Web bengali.cri.cn   
বাংলায় গল্প,আমাদের গল্প০৭০৫
  2014-07-07 18:53:00  cri

ট: প্রিয় শ্রোতা, da jiahao! পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজও আপনারা শুনবেন 'বাংলায় গল্প,আমাদের গল্প'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আপনাদেরই বন্ধু আমি এনামুল হক টুটুল এবং আমি শিয়েনেন আকাশ।

ক: বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আজ শনিবার, তাইনা? আজ আমার অনেক আনন্দের দিন। বলতে পারেন, কেন? কারণ আজ আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি।

ট: ভাইয়া, তোমাকে অনেক দিন দেখি নি। তোমাকে খুবই মিস করি! বন্ধুরা, আকাশ ভাই এ সপ্তাহে বাসায় ডেকোরেশনের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলেন, সেজন্য তার সাথে আমার দেখা হয় নি। সত্যি ভাইয়া শ্রোতাবন্ধুদের মতো আমিও তোমাকে খুব খুব খুব মিস করি।

ক: ধন্যবাদ ভাই, আমিও তোমাকে এবং আমাদের শ্রোতাবন্ধুদেরকে সবসময় খুবই মিস করি।

বন্ধুরা, এ সপ্তাহে পেইচিংয়ে অনেক বৃষ্টি হয়েছে। আমি একবার বৃষ্টি বন্ধ হবার পর পাহাড়ে গিয়েছিলাম। আমার বাসা থেকে সাইকেলে করে পাহাড়ে যেতে ৮ মিনিট সময় লাগে। আমি সেখানে দৌড়ে হু টো ফেইং পাহাড়ে উঠেছিলাম।

ট: হু টো ফেইং? মানে কি ভাইয়া?

ক: মানে TIGER HEAD MOUNTAIN.

ট: আচ্ছা, তার মানে পাহাড়টি দেখতে বাঘের মাথার মতো,তাইনা?

ক: তুমি খুবই বুদ্ধিমান, তোমাকে একটা পোলার আইসক্রিম দেবো !

ট: কখন ! তাড়াতাড়ি দাও ।

ক: পরে পরে... একটু পরে। আরে আগে পাহাড়ের গল্প শোনো। তারপর আমি পাহাড়ে উঠি। পাহাড়ের চূড়ায় আমি পাথরের উপরে শুয়ে পড়ি। তখন বৃষ্টি বন্ধ, সারা পাহাড় মেঘের মধ্যে। উহ, সত্যিই যেন পরিদের রাজ্য।

ট: ভাইয়া, তুমি এখন আমাকে একশো পোলার আইসক্রিম দিলেও কোনো কাজ হবেনা। কেন তুমি আমাকে পাহাড়ে নিয়ে যাওনি? বল? উত্তর দাও?

ক: ভাইয়া, আমাকে ক্ষমা করো, প্লিজ ! কারণ আম্মু যখন দুপুরে ঘুমিয়ে ছিলেন, তখন আমি এটা করেছি। তারপর বিকেলে খুব তাড়াতাড়ি বাসায় ফিরে গিয়েছি।

তুমি তো জানো বাসায় অনেক কাজ। আমাকে ক্ষমা করো ভাই!

ট: তাহলে তুমি ভবিষ্যতে এরকম জোস, সুয়াং, আনন্দের সময় কমপক্ষে একশোবার আমাকে ফোন করবে। আমার সাথে তোমার আনন্দ শেয়ার করবে, কেমন?

ক: অবশ্যই! আমরা ভাই, এজন্য সব দু:খ, আনন্দ একে অপরের কাছে শেয়ার করি, তাইনা? তাহলে তুমি এখন তোমার এ সপ্তাহের আনন্দ আমার সাথে শেয়ার করো,কেমন?

ট: নিশ্চয়ই। এ সপ্তাহে আমি পা চিয়াও অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছিলাম। খুবই জোস, খুবই সুয়াং। খুবই বড় জায়গা এবং খুবই সুন্দর। সেখানে খেলাধুলা ও মজা করার মতো অনেক জিনিস আছে। সেখান দ্রুতগতির ট্রেন আছে, আনন্দ চক্র আছে, ছোট ছোট পাহাড় আছে। সুন্দর বসার জায়গা আছে। সত্যি ভাইয়া আমার অনেক ভাল লেগেছে। ভাবছি সময় পেলে আবারও সেখানে যাবো এবং শ্রোতাদের জন্য সেখানকার আনন্দ, হৈ হুল্লোড় রেকর্ডিং করবো।

ক: বন্ধুরা, আমরা সবসময় আমাদের আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে চাই।

আপনারাও আপনাদের দু:খ, যন্ত্রণা, আনন্দ আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং শেয়ার করবেন। তাহলে দু:খ অর্ধেক হয়ে যাবে এবং আনন্দ দ্বিগুণ হয়ে যাবে।

ট: বন্ধুরা, বাংলাদেশের একজন বন্ধু তাঁর নাম শাহ মো: আতিকুল হক, আমরা তাঁর হংকং বিশ্ববিদ্যালয়ের হোং নামের এক বন্ধুর জন্য একটি গান প্রচার করবো। কারণ আজকে তাঁর জন্মদিন।

ক: happy birthday to you ,

Happy birthday to you,

Happy birthday dear hong,

Happt birthday to you!!

বন্ধুরা, এখন আমাদের অনুষ্ঠান হচ্ছে বন্ধু হোং এর birthday party । আমার সবাই তার জন্য প্রার্থনা করবো। প্রতিদিন তিনি যেন সুখে এবং আনন্দে থাকেন।

ট: বন্ধুরা,গানের নাম হচ্ছে : 'একসাথে আমরা'। গানের কথা হলো, তুমি আকাশে ওড়ো, আমি ভূমিতে দৌড়াই। দেখতে মনে হয় আলাদা, আসলে আমরা একসাথে ।

বন্ধুরা, গানের পর আমরা অব্যাহতভাবে আকাশ ভাইয়ের নেয়া চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আজিজুল হকের সাক্ষাতকার শুনবো, কেমন? তাহলে চলুন, গানটি শোনা যাক।

সুপ্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানেও আমরা অব্যাহতভাবে চীনে নিযুক্ত বাংলাদেশের সম্মানিত রাষ্ট্রদূতের সাক্ষাতকারের বাকী অংশ শুনবো, কেমন?

আপনারা যদি চাইনিজ গল্প বা সংস্কৃতি সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে আমাদের কাছে email করতে পারেন বা টেলিফোন করতে পারেন।

আমাদের email ঠিকানা হলো : akashxienan@gmail.com, এবং আমাদের টেলিফোন নম্বর হলো: 00861068892420

প্রিয় শ্রোতা, এবার বিদায়ের পালা। আবারও আপনাদের সাথে কথা হবে । সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040