Web bengali.cri.cn   
মুক্তার কথা-২৬ এপ্রিল
  2014-06-19 17:23:52  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: আর সঙ্গে আছি আমি আলিমুল হক। আজকের প্রথম চিঠিটি লিখেছেন বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডা এস এম এ হান্নান। তিনি লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতারের সুপ্রিয় বন্ধুরা। বৈশাখী শুভেচ্ছা নিবেন। CRI এর বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত শুনছি। এর পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করছি ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছি। এসব অনুষ্ঠান থেকে চীন তথা বিশ্বের বিভিন্ন তথ্য জানতে পারছি। চীন কুটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ও সংস্কৃতিসহ সার্বিক ক্ষেত্রেই বিস্ময়কর উন্নতি করেছে। চীন আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রচেষ্টার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। অন্যদিকে, অভ্যন্তরীণ ক্ষেত্রে চীন স্বাস্থ্য, বিদ্যুত, টেলিযোগাযোগ, সড়ক যোগাযোগ, রেল ও বিমান যোগাযোগ, কৃষি, শিল্প, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই প্রভূত উন্নতি করেছে। আমরা চীনের আরো সাফল্য কামনা করি। আমরা দেশে-বিদেশে অবস্থানরত সকল CRI শুভানুধ্যায়ীকে গভীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

মু: আচ্ছা, ডা এস এম এ হান্নানকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আসলে আমাদের লক্ষ্য হল শ্রোতাদেরকে চীন এবং বিশ্ব সম্পর্কে জানানো। আমরা অব্যাহতভাবে আপনাদেরকে আরো সমৃদ্ধ তথ্য জানানোর চেষ্টা করতে থাকবো।

আ: বাংলাদেশের নওগাঁ জেলার সোর্স অফ নলেজ ক্লাবের সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম চিঠিতে লিখেছেন, বাংলা বিভাগের শ্রোতাবন্ধুদের বাংলা নতুন বছরের অনেক প্রীতি, শুভেচছা ও শুভ নববর্ষ জানাই। গত সপ্তাহের 'মুক্তার কথা' অনুষ্ঠানে বাংলা নববর্ষকে স্মরণ করে প্রচারিত বিশেষ 'টেলি কনফারেন্স' অনুষ্ঠানটি ছিল শ্রোতাদের জন্য চরম ও

পরম পাওয়া। আমিসহ আমার ক্লাবের সকল সদস্য অত্যন্ত ধৈর্য সহকারে পুরো ৫০ মিনিটের 'টেলিকনফারেন্স' অনুষ্ঠানটি বেশ উপভোগ করেছি। আমার খুব ইচছা ছিল এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের। আশা করছি, আগামীতে কোন একটি টেলি কনফারেন্স অনুষ্ঠানে আংশগ্রহণের সুযোগ পাব। এখানে বলতে চাই, দিদারুল ভাই সি আর আই বাংলা বিভাগের জন্য ক্রমান্বয়ে অপরিহার্য হয়ে উঠছেন। আমি এজন্য তার ভূয়সী প্রশংসা করছি। পাশাপাশি তার পত্নী লিমা আপুকেও জানাই বাংলা নববর্ষের অনেক শুভেচছা। উনিও বিভিন্ন সময়ে সি আর আই বাংলা বিভাগের সার্বিক উন্নয়নে অবদান রেখে চলেছেন। বাংলা বিভাগ তার কাঙ্খিত সাফল্যের বন্দরে একদিন ঠিকই নোঙর করবে এই প্রত্যাশা কামনা করি।

মু: খোন্দকার রফিকুল ইসলাম, ভবিষ্যতে আপনাকে আমাদের টেলি কনফারেন্সে অংশ নেয়ার সুযোগ দিবো। আমরা সব শ্রোতাকে আমাদের টেলি কনফারেন্সে অংশ নিতে বা এ ধরণের কনফারেন্স আয়োজন করার উদ্যোগ নিতে আহ্বান জানাই। আপনাকে ধন্যবাদ।

আ: রাজশাহী জেলার মোঃ এনামুল হক তার ইমেলে লিখেছেন, 'মুক্তার কথা' আমার প্রিয় অনুষ্ঠান। ৮ মার্চের মুক্তার কথা অনুষ্ঠানে নারী দিবস উপলক্ষে বিভিন্ন নারীশ্রোতার সাক্ষাত্কার ও মতামত শুনলাম। এ অনুষ্ঠানটি অনেক অনেক ভাল লেগেছে। সিআরআই বাংলা বিভাগকে নারী সচেতনতামুলক অনুষ্ঠান বেশী করে শ্রোতাদের উপহার দেবার জন্য আহবান জানাচ্ছি। নারী দিবসে আমরা শুধু তাদের স্মরণ করবো আর বাকী সময় তাদের নির্যাতন করবো তা হবে না। এ নারী দিবসে আমাদের পুরুষ সমাজকে অঙ্গীকার করতে হবে যে, আমরা নারীদের উপর হওয়া যে কোন নির্যাতন প্রতিহত করবো। CRI বাংলা বিভাগকে নারীদের জন্য বিশেষ কোন অনুষ্ঠান করা যায় কিনা তা খতিয়ে দেখার আহবান জানাচ্ছি। আশা রাখি প্রস্তাবটি ভেবে দেখবেন। পরিশেষে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি। যাই চিয়ান।

মু: বন্ধু এনামুল হক, প্রথমে আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। এ ছাড়া, আপনার মতামত আমরা অবশ্যই বিবেচনা করবো। আশা করি, আপনি আরো বেশি মতামত আমাদেরকে দেবেন।

আ: যশোর জেলার অনাথ বন্ধু দেবনাথ তার ইমেলে লিখেছেন, মুক্তা দিদি ও আলিমুল ভাইয়া, ১২.৪.১৪ তারিখে বাংলাদেশের বিভিন্ন শ্রোতাদের নিয়ে পহেলা বৈশাখের টেলিকনফারেন্স খুব খুব ভালো লেগেছে। ঐ অনুষ্ঠানে আমার খুব কথা বলতে ইচ্ছা করছিলো। এধরনের অনুষ্ঠান প্রচার করার কারণে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে দিন দিন শ্রোতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে কোনো সন্ধেহ নাই।

মু: বন্ধু দেবনাথ, আপনাকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি ভবিষ্যতে আমাদের অনুষ্ঠানে অংশ নেবেন।

আ: যশোর জেলার সুর-সংলাপ রেডিও ক্লাবের শেখ আব্দুল বারী তার ইমেলে লিখেছেন, মুক্তা আপু, বসন্তের স্নিগ্ধ সকালে ফোটা শত শিমুল আর পলাশের রক্তিম শুভেচ্ছা নেবেন। সুর-সংলাপ রেডিও ক্লাবের সকল সদস্যের ন্যায় আমিও সিআরআই এর বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি। আপনাদের প্রচারিত প্রতিটি পরিবেশনা খুবই ভাল লাগছে আমাদের। আমার শত কাজের মাঝেও আমি আপনাদের অনুষ্ঠান শুনতে ভুল করি না। যদি কোন কারণে মিস করি তবে আপনাদের ওয়েবসাইট থেকে শুনে ও দেখে থাকি। তাই দয়া করে আপনাদের ওয়েবসাইটে প্রচারিত অনুষ্ঠানের ফাইলগুলি যত দ্রুত সম্ভব আপলোড করবেন। ইদানিং আমরা দেখছি আপনাদের ওয়েবপেইজ আপডেট হয় অনেক দেরিতে। এমন কি সপ্তাহ পার হলেও প্রচারিত অনুষ্ঠানের ফাইল সংযুক্ত করা হয় না। এতে করে আমার মত অনেক অনেক শ্রোতার কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়। বিষয়টি বিশেষ বিবেচনায় রাখবেন। আপু, আপনাদের অনুষ্ঠানে প্রচারিত চীনা গানগুলি আমার খুবই ভাল লাগে। আমার মনে হয় সপ্তাহে দুই দিন চীনা গান, দুই দিন বাংলা গান, একদিন ইংলিশ গান ও

দুই দিন বিশ্বের সকল ভাষার গান প্রচার করলে অনুষ্ঠানের মান আর বাড়বে বলে আমার বিশ্বাস। আপু, মুক্তার কথা অনুষ্ঠানে শ্রোতাদের টেলিফোন স্বাক্ষাত্কারের সংখ্যা অনেক বেড়েছে। আমি মনে করি অনেক শ্রোতা তাদের লেখা পত্রের জবাব শুনতে সপ্তাহ-মাস অপেক্ষা করে। তাই শ্রোতাদের টেলিফোন স্বাক্ষাতকার বা টেলি কনফারেন্স মাসে একবার বা শুধুমাত্র বিশেষ কোনো দিনে প্রচার করলে অনেক শ্রোতা ভীষণ খুশি হবেন। মুক্তার কথা শুধু শ্রোতাদের পত্রালাপের মধ্যে সীমাবদ্ধ রেখে শ্রোতাদের পত্র বেশি বেশি পাঠ করা হলে এই অনুষ্ঠানের মান বহুগুণে বৃদ্ধি পাবে বলে আমার মত। প্রয়োজনে শ্রোতা জরিপের মাধ্যমে আপনারা শ্র্রোতাদের মতামত নিতে পারেন।

মু: শেখ আব্দুল বারী, আপনি অনেক গঠনমূলক মতামত দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে, টেলি কনফারেন্সের মাধ্যমেও কিন্তু শ্রোতাদের মতামতই আমরা প্রচার করি। মুক্তার কথা অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে শ্রোতাদের মতামত প্রচার করা। আধুনিক বিশ্বের যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে এখন শ্রোতাদের নিজেদের কণ্ঠে তাদের মতামত প্রচার করার একটা চাহিদা সৃষ্টি হয়েছে। তবে, আমরা হাতে লেখা চিঠি বা ইমেইলে পাঠানো শ্রোতাদের মতামতকেও সমান গুরুত্ব দিয়ে থাকি এবং ভবিষ্যতেও দেব। আপনি শ্রোতা জরিপের কথা বলেছেন। আসলে শ্রোতাদের মধ্য থেকেই টেলি কনফারেন্সের অনুরোধ আমরা প্রায়ই পেয়ে থাকি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এই অনুষ্ঠানেই আমরা কয়েকটি চিঠি পড়েছি যেগুলোতে শ্রোতারা টেলি কনফারেন্সের প্রশংসা করেছেন এবং নিজেরাও তাতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। যা হোক, আপনাকে আবারো ধন্যবাদ, গঠনমূলক মতামত দেবার জন্য।

আ: বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ সোহাগ বেপারী তার ইমেলে লিখেছেন: ভাইয়া ও আপু চীন আন্তর্জাতিক বেতারের সকল কৃর্তপক্ষ ও সকল শ্রোতাদের আমার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। নতুন আশা নতুন প্রাণ, নতুন সুরে নতুন গান। নতুন উষা নতুন আলো, নতুন বছর কাটুক ভাল। মুছে যাক সব ব্যাথা, দূর হোক সব গ্লানি। আসুন অতীতের সকল হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের বন্ধু হয়ে মিলে মিশে থাকি। দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি। সুন্দর শিক্ষিত একটি জাতি গঠন করি এবং বিশ্বকে একটি শ্রেষ্ট জাতি উপহার দেই। এই হোক আগামী দিনের অঙ্গীকার।

মু: বন্ধু সোহাগ বেপারী, আপনাকে সুন্দর চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনাকে এবং আপনার ক্লাবের সব সদস্যকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।

আ: বাংলাদেশের চুয়াডাংগা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি প্রফেসর আশরাফুল ইসলাম তার ইমেলে লিখেছেন: ১৪ এপ্রিল ছিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষের দিন। এদিন CRI এর অনুষ্ঠানে বাংলা বিভাগের সম্মানিত পরিচালক ম্যাডাম আনন্দী শ্রোতাদেরকে বাংলা নববর্ষ ১৪২১ এর আন্তরিক শুভেচ্ছা জানান। তারপর এদিনের অনুষ্ঠানে নববর্ষের একটি বিশেষ নাটক পরিবেশিত হয়। "শুভ নববর্ষ" শীর্ষক প্রেমের এই বিশেষ নাটকটি আমার অসম্ভব ভাল লেগেছে। সারা রুপে স্বর্ণা, সৈকত রুপে আকাশ, কুশুম রুপে জান্নাত এবং একতারাবাদক রুপে টুটুল ভাইয়ের অনবদ্য অভিনয় নাটকটিকে দারুণ প্রাণবন্ত করেছে। ইয়াংওয়েই মিং স্বর্ণার অভিনয়ে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে তাকে প্রশংসা জানানোর কোন ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। প্রেমের এই বিশেষ

নাটকটি রচনা করার জন্য আমি নাট্য ব্যক্তিত্ব এনামুল হক টুটুল ভাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। CRI থেকে ভবিষ্যতেও এ ধরনের নাটক প্রচারের ধারা অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি। এদিন ম্যাডাম আনন্দীর উপস্হাপনায় সুরের ধারা অনুষ্ঠানে পরিবেশিত happy new year শীর্ষক গান শুনে আমি ভীষণ মুগ্ধ হয়েছি। এ ছাড়াও হিন্দি চলচ্চিত্রের গান "জয় হো", চীনা চলচ্চিত্রের অভিনেতা-কন্ঠশিল্পী চাংখুনের কন্ঠে আতসবাজি এবং অর্ধচন্দ্র শিরোনামের গান আমার হৃদয়কে সত্যিই দারুণভাবে স্পর্শ করেছে। ধন্যবাদ ম্যাডাম আনন্দীকে। বাংলা নববর্ষ উপলক্ষে এ সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য আমি CRI বাংলা বিভাগকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

মু: আচ্ছা, আপনার প্রশংসার কথা আমরা সংশ্লিষ্টদেরকে জানিয়েছি। তারা খুব অনুপ্রাণিত হয়েছেন। আসলে শ্রোতাদের প্রশংসা পেলে আমরা আনন্দিত হই এবং আরো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হই। আমরা আপনাদের উত্সাহে আরো সুন্দর অনুষ্ঠান তৈরি করতে পারবো, এই আশা করি। ধন্যবাদ।

আ: বগুড়া জেলার মোঃ সাইফুল ইসলাম চিঠিতে লিখেছেন, ...

মু: বন্ধু সাইফুল ইসলাম, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। চীনেও বৈশাখী মেলা রয়েছে। প্রতি বছর চীনা লুনার ক্যালেন্ডারের প্রথম মাসে এ ধরনের মেলা বসে। চীনে এ ধরণের মেলা সাধারণত মন্দিরে আয়োজিত হয়, সেজন্য চীনে আমরা বলি 'মন্দির মেলা'। চীনা ভাষায় হল 'মিয়াওহুই'। মিয়াওহুই বসন্ত উত্সব ছাড়া বৌদ্ধ উত্সবও আয়োজিত হয়। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই।

আ: বাংলাদেশের জয়পুরহাট জেলার জয়পুরহাট আন্তর্জাতিক রেডিও ক্লাবের সভপতি মোঃ নুরুজ্জামান ইসলাম মাদু ইমেলে লিখেছেন, সুপ্রিয় মুক্তা/আলিম গ্রীষ্মের শুভেচ্ছা নিও। আমার ভাল লাগার, ভাল বাসার বেতার CR, ছোট বেলা থেকেই শুনছি। এক ঘন্টার অনুষ্ঠান ৩ ঘন্টা করায় আমিসহ অনেক শ্রোতারই কষ্ট হচ্ছে। আগে সময় বের করে ঠিক শুনতাম। বেশ কয়েকজন শ্রোতার সাথে কথা বলে জানলাম তারা এই একটি কারণে CRI শোনা থেকে দূরে আছে। আবারো এক ঘন্টার অনুষ্ঠান আশা করছি।

মু: বন্ধু নুরুজ্জামান ইসলাম মাদু, আসলে অধিকাংশ শ্রোতা আশা করেন যে, আমাদের অনুষ্ঠানের সময় আরো বেশি হবে। আমি জানি না, কেন আপনাদের ভাল লাগে না। আপনি এক কাজ করুন, নিজের পছন্দের অনুষ্ঠান শুনুন। টানা তিন ঘন্টার অনুষ্ঠান শুনতে কষ্ট হলে, এটা আপনি করতে পারেন। আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই।

আ: বাংলাদেশের পাবনা জেলার রেডিও ফ্যান ক্লাবের সভাপতি রিনা পারভিন ইমেলে লিখেছেন, সুপ্রিয় মুক্তা আপু, আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাকে এবং বিভাগীয় সবাইকে শুভেচ্ছা ও ভালবাসা জানাচ্ছি। আশা করি কুশলে আছেন। গত বছরের শেষের দিকে আমাদের ক্লাবের তিনজন বন্ধু এশিয়া টুডে কুইজে বিজয়ী হয়েও আজ অবধি কোন পুরস্কার পায়নি। পুরস্কারগুলো সাধারণ ডাকে পাঠানোর ফলে সম্ভবত বাংলাদেশের ডাক বিভাগের কিছু অসত্ কর্মচারী সেগুলো চুরি করেছে। আমি অনুরোধ করছি পুরস্কারের প্যাকেট সবসময়েই রেজিষ্টার্ড ডাকে পাঠাবেন। এ ব্যাপারে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। গত বছর জুন ও জুলাই মাসে অনলাইনে দুটি শ্রোতা জরিপ করা হয়। কিন্তু এখনো এর ফলাফল ঘোষণা হয়নি। আমরা এই জরিপের ফলাফল শোনার অপেক্ষায় অধীর আগ্রহে চেয়ে আছি। আশা করি শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ নেবেন। আমাদের জন্য পুবের জানালা পত্রিকা পাঠানোর অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। ভাল থাকবেন এ প্রত্যাশায়।

মু: রিনা পারভিন, আমরা জরিপের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করেছি। আপনি সুযোগ পেলে আমাদের ওয়েবসাইট দেখবেন। পুবের জানালা ম্যাগাজিন জুন মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। প্রকাশিত হবার পর আপনাদের পাঠানো হবে।

আ: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হামিম হোসেন মণ্ডল (বুলবুল) তার চিঠিতে লিখেছেন: বাংলা নববর্ষের, বঙ্গাব্দ ১৪২১-এর হার্দিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন। পহেলা বৈশাখ সকলের জীবনে এনে দিক রঙিন উত্সবে সাজানো দিবসের ঝাঁকি। বাংলাদেশে ১৪ এপ্রিল এবং পশ্চিমবঙ্গে ১৫ এপ্রিল এবারের পহেলা বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ পালিত হলো। এই উপলক্ষ্যে ১৪ এপ্রিল সোমবারে প্রচারিত নাটকটি অত্যন্ত আনন্দ এবং ভালোলাগার সাথে উপভোগ করেছি। সকলের নাট্য-উপস্থাপনা অনেক ভালো লেগেছে। বলা যায় রসবোধ জাগিয়ে তুলেছিল নাটকটি। আগামীতে আরও সুন্দর সুন্দর নাটক শোনার প্রত্যাশায় রইলাম।

মু: বন্ধু হামিম হোসেন মণ্ডল, আপনাকে আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। বিশ্বাস করি, ভবিষ্যতে আপনাদেরকে আরো বেশি মজার নাটক আপনাদের উপহার দিতে পারবো।

আ: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান চিঠিতে লিখেছেন, বংলা নববর্ষের আন্তরিক সালাম ও শুভেচ্ছা নেবেন। "শুভ নববর্ষ"। বংলা নববর্ষ উপলক্ষে আপনাদেরকে ও আপনাদের পরিবারের সকলকে এবং প্রিয় শ্রোতা ভাই বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবার সুখী পরিবার ও সুন্দর জীবন কামনা করি। নতুন বছরে সবাই সুস্থ থাকবেন। প্রতি মুহূর্ত অত্যন্ত আনন্দে কাটুক। সুখ, শান্তি, উন্নয়ন মূলক নতুন সমাজ গড়ে উঠুক।

নবীন মনে নতুন গানে - নতুন কে করো বরণ,

নবীন আলোকে নব আলোকে - শুভ হোক নববর্ষের আগমন।

বছর শেষে ঝরা পাতা বলল উঠে এসে

একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে,

নতুন বছর এলো তাকে যত্ন করে রেখো

স্বপ্নগুলো সফল করে ভীষণ ভালো থেকো।

তুমি কি দেখেছ নীল আকাশ আজ সেজেছে নতুন রঙে,

তুমি কি শুনেছ ভ্রমরেরা আজ গাইছে নতুন মনে।

গুনগুন রবে আজি আমি বলি তাদেরই মতন করে,

নববর্ষের শুভেচ্ছা ও ভালবাসা রইলো সকলের তরে।

অনেক অনেক ভালো আর সুন্দর থাকবেন। চায় চিয়েন।

মু: বন্ধু মহ: হাফিজুর রহমান, আপনার সুন্দর চিঠির জন্য ধন্যবাদ জানাই। আপনিসহ সব শ্রোতাকেও নববর্ষের শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন নতুন বছরে।

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে bengali.cri.cn। আপনার মতামত আপনি সরাসরি ওয়েবপেইজে লিখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040