Web bengali.cri.cn   
মুক্তার কথা-১৯ এপ্রিল
  2014-06-12 20:02:44  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: আর সঙ্গে আছি আমি আলিমুল হক। আজকের প্রথম চিঠিটি লিখেছেন বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের মিসেস তাবাসসুম। তিনি লিখেছেন: সুখ্যাতি ও ভালবাসার বেতার চীন আন্তর্জাতিক বেতার, তাই তো ছুটে যাই তোমার প্রাণে। উর্মি আপু, শুয়ে ফেই ফেই আপুর চমৎকার উপস্থাপনা আমাদের মন ছুয়ে যায়। ভাল লাগে 'স্বাস্থ্য ও জীবন' 'এশিয়া টুডে' অনুষ্ঠান। আমি একটি কথা আপনাদের বিনীতভাবে বলতে চাই যে, কোন পুরস্কার বা উপহার পাঠালে তার রেজিস্ট্রেশান নম্বর শ্রোতাদের ই-মেইল করে পাঠাবেন। বেশির ভাগ শ্রোতা পুরস্কার হাতে পান না বলে অভিযোগ আছে।

মু: বন্ধু তাবাসসুম, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনার প্রস্তাব আমরা বিবেচনা করবো।

আ: বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ সোহাগ বেপারী তার ইমেলে লিখেছেন: ভাইয়া ও আপু, জ্যোত্স্না রাতে ফোটা গন্ধরাজ ফুলের শুভেচ্ছা নিবেন। দিন শেষ হয়ে সন্ধ্যা হয় এভাবে সময় গড়িয়ে সময় চলে যায় কিন্তু আমি দাঁড়িয়ে থাকি ডাকাতিয়া নদীর পাড়ে চীন আন্তর্জাতিক বেতারের অপেক্ষায়। দিন আসে দিন যায় রাত আসে রাত যায় এভাবে সময় চলে যায়। আজও চীন আন্তর্জাতিক বেতারের সাথে সেতু বন্ধন তৈরি করে আসছি। চীন আন্তর্জাতিক বেতার আমার জ্ঞানের জগতের আলো। আমি চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শুনে প্রাণের তৃষ্ণা নিবারণ করি। চীন আন্তর্জাতিক বেতার আমার মনের আকাশে একমাত্র সুখতারা। যা মিটি মিটি করে জ্বলে জ্ঞানের আলো বিলিয়ে যায়। কিন্তু আজও চীন আন্তর্জাতিক বেতারের প্রকৃত শ্রোতা হতে পারলাম না। আমার আগে অনেক বন্ধুর সাক্ষাত্কার ফোনে নেয়া হলো, কিন্তু আমার সাক্ষাত্কারটি আজও নেয়া হলো না। তাতে বুঝা যায় আমি যেন চীন আন্তর্জাতিক বেতারের অবহেলিত শ্রোতা। যাক সব দুঃখ মনে চেপে রেখে আজও লিখে যাচ্ছি আগামীতেও লিখে যাবো এই আমার ওয়াদা। পরিশেষে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি । আল্লাহ আপনাদের ভাল রাখুক ।

মু: বন্ধু সোহাগ বেপারী, আপনি হলেন আমাদের পুরনো বন্ধু। আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা ভবিষ্যতে আরো বেশি শ্রোতার সাক্ষাত্কার গ্রহণ করবো মুক্তার কথা অনুষ্ঠানে। আমি বিশ্বাস করি, আপনার সুযোগ অবশ্যই হবে।

আ: বাংলাদেশ নাটোর জেলার গড়মাটি ডিগ্রি কলেজের প্রফেসর সোলাইমান মল্লিক তার চিঠিতে লিখেছেন: আমার ক্ষুদ্র বিচারে তিনটি শ্রোতা ক্লাবের তিনজন শ্রোতাকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া দরকার। এ তিনজন হচ্ছেন: ভারতের মিতালী রেডিও শ্রোতা ক্লাবের হাফিজুর রহমান; বাংলাদেশের পাবনার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের ডা এস এম হান্নান; এবং ঢাকার উত্তরণ শ্রোতা ক্লাবের মনজুরুল আলম রিপন।

মু: বন্ধু সোলাইমান মল্লিক, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ জানাই। আসলে আমরাও জানি, আমাদের অনেক শ্রোতা সম্মাননা ও পুরস্কার পাবার যোগ্য। আমরা তা দিতেও চাই। কিন্তু সিআরাই'র পুরস্কার বা উপহার পাঠানোর নির্দিষ্ট নিয়ম রয়েছে। শ্রোতারা আমাদের কুইজে বিজয়ী হয়ে পুরস্কার পেতে পারেন। আশা করি, শ্রোতারা আমাদেরকে নিয়মিত চিঠি বা ইমেল লিখবেন এবং কুইজে অংশ নেবেন।

আ: বাংলাদেশের নওগাঁ জেলার সোর্স অব নলেজ ক্লাবের সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম তার ইমেলে লিখেছেন: আমার প্রাণঢালা ও হৃদয় নিংড়ানো ভালবাসা গ্রহণ করুন। আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং নিজ নিজ কর্মে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। আমিসহ আমার শ্রোতা ক্লাবের সকল সদস্য আপনাদের বাংলা অনুষ্ঠান অত্যন্ত পছন্দ করি। আপনাদের ঝকঝকে, তকতকে বাংলা ওয়েবপেইজ আমরা ক্লাবের সবাই যার-পর-নাই পছন্দ করি ও মন থেকে তা ভীষণ ভালবাসি। আমার এলাকার অনেক লোক আপনাদের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনে থাকে। বাংলা অনুষ্ঠানের মান আরো উন্নত হোক, এই কামনা করি। আমাদের ক্লাবের নিয়মিত সকল বৈঠকগুলোতে আপনাদের বাংলা অনুষ্ঠানের উচ্চ প্রশংসা করা হয়। ক্লাব সদস্যদের সার্বিক বিচারে আপনাদের বেতার কেন্দ্রের অনুষ্ঠানমালা সেরা। প্রার্থনা রইল, আগামীতে আপনাদের কাছ থেকে শ্রোতারা আরো বৈচিত্রময় ও বিনোদনধর্মী অনুষ্ঠান উপহার হিসাবে পাবে। শীঘ্রই ভাল জবাবের অপেক্ষায় থাকলাম।

মু: বন্ধু খোন্দকার রফিকুল ইসলাম, আপনি এবং আপনার ক্লাবের সকল সদস্যকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং অনুষ্ঠান নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের মান বাড়ানোর জন্য আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের লিখে জানান।

আ: বাংলাদেশের রাজশাহী জেলার লেকচারার্স রেডিও লিসেনার্স ক্লাব এন্ড লাইব্ৰেরীর পরিচালক প্রফেসর সাইফুল ইসলাম থান্দার তারা ইমেলে লিখেছেন: প্ৰিয়, ছাইয়ুএ মুক্তা আপু ও আলিম ভাই। আশা করি ভাল আছেন। আমরা মুক্তার কথা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা ও ই-পত্র দাতা। কিন্তু অনুষ্ঠানে আমার কোনো চিঠিই উপস্হাপন করা হয় না, যা আমাকে নিরুত্সাহিত করে চরম ভাবে। আমরা "স্বাস্হ্য ও জীবন" অনুষ্ঠানেরও নিয়মিত শ্ৰোতা ও ই-পত্ৰদাতা। অনুষ্ঠানটি আমাদের ভীষণ প্রিয়। এ অনুষ্ঠানের প্রতিটি পর্ব শ্রোতাদের জন্য মহামুল্যবান টনিক। ০৬.০৪.১৪ তারিখ দুধ খাওয়ার ব্যাপারে ৮টি ভুল ধারণা নিয়ে আলোচনাটি ভীষণ গুরুত্ত্বপূণ ছিল। তারও পূর্বে আলিম ভাই-এর দেওয়া দুধ সম্পর্কিত তথ্যগুলি আমার মনোযোগ কেড়েছে দারুন ভাবে। তবে, মুল অনুষ্ঠানের সঙ্গে আরও একটি ভুল ধারণা যুক্ত করা লাগত বলে আমি মনে করি, আর তা হলো: 'গরু বা ছাগলের কাঁচা দুধে উপকার বেশি'। অর্থাত্ দুধ দোহানোর পর তা জ্বাল না-দিয়েই খাওয়া। গ্রামগঞ্জে এ ধারণা প্রচলিত আছে। যেমন প্রচলিত আছে কাচাঁ ডিম খাওয়ার ব্যাপারে। এর অনেক ক্ষতিকর দিক আছে যা অনুষ্ঠানে তুলে ধরা উচিত ছিল। আজ আর না, আপনাদের সুস্বাস্হ্য কামনায়, খোদা হাফেজ।

মু: সাইফুল ইসলাম থান্দার, আপনাকে আমাদের অনুষ্ঠানগুলোর প্রশংসা করা এবং আমাদেরকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। স্বাস্থ্য ও জীবন সম্পর্কে আপনার মতামত আমরা অনুষ্ঠানের পরিচালককে জানিয়েছি। আশা করি আপনার মতামত অনুষ্ঠানটিকে ভবিষ্যতে আরো আকর্ষণীয় করতে সহায়তা করবে। সুপ্রিয় শ্রোতা, আপনারা যে ধরণের অনুষ্ঠান বা বিষয় শুনতে চান, তা আমাদেরকে জানাবেন। আপনাদের উত্সাহে আরো সুন্দর অনুষ্ঠান তৈরি করতে পারবো।

আ: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হামিম হোসেন মণ্ডল (বুলবুল) তার ইমেলে লিখেছেন: সিআরআই-এর বাংলা অনুষ্ঠানে বেশ কিছু অনুষ্ঠানে নিয়মিত কুইজ প্রযোগিতার আয়োজন করা হয়েছে, যার জন্য চীন আন্তর্জাতিক বেদারতে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সমস্ত সাপ্তাহিক অনুষ্ঠানে প্রতি সপ্তাহে-ই কুইজের প্রশ্ন রাখা হয় শ্রোতাদের জন্য, কুইজে অংশগ্রহষ করতে প্রতিসপ্তাহে অনুষ্ঠান শেষে ইমেলে সঠিক উত্তর লিখে নির্দিষ্ট ইমেল ঠিকানায় মেল করতে হয়। মাসের শেষে ওই একমাসের উত্তর কমবাইন্ড করে কুইজ বিজয়ী নির্নয় করা হয় লটারির মাধ্যমে। তাই তো? এখন প্রশ্ন হল প্রতি সপ্তাহে উত্তর পাঠানো আবশ্যিক, বাঞ্ছনীয় কি? কোনও কারণে মাসের কয়েকটি সপ্তাহের উত্তর পাঠানো সম্ভব না হলে, তিনি কি কুইজ বিজয়ী হতে পারবেন না? কীভাবে কুইজ বিজয়ী নির্নয় করা হয়? সপ্তাহ হিসেবে কুইজ বিজয়ী নির্ধারণ করা যায় না কি?

মু: আচ্ছা, হামিম হোসেন মণ্ডল (বুলবুল), আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আপনি ঠিক বলেছেন, আমাদের কোন কোন অনুষ্ঠানের কুইজ বিজয়ী নির্বাচন করা হয় যেসব শ্রোতা কুইজের প্রশ্নগুলোর ঠিক উত্তর দেন, তাঁদের মধ্যে লটারি করে। কিন্তু কোন কোন অনুষ্ঠানের শ্রেষ্ঠ শ্রোতার নির্বাচন তাঁদের লেখা অনুযায়ী। যে শ্রোতা সবচেয়ে সুন্দর লেখা বা রচনা লেখেন, তারাই পুরস্কার পান। আমরা এক বা তিন মাসে একবার বিজয়ী ও শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করি। আশা করি, আপনারা নিয়মিত আমাদের কুইজে অংশ নেবেন। আর প্রতি সপ্তাহে ক্যুইজের উত্তর পাঠাতে হবে, নাকি মাসে একবার পাঠালেই হবে, তা আসলে ঠিক করেন নির্দিষ্ট অনুষ্ঠানের পরিচালক। আপনাকে ধন্যবাদ।

আ: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার ইন্টারন্যাশন্যাল রেডিও লিশেনার্স ক্লাবের সম্পাদক দেবাশীষ গোপ চিঠিতে লিখেছেন, ...

মু: বন্ধু দেবাশীষ গোপ, আপনি ভাল প্রস্তাব করেছেন। আমরা আপনার মতামত বিবেচনা করবো। আপনার 'খোলামেলা' অনুষ্ঠান সম্পর্কিত মতামত অনুষ্ঠানের উপস্থাপককে জানিয়েছি। বিশ্বাস করি, আপনার মতামত আমাদেরকে আরো সুন্দর অনুষ্ঠান তৈরী করতে সাহায্য করবে।

আ: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব মহ: হাফিজুর রহমান তার চিঠিতে লিখেছেন: প্রথমেই আমার ও আমাদের শ্রোতা সংঘের সকলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও লাল গোলাপ শুভেচ্ছা জানাই। সেই সাথে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি নিয়মিতভাবে চীন অন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছি। আমাদের শ্রোতা সংঘের প্রত্যেক সদস্য চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান ও ওয়েব সাইট অত্যন্ত পছন্দ করে। চীন আমার অত্যন্ত প্রিয় দেশ। চীনের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি, অর্থনীতি, সামাজিকতা ইত্যাদি সব কিছুই আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। আমার এই প্রিয় দেশকে জানতে, সেখানকার মানুষদের জানতে আমি চীন অন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনি এবং ওয়েব সাইট দেখি। আপনাদের ওয়েব সাইটে রাখা ভিডিও চিত্র, সাক্ষাত্কার, চিঠিপত্র, সংস্কৃতি, পর্যটন, অর্থনীতি, শীর্ষ সংবাদ, সর্বশেষ নিবন্ধ, মন্তব্যের পাতা, প্রতিবেদন, চীনা সংবাদ, বিশ্ব সংবাদ, দক্ষিণ এশিয়ার খবর, বিশেষ কলাম, সংগীতানুষ্ঠান, চীনের বিশ্বকোষ, ইতিহাসে আজ, ইত্যাদি প্রতিটি বিভাগ অত্যন্ত আকর্ষনীয়, তথ্যপূর্ণ, বস্তুনিষ্ঠ ও উচ্চমানের। প্রতিটি বিভাগ আমাদের দারুণভাবে সমৃদ্ধ করে চীনকে জানতে ও বুঝতে। আপনাদের সুমিষ্ট কন্ঠস্বর অতুলনীয় যা মনে গভীর ভাবে দাগ কাটে। চীন অন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান নিয়মিত শোনার আনন্দই আলাদা। আমরা সকলে মিলে এই আনন্দ ভীষণ ভাবে উপভোগ করি। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমাদের মনে গভীরভাবে দাগ কাটে। বিশ্ব সংবাদসহ সাপ্তাহিক অনুষ্ঠান মালা, যেমন সাহিত্য ও সংস্কৃতি, এশিয়া টুডে, মুক্তার কথা, দৃষ্টির সীমানায়, লাভক্ষতি, চলুন বেড়িয়ে আসি, পূবের জানাল, হাল শৈলী, আলো-ছায়া, চলতি প্রসঙ্গ, সুরের ধারায়, বাংলায় গল্প, আমাদের গল্প, স্বাস্থ্য ও জীবন, কনফুসিয়াস ক্লাসরুম- সব অনুষ্ঠানই এক কথায় বলতে গেলে অনবদ্য, অনেক অনেক তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ। আমাদের জন্য সুন্দর, আকর্ষণীয়, মনোগ্রাহী ও অসাধারণ অনুষ্ঠান পরিবেশনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ করে নিলে আমরা চীর কৃতজ্ঞ থাকব। আমরা কেন পুবের জানালা পত্রিকা পাই না? নতুন পুবের জানালা আমাদের ক্লাবের জন্য পাঠানোর বন্দোবস্ত করলে খুব খুশি হবো। বহু দিন হয়ে গেল কোনো পত্রিকা হাতে পাইনি। সবিনয় নিবেদন আশা করি পাঠাবেন। আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করি।

মু: বন্ধু হাফিজুর রহমান, আপনিসহ আপনার ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। এ ছাড়া, আমি সব শ্রোতাদেরকে জানাতে চাই যে, গত বছর আমাদের ম্যাগাজিন পাঠানোর ব্যবস্থায় কিছু সমস্যা ছিল। কিন্তু এ বছরে সে সমস্যা থাকবে না বলে আশা করছি। আমরা আপনাদেরকে সুন্দর এবং সমৃদ্ধ নতুন ম্যাগাজিন উপহার দেওয়ার চেষ্টা করবো। আশা করি, শ্রোতারা অব্যাহতভাবে আমাদের সমর্থন করতে থাকবেন। ধন্যবাদ।

আ: ভারতের ধীরেন বসাক নামের একজন শ্রোতা তার চিঠিতে লিখেছেন: আপনাদের প্রতিদিনের ৩টা অনুষ্ঠানে দেড় ঘন্টা করে গান আর ভালো লাগছে না! সপ্তাহে একদিন গানের অনুষ্ঠান রেখে, আরসব বন্ধ করে দিন! পরিবর্তে নতুন নতুন অনুষ্ঠান চালু করুন। তাতে শ্রোতারা খুশি হবে! আর মুক্তার কথা সপ্তাহে ২ দিন প্রচার করার ব্যবস্থা করুন, দিন দিন শ্রোতার সংখা বাড়ছে, চিঠি-ইমেলের সংখাও বাড়ছে, অনেক শ্রোতার অভিযোগ যে তারা চিঠির উত্তর পাচ্ছেন না! আমার মনে হয় যে, এখন ভাবার সময় হয়েছে! আপনারাও একটু ভাবুন!

মু: বন্ধু, ধীরেন বসাক, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আপনি আপনার কোনো ঠিকানা দেননি। আশা করি, ভবিষ্যতে চিঠিতে ঠিকানা দেবেন। আর আপনার অভিমত বিভাগের পরিচালককে জানানো হয়েছে। আমরা শ্রোতাদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকি। আপনাকে আবারো ধন্যবাদ।

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের সঙ্গে যোগাযোগের ডাক ঠিকানা হচ্ছে: বাংলা বিভাগ, সি আর আই-১১ চীন আন্তর্জাতিক বেতার। PO.BOX NO: 4216, BEIJING, POST CODE NO: 100040, CHINA. আপনারা ঠিকানা ইংরেজিতে লিখলে ভাল। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের অনুষ্ঠান, চীন ও চীন আন্তর্জাতিক বেতার সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে bengali.cri.cn। আপনার মতামত আপনি সরাসরি ওয়েবপেইজে লিখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040