Web bengali.cri.cn   
বুনাই বিয়ার্স
  2014-06-05 19:40:45  cri



বাংলাদেশের নাটোর জেলার লালপুর উপজেলার শাওন ডিএক্স কর্নারের রাজিব কুমার মণ্ডল তার ইমেইলে লিখেছেন,

সুপ্রিয় লিলি আপু , আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিবেন | প্রিয় আপু, আমি নিয়মিত আপনার অনুষ্ঠান আলোছায়া শুনছি| কিন্তু পরীক্ষার কারণে পড়াশুনার চাপে বেশ কয়েক দিন হলো আপনাকে কোন চিঠি লিখতে পারি নি | আপনি আমাকে ভুলে যান নি তো ? আপু, আপনি জেনে খুশি হবেন যে, গত আলোছায়ায় ভারতের 'কাই পো চে' সিনেমা নিয়ে আপনার তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ও গান পরিবেশনা আমার প্রাণ ছুঁয়ে গেছে | পুরো অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছে |

ধন্যবাদ।

পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি |

ভালো থাকবেন |

প্রিয় শ্রোতা রাজিব কুমার মণ্ডল, আলোছায়ার পুরনো বন্ধু, প্রথমেই চিঠির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর বলুন, আপনার পরীক্ষা কেমন হলো? আশা করি অনেক ভাল। বন্ধু রাজিব, আগে লেখাপড়া তারপর অন্যকিছু। কারণ লেখাপড়াই হচ্ছে আপনার জীবন গড়ার ভিত্তি। আমাদের অনুষ্ঠান শুনতে মিস করলে তা যেকোনো সময় আমাদের ওয়েবসাইটে শুনতে পারবেন। তাই চিন্তা করার কোনো কারণ নেই। তাছাড়া, আমি তো জানি যে, আপনি আমাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনার সমর্থনের জন্য আরেকবার ধন্যবাদ।

'বুনাই বিয়ার্স' কার্টুন নাটকের প্রায় তিনটি পর্ব আছে। প্রথম পর্বে ১০৪, দ্বিতীয় পর্বে ২০৮ ও তৃতীয় পর্বে ৫২ টি অংশ আছে। এই নাটকে তিনটি প্রধান চরিত্র আছে। এদের নাম হলো সিয়োং তা, সিয়োং আর ও কুয়াং থৌ ছিয়াং। সিয়োং বাংলায় হলো ভাল্লুক। সিয়োং তা মানে বড় ভাই ভাল্লুক এবং সিয়োং আর মানে ছোট ভাই ভাল্লুক।

কুয়াং থৌ'র মাথায় কোনো চুল নেই। ছিয়াং হলো তার প্রদত্ত নাম। এই কার্টুন নাটকে বন রক্ষাকারী ভাল্লুক ব্রাদার্স ও করাতী কুয়াং থৌ ছিয়াংয়ের মধ্যে ঘটে যাওয়া ধারাবাহিক আনন্দময় ও রসাত্মক ঘটনা তুলে ধরা হয়েছে।

তবে এ কার্টুন নাটকের মেয়ে অনুরাগীর সংখ্যাও কম নয়। কারণ এ নাটকে সিয়োং তা, সিয়োং আর ও কুয়াং থৌ ছিয়াং ছাড়াও আরো অনেক প্রাণবন্ত প্রাণী আছে। তারা সিয়োং তা ও সিয়োং আর এর ভালো বন্ধু এবং তারা একসাথে তাদের বনকে রক্ষা করে।

এই কার্টুন নাটক চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রে প্রচারের আগেই বিভিন্ন পক্ষের কাছ থেকে ভীষণ প্রশংসা অর্জন করে। এটি যথাক্রমে ইতালির 'কার্টুনস অন দ্য বে, ইতালির 'ফিল্ম ফেস্টিভ্যাল দেলা লেসিনিয়া' এবং 'এশিয়ান ইয়থ এনিমেশন অ্যান্ড কমিক' প্রতিযোগিতাসহ অনেক দেশি-বিদেশি পুরস্কার পেয়েছে।

তাছাড়া, 'বুনাই বিয়ার্স' কার্টুন নাটক এর 'পরিবেশবান্ধব' আলোচ্যবিষয়ের কারণে চীনের সবুজ প্রাকৃতিক কার্টুন শিল্প প্রদর্শনীতে 'সবচেয়ে জনপ্রিয় কার্টুনের' পুরস্কার লাভ করে। আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতামূলক বাজারে 'বুনাই বিয়ার্স' কার্টুন নাটকের বিক্রয়ের ফলাফলও খুব ভালো । বর্তমানে এ নাটক বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি করা হয়। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে 'আইছিই' নামের চীনের একটি ভিডিও সাইটে এটি প্রচার হবার পর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত এই কার্টুন নাটকে প্রায় ৭২০ কোটি বারের মতো ক্লিক করা হয় এবং প্রতিদিন এর গড় হার প্রায় ২ কোটি ৪০ লাখ।

এ কার্টুন থেকে ছেলেমেয়েদের জন্য অনেক খেলনাও তৈরি করা হয়েছে। সিয়োং তা, সিয়োং আর ও কুয়াং থৌ ছিয়াংয়সহ কার্টুনের চরিত্রের মতো পুতুল। এছাড়া, এ কার্টুনে বন কাটার জন্য কুয়াং থৌ ছিয়াংয়ের ব্যবহৃত নানা ধরনের যন্ত্রপাতি, যেমন করাতীর টুপি, করাত প্রভৃতি। এই কার্টুন সম্পর্কিত নানা ধরনের খেলনা ছাড়াও বই এবং চলচ্চিত্রও সৃষ্টি হয়েছে। এগুলো শিশুদের কাছে অনেক সমাদৃত। 'বুনাই বিয়ার্স' কার্টুন নাটকের প্রতিটি অংশের সময় প্রায় ১০ মিনিটের কাছাকাছি। সময় খুব লম্বা না। তাই এটি শিশুদের চোখের জন্য খুবই ভালো। শিশুদের উপভোগের জন্য অনেক যুক্তিযুক্ত। চীনে একটি কথা আছে, চোখ হলো মনের জানালা। আমাদের জানালা সুরক্ষার জন্য সব শিশুদের কম করে টিভি, মোবাইলফোন বা কম্পিউটার দেখা উচিত্।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040