফাইলের মাধ্যমে নিজেদের মতামত আমাদের কাছে পাঠাবেন। ধন্যবাদ।

বাংলাদেশের কুমিল্লা জেলার ইন্টারন্যাশনাল সিআরআই নারী জাগরণ লিসেনার্স ক্লাবের সালমা আক্তার সাথী তার ইমেলে লিখেছেন: মুক্তা আপু, আমার শ্রোতা সংঘের সকল নারীর ভালবাসা নিবেন। গত ৩১ মে মুক্তার কথা অনুষ্ঠানে আমার একটি ই-মেইলের জবাব পেয়ে আমি ও আমার শ্রোতা সংঘের সবাই খুশি হয়েছি। যখন মুক্তার কথা প্রচার হচ্ছিলো তখন আমাদের শ্রোতা ক্লাবে বসে সবাই চীন আন্তর্জাতিক বেতার শুনছিলাম ও চীন বেতারকে নিয় গল্প করছিলাম। চীন আন্তর্জাতিক বেতার কোনো শ্রোতাকে অবহেলা করে না। আমি আমার পাঠানো সবগুলো ই-মেইলের জবাব পেয়েছি। গত ২৮ মে ছিলো 'নিরাপদ মাতৃত্ব দিবস'। ঐ দিন আমার নারী জাগরণ রেডিও ক্লাব থেকে আমাদের গ্রামের গর্ভবতী মায়েদের সচেতন করেছি। কিভাবে গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে—সে সম্পর্কেও সবাইকে সচেতন করেছি আর চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত 'স্বাস্থ্য ও জীবন' অনুষ্ঠানটি শুনতে বলেছি। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামীতে আরও গণসচেতনতামূলক কাজ করতে পারি।

উত্তর: আচ্ছা, সালমা আক্তার সাথী, আপনাকে নিয়মিত চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনারা গণসচেতনতামূলক যেসব কাজ করছেন, তা প্রশংসাযোগ্য। আপনাদের কর্মকাণ্ডের কিছু ছবি আমাকে পাঠান। আমি সেগুলো 'মুক্তার কথা' ওয়েবপেইজে দিয়ে দেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি প্রফেসর আশরাফুল ইসলাম তার ইমেলে লিখেছেন: সুপ্রিয় মুক্তা আপু, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা করি আপনি অনেক ভাল ও

সুস্থ আছেন। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে 'মুক্তার কথা' অনুষ্ঠানের মান উন্নয়নের জন্য এপর্যন্ত একাধিকবার ইমেইল, মনিটরিং রিপোর্ট এবং মোবাইল কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব/মতামত প্রকাশ করা হয়েছে। কিন্তু সেসব মতামতের ভিত্তিতে অনেককিছুই করা হয়নি। যেসব মতকে গুরুত্ব দেওয়া হয়নি, সেগুলোর মধ্যে আছে: অনুষ্ঠানে চীন সংক্রান্ত ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়া; শ্রোতাদের কিছু কিছু চিঠির শুধুমাত্র প্রাপ্তিস্বীকার করা; শ্রোতার অনুরোধে একটি গান বাজানো (যেহেতু অনুষ্ঠানে একটি গান বর্তমানে বাজানো হচ্ছে); মাঝে মাঝেই শ্রোতাদের সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাত্‍কার প্রচার করা; এ অনুষ্ঠানে যে-কোনো গুরুত্বপূর্ণ ইস্যু অগ্রিম ঘোষণার মাধ্যমে শ্রোতাদের জানিয়ে দেওয়া; একজন শ্রোতার গোটা চিঠি পাঠ না-করে, শুধু সারাংশ পাঠ করা (এটি করলে সময় সাশ্রয় হবে এবং অধিক শ্রোতার চিঠির উত্তর অনুষ্ঠানে দেয়া সম্ভব হবে); এক অনুষ্ঠানে একজন শ্রোতা বা শ্রোতা ক্লাবের একাধিক চিঠির উত্তর না-দেওয়া; পর্যায়ক্রমে সকল শ্রোতা ক্লাবের চিঠির উত্তর মুক্তার কথায় সামিল করা এবং ক্লাব তত্‍পরতার খবর প্রচার করা। আশা করি আমার পরামর্শ ও অভিমতগুলো আপনাদের কাছে গুরুত্ব পাবে।

উত্তর: আচ্ছা, প্রফেসর আশরাফুল ইসলামকে নিয়মিত আমাদেরকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আসলে শ্রোতাদের মতামতের ভিত্তিতে আমরা অনুষ্ঠানে অনেক নতুনত্ব এনেছি। কিন্তু বিভিন্ন শ্রোতার বিভিন্ন মত থাকায়, আমরা সকল মত গ্রহণ করতে পারি না। সাধারণত, যেসব বিষয়ে সব শ্রোতা মোটামুটি একমত পোষণ করেন, আমরা সেগুলো আগে বাস্তবায়ন করার চেষ্টা করি। আপনি বেশকিছু ভালো প্রস্তাব করেছেন। আমরা এসব ব্যাপারে অন্য শ্রোতাদের মতও জানতে চাই। আপনি শ্রোতাদের প্রশ্নের উত্তর বেশি বেশি করে দেওয়ার অনুরোধ করেছেন। আপনারা প্রশ্ন পাঠান, আমি উত্তর দেব। আপনাকে আবারো ধন্যবাদ।

বাংলাদেশের নাটোর জেলার শাওন ডিএক্স কর্নারের রাজিব কুমার মন্ডল তার ইমেলে লিখেছেন: সুপ্রিয় মুক্তা আপু, আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিন। আশাকরি ভালো আছেন। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের ফেসবুক আইডি ও ফ্যান পেজ চালু করার জন্য সিআরআই কর্তৃপক্ষকে আন্তরিক ভালোবাসাময় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ফেসবুক আইডি ও পেজ চালু করার ফলে আপনাদের সাথে আমাদের মধুর সুসম্পর্ক আরো জোরদার হবে। আপনি জেনে খুশি হবেন যে, আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের ফেসবুক পেজে লাইক দেওয়ার জন্য বন্ধুদের ইনভাইট করেছি এবং শ্রোতাবন্ধুদের মাঝে শেয়ার করেছি। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই: "বন্ধুরা আপনারা সিআরআই-এর নতুন ফেসবুক ফ্যান পেজ লাইক করুন এবং ফেসবুক আইডি আপনার ফ্রেন্ডলিস্টে যুক্ত করুন এবং তা বন্ধুদের মাঝে শেয়ার করুন।" পরিশেষে সকলের শুভকামনা করে এখানেই পত্রের ইতি টানছি। ধন্যবাদ।

আচ্ছা, রাজিব কুমার মন্ডল, আপনাকে আমাদের ফেসবুক পেজ সম্পর্কে বন্ধুদের জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আপনার মতো আমাদের অন্যান্য শ্রোতাও এ ব্যাপারে ভূমিকা পালন করবেন। আপানাকে আবারো ধন্যবাদ।

প্রিয় শ্রোতা, আজকাল ডাকে আসা চিঠি নিয়ে বেশ সমস্যা হচ্ছে। আমি সম্প্রতি এক শ্রোতার চিঠি পেয়েছি। চিঠিটি পাঠানো হয়েছে গত বছরের জুলাই মাসে। আমি জানি না, আসলে সমস্যা কোথায়। কেন এত দেরি করে চিঠি আসে। সেজন্য শ্রোতারা, আপনারা যদি ওয়েবসাইটের সুবিধা পেতে পারেন, তাহলে আমাদের সঙ্গে ফেসবুক ও ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। এভাবে আমি দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। ধন্যবাদ।

গান

ভারতের পশ্চিমবঙ্গের দিনাজপুর জেলার রতন কুমার পাল তার ইমেলে লিখেছেন: দিদি কেমন আছেন? নিশ্চয় ভাল আছেন আপনারা সকেল। আমরা সকল বন্ধুরা আপনার অনুষ্ঠান নিয়মিত শুনছি, কিন্তু আপনাদের কাছ থেকে সাড়া না পাওয়ায় তেমন লিখতে ইচ্ছে করে না। আপনারা তো আমাদের চিঠির উওর দিতে তেমন একটা ‌উত্সাহ বোধ করেন না। নতুন সূচি পাঠালে আমরা খুশি হব।

উত্তর: আচ্ছা, বন্ধু রতন কুমার পাল, এখন তো আপনি আমার সাড়া পেলেন। খুশি তো? আমরা প্রত্যেক শ্রোতার চিঠি বা ইমেল পড়ি। কিন্তু সময়ের অভাবে সবার চিঠি বা মেইলের উত্তর দেওয়া হয়ে ওঠে না। কিন্তু এর অর্থ এ নয় যে, আমরা আপনাদের চিঠির উত্তর দিতে উত্সাহ বোধ করি না। আশা করি, আপনি নিয়মিত আমাদের লিখবেন। ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতা অনিতা বসাক তার ইমেলে লিখেছেন: প্রিয় মুক্তা দিদি, আপনি আমার আন্তরিক প্রিতি শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করবেন! আশা করি ভালো আছেন! অনুষ্ঠান নিয়মিত শুনি, ভালো লাগে! অনেকদিন হয় আপনাদের 'পুবের জানালা' পত্রিকা পাচ্ছি না। শুনলাম নতুন করে এই পত্রিকা ছাপান হচ্ছে, হলে আমার ঠিকানাতে পাঠাবেন! আপনাদের জ্ঞান যাচাই প্রতিযোগিতার অপেক্ষাতে আছি। এই প্রতিযোগিতা কবে শুরু করা হবে তা আগে থেকেই জানাবেন !

আমার আগের ইমেলের উত্তর পেয়ে ভীষণ খুশি হয়েছি!

উত্তর: আচ্ছা, বন্ধু অনিতা বসাক, চলতি বছরের জ্ঞান যাচাই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে জানাবো এবং প্রতিযোগিতার প্রশ্নগুলো আমাদের ওয়েবসাইটে দিবো। আশা করি, আপনারা প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য নিয়মিত আমার অনুষ্ঠান শুনবেন। ধন্যবাদ।

প্রিয় শ্রোতা, সময় ফুরিয়ে এলো। এবার বিদায় নিতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যাঁ, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ই-মেইল আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040