Web bengali.cri.cn   
"লা ত্রাভিয়াতা" ও মাসাদা উত্তম সংযুক্ত হয়েছে চতুর্থ ইসরাইল অপেরা উত্সবে
  2014-06-27 16:34:50  cri

১২ জুন সন্ধ্যায় জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত স্থান, মাসাদায় শুরু হয় চতুর্থ ইসরাইলি অপেরা উত্সব। ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত সুপ্রাচীন এই মাসাদা। চলতি বছরের মাসাদা অপেরা উত্সবে ইতালির সুরকার গিউসেপ্পে ভের্দির তিনটি অপেরা "লা ত্রাভিয়াতা" প্রধান আকর্ষণ ছিলো। ধারনা করা হচ্ছে প্রায় ৫০ হাজার ইসরাইলি ও বিদেশী দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেছে। বন্ধুরা এখন শুনুন চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতা জাং চিনের পাঠানো রিপোর্ট।

গ্রীষ্মকালের ধীর বাতাসের সঙ্গে সঙ্গে "লা ত্রাভিয়াতা"র শ্রুতিমধুর ধ্বনি দ্য জুদায়েন মরুভূমির বুকে তৈরি মঞ্চটিকে একটি স্বপ্নের মতো করে দিয়েছে।

ভের্দির সুর করা অপেরাটি ফরাসি লেখক ( Alexandre Dumas, fils ) আলেক্সান্ডার দুমা'র বিখ্যাত উপন্যাস La Dame aux camélias (The Lady of the Camellias) "দ্য লেইডি অব দ্য ক্যামেলিয়াস" থেকে তৈরি করা হয়। এখানে দেখা যায়, আলোচিত যৌনকর্মী ভাওলেট্টা ভালেরি তরুণ অভিজাত সম্প্রদায় আলফ্রেডো গের্মোন্টকে ভালোবাসতো। কিন্তু পারিবারিক কারণে সে ভালোবাসার অবসান হয়। যদিও পরে আলফ্রেডো ভালেরির কাছে ফিরে আসে, কিন্তু তখন ভালেরি গুরুতর রোগ আক্রান্ত। শেষ পর্যায়ে আলফ্রেডো'র কোলে মারা যায় সে।

দুঃখজনক এই ভালোবাসার গল্পকে মাদাসায় মঞ্চস্থ করা, মঞ্চ কর্মীদের জন্য একটি বড় অভিজ্ঞতা। ৭৩ খ্রিস্টাব্দে রোম সেনাবাহিনী যখন মাসাদা দখল করে তখন সেখানে ৯৬০ জন ইহুদী বিদ্রোহী ও তাদের আত্মীয় স্বজনকে দাসে পরিণত করা হয় এবং পরিশেষে তারা সবাই মারা যায়।

অপেরার পরিচালক মাইকেল জিনানিয়েকচি জানান, তারা আশা করেন, "দ্য লেইডি অব দ্য ক্যামেলিয়াস"-এর মঞ্চায়ন থেকে মাসাদার পরিবেশ ও ইতিহাস সংযুক্ত হবে। তিনি বলেন,

অপেরায় ভিওলেট্টা গেয়েছেন, এ মরুভূমির নাম হচ্ছে প্যারিস। প্যারিসে থাকা ভিওলেট্টা'র জন্য জীবন যেনো মরুভূমিতে থাকার মতো। পাশাপাশি মাসাদা পাহাড় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সুতরাং আমরা শুধু তাকে পটভূমি হিসেবেই বিচার করি না, বরং মাসাদা গল্পে ত্যাগের এ ঘটনা ভিওলেট্টা'র ত্যাগকে প্রতিনিধিত্ব করে। আমরা একটি বিরাট ঘড়ি দিয়ে ভিওলেট্টা'র মৃত্যুর ভবিষ্যদ্বাণী করি। এর মাধ্যমে তার জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রক্রিয়া ও তার ত্যাগের দৃশ্য ফুটে ওঠে।

অর্কেস্ট্রা দলের পরিচালক বা কন্ডাকটর ড্যানিয়েল ওরেন মাসাদায় অপেরা পরিবেশনের প্রশংসা করেন। তিনি বলেন,

এখানে আমি উঠলে বেশ তেজদীপ্ত হয়ে উঠি। মাসাদা হচ্ছে জাদুভরা জায়গা। এখানে দাঁড়ালেই মানুষ উদ্দীপ্ত অনুভূতি জাগ্রত হয়। সঙ্গীত, ভের্দি ও গিয়াকোমো পুচ্চিনিসহ মহান প্রতিভাধর ব্যক্তির প্রভাব সঙ্গীতের সঙ্গে আপনাকে খুব উঁচু পর্যায়ে উন্নীত করে দেবে। এ মরুভূমিতে অবিশ্বাস্য কার্যকারিতা লাভ করা যায়।

"লা ত্রাভিয়াতা" এবং মাসাদার বৈশিষ্ট্যময় পরিবেশনা সত্যিই দর্শকদের জন্য ভিন্ন ধরনের অনুভূতি দিয়েছে। এক দর্শক বলেন,

আমার মনে হয় মরুভূমি এক ধরনের বিশেষ আমেজ সরবরাহ করেছে। এখানকার হালকা বাতাস, পাথর এবং বালি মানুষকে ভিন্ন এক আমেজ দেয়। বিশেষ করে "লা ত্রাভিয়াতা"য় প্যারিস কত বেদনাদায়ক মনে হয়। অপেরাটি মনঃকষ্ট সম্পর্ক বলে। সুতরাং আমি মনে করি, সব কিছু মিলিয়ে অপেরার গল্পটি অন্য এক মর্যাদায় উন্নীত হয়েছে।

মরুভূমির কষ্টকর পরিবেশ মঞ্চে অংশগ্রহণকারী শিল্পীদের জন্য অনেক কষ্টকর ছিলো। কিন্তু ভিওলেট্টা'র অভিনেত্রী অরেলিয়া ফ্লোরিয়ান বলেছেন, মাসাদায় পরিবেশনা তার পছন্দ হয়েছে। এ অভিজ্ঞতার জন্য তিনি সন্তুষ্ট। তিনি বলেন,

এখানে অনেকগুলো কঠিন উপাদান আছে। বাতাস, বালির পাশাপাশি আবহাওয়া খুবই গরম। কিন্তু আমি এখানে পরিবেশনা খুব পছন্দ করি। সুতরাং মনে হয় না, এটা খুব বড় একটি বিষয়। এমনকি আমি এ জায়গাকে ভালোবাসা ফেলেছি। আমার আস্থা আছে যে, আমাদের পরিবেশনা খুবই চিত্তাকর্ষক হবে।

দর্শকদের মুহুর্মুহু করতালি এবং আন্তরিক প্রশংসা করেছে। যা শিল্পীদের অনেক উদ্দীপ্ত করেছে। অনেক দর্শক বলেছেন, এখানে অপেরা উপভোগ করা থিয়েটারে দেখার চেয়ে আরো আনন্দদায়ক। একজন দর্শক বলেন,

এখানে থাকার অনুভূতি, পরিবেশ এবং বাইরের পরিবেশ মানুষকে ভিন্ন অনুভূতি দেয়। বাইরে থেকে মনে হয় পরিবেশনাটি আরো জাঁকজমকপূর্ণ। আমি এটি খুবই পছন্দ করেছি। বেশ উপভোগ করেছি।

২০১০ সালে ইসরাইলি অপেরা উত্সব প্রথমবারের মতো মাসাদায় অনুষ্ঠিত হয়। কয়েক বছর ধরে, মরুভূমির বুকে বিরাটাকারের এ উত্সবের কারণে আরো বেশি মানুষ অপেরাকে পছন্দ করেছে। ইসরাইলি অপেরার জেনারেল ম্যানেজার হান্না মুনিটস হচ্ছেন অপেরা উত্সব প্রকল্পের উদ্যোক্তা। তিনি বলেন,

প্রকল্পটি সত্যিই অনেক মানুষকে থিয়েটারে টানতে পেরেছে। যারা আগে অপেরা দেখেননি। প্রথম বছরের অনুষ্ঠানের শেষে, থিয়েটারে নিবন্ধন করা দর্শকের সংখ্যা আগের বছরের চেয়ে ২ হাজার বেড়েছে। এর মানে অপেরা উত্সবে অংশগ্রহণকারীরা অপেরা ভালোবেসে ফেলেছেন। আসলে, অপেরাকে ভালোবাসা খুবই সহজ ব্যাপার।

একই সঙ্গে অপেরা উত্সব পর্যটন শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করেছে। মাসাদা এবং নিকটবর্তী ডেড সি বা মৃত সাগরে অবস্থিত 'তামার' আঞ্চলিক কমিটির দায়িত্বশীল কর্মকর্তা দোভ লিটভিনোফ এ সম্পর্কে গভীর অনুভূতি জানিয়েছেন। তিনি বলেন,

মরুভূমিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা এ অঞ্চলে অনেক পর্যটক নিয়ে এসেছে। আমাদের ৪ হাজার হোটেল রুম আছে। এখন সবই পূর্ণ হয়ে গেছে। অপেরা উত্সবের জন্য তিন মাসের প্রস্তুতিতে স্থানীয় অধিবাসীর জন্য ১ হাজার চাকরির সুযোগ হয়েছে। সুতরাং এখানকার অর্থনীতির জন্য অপেরাটি সহায়ক ছিলো। অর্থনৈতিক প্রভাব ছাড়াও অপেরা উত্সব এ অঞ্চলের জনপ্রিয়তাকেও বাড়িয়ে দিয়েছে। ফলে আরো বেশি মানুষ মরুসাগর ও মাসাদাকে বুঝতে পেরেছে। সুতরাং ঐতিহ্যবাহী এ অঞ্চলের প্রচারের কাজও হয়েছে।

১৭ জুন পর্যন্ত মাসাদা অপেরা উত্সব অনুষ্ঠিত হয়। চলতি বছর ইসরাইল এ সাংস্কৃতিক মহা সম্মেলনকে উত্তরাঞ্চলের বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত আরেকটি স্থান- আক্কোতে স্থানান্তর করেছে। প্রথম আক্কো অপেরা উত্সব ১৯ থেকে ২১ জুন পর্যন্ত সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040