Web bengali.cri.cn   
চীনা মেডিসিন চিকিত্সা পর্যটনকে পছন্দ করেছেন বিদেশী রাষ্ট্রীয় প্রধানরা
  2014-06-06 15:02:32  cri

প্রথমবারের মতো সাংহাইয়ে এশিয়ার অভ্যন্তরীণ সহযোগিতা ও আস্থা বৃদ্ধি বা সিআইসিএ'র শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট। তিনি সান ইয়া চীনা মেডিসিন হাসপাতালে পাঁচ দিন ব্যাপী স্বাস্থ্যরক্ষা প্রতিকার নেয়ার পর সম্মেলনে অংশ নেন। এশিয়া ফোরাম চলাকালে কিরগিজস্তানের প্রধানমন্ত্রী আমাদের এখানে ১০ দিনে সুস্থ হয়ে ওঠেন। প্রতি বছর ১ থেকে ২ হাজার হাই প্রোফাইলের অতিথি এখানে সেবা গ্রহণ করেন।

তৃতীয় পেইচিং আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলা চলাকালে, হাইনান প্রদেশের সান ইয়া শহরের চীনা মেডিসিন হাসপাতালের প্রধান ছেন সিয়াও ইয়োং সাংবাদিকদের তাঁর হাসপাতাল বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানের জন্য হাই এন্ড কাস্টম চিকিত্সা পর্যটন সেবা প্রদান করার কথা জানান। বর্তমানে চীনের অভ্যন্তরীণ আন্তর্জাতিক চিকিত্সা পর্যটন সেবা হাসপাতালে তাজিক প্রেসিডেন্টসহ কিরগিজস্তানের প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির মেদভেদেভ এবং পেরু, কাজাখস্তানের প্রেসিডেন্টও চিকিতসা সেবা নিয়েছেন। ছেন সিয়াও ইয়োং জানিয়েছেন, হাই এন্ড অতিথি ছাড়া বর্তমানে সান ইয়া গড়পড়তা প্রতি বছর ১.৭ লাখ রুশ পর্যটক সেবা নিতে আসেন। তাদের মধ্যে ৮০ শতাংশ চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা ব্যবস্থা ফিজিওথেরাপি নেন। প্রতি বছর ঐতিহ্যবাহী চিকিত্সা ব্যবস্থার চিকিত্সা পর্যটন খাত থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপার্জন প্রায় ৫শ' কোটি ইউয়ান রেনমিনপি। চীনের কোন্‌ ঐতিহ্যবাহী চিকিত্সা ব্যবস্থা প্রকল্প বিদেশী পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় সে সম্পর্কে ছেন সিয়াও ইয়োং বলেন,

তাদের সবচেয়ে আগ্রহ হচ্ছে আমাদের চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা ব্যবস্থার ওষুধ বিহীন সেবাগুলো। এতে অস্ত্রোপচার করার দরকার হয় না। যেমন আকুপাংচার, ঔষধি মিশ্রণে স্নান, বাহ্যিক ব্যবহারের ওষুধ, স্বাস্থ্যরক্ষা ও অঙ্গ সংবাহন, ফুট স্নান এবং রূপচর্চা ইত্যাদি তাদের জন্য খুবই আকর্ষণীয়।

ছেন সিয়াও ইয়োং মনে করেন, পর্যটন শহর হিসেবে সান ইয়া'র আবহাওয়া ও বিনোদনের পরিবেশ এবং চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা ব্যবস্থা কারণে অনেক বিদেশী পর্যটক সান ইয়া'কে চিকিত্সা পর্যটন হিসেবে বেছে নিয়েছেন। সান ইয়া চীনা মেডিসিন হাসপাতালের মতো পেইচিং, শাংহাই, ইয়ুননান, হাংচৌ ও হেইলোংচিয়াংসহ বিভিন্ন জায়গায় এ ধরনের হাসপাতাল আছে।

২৮ মে পেইচিং মেলার সময় অনুষ্ঠিত চীনের আন্তর্জাতিক চিকিত্সা পর্যটন পরিচিতিমূলক সেমিনারে, চীনের আন্তর্জাতিক চিকিত্সা পর্যটন ইউনিয়েনের স্থায়ী ভাইস-প্রেসিডেন্ট, ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিউ থিংফাং বলেছেন, চিকিত্সা পর্যটন হচ্ছে চিকিত্সা পরিচর্যা, নিরোগ ও স্বাস্থ্য, স্বাস্থ্য পুনরুদ্ধার ও স্বাস্থ্য লাভের জন্য অবসর বিনোদন পর্যটনের সঙ্গে সম্পৃক্ত এক ধরনের উঠতি শিল্প। ইউরোপ হচ্ছে আন্তর্জাতিক চিকিত্সা পর্যটনের কেন্দ্র। ফ্রান্স বিশ্বের প্রথম চিকিত্সা পর্যটনের দেশ। তারপর সে তালিকায় জার্মানি ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন ইউরোপীয় দেশ সংযুক্ত হয়েছে। গত শতাব্দীর ৯০ দশক শেষে আন্তর্জাতিক চিকিত্সা পর্যটন বাজার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থানান্তর করা হয়েছে।

বিশ্বের চিকিত্সা পর্যটনে পর্যটকের সংখ্যা ২০০৬ সালের ২ কোটি থেকে ২০১২ সালের ৪ কোটি পর্যন্ত বেড়েছে। আরো বেশি দেশ চিকিত্সা পর্যটনকে উচ্চ লাভজনক পর্যটন প্রকল্প হিসেবে বিবেচনা করে। এশিয়ায় ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং চীনের তাইওয়ানসহ বিভিন্ন জায়গার সংশ্লিষ্ট শিল্পের উন্নয়ন বেশ চোখে পড়ার মতো।

১৯৯৬ সালে অধ্যাপক লিউ থিংফাং চীনের মূল-ভূভাগে প্রথমবারের মতো "আন্তর্জাতিক চিকিত্সা পর্যটন সেবা" ধারণা উত্থাপন করেন। শুরুতে প্রাথমিকভাবে চীনে আন্তর্জাতিক চিকিত্সা পর্যটনের কার্যকর রূপ ফুটিয়ে তোলার গবেষণা শুরু করেছেন তিনি।

অধ্যাপক লিউ মনে করেন, যদিও কিছুটা উন্নতি হয়েছে, তবুও চীনে আন্তর্জাতিক চিকিত্সা পর্যটন "শুরুর" দিকে রয়েছে। এখন যথেষ্ট গুরুত্ব পায়নি। অধ্যাপক লিউ আশা করেন, সহযোগিতা ও সমর্থন বাড়িয়ে ব্যাপক হারে পর্যটন হাসপাতাল সেবা চালু করা সম্ভব। লিউ থিংফাং বলেছেন, চীন আন্তর্জাতিক চিকিত্সা পর্যটনের ভবিষ্যত বেশ উন্নত। তিনি বলেন,

একদিকে আমাদের চিকিত্সা সম্পদ তুলনামূলকভাবে সমৃদ্ধ, আমাদের হাসপাতালের সংখ্যা বেশি। বড় হাসপাতালও রয়েছে প্রচুর। আমাদের চিকিত্সা প্রযুক্তি পুরোপুরিভাবে অন্যান্য দেশের চিকিত্সা পর্যটকের চাহিদা পূরণ করতে পারে। দ্বিতীয়ত, আমাদের দাম ভালো। তৃতীয়ত, আমাদের অনেক দর্শনীয় স্থান আছে। রোগীরা চিকিত্সা নেয়ার পর পর্যটন সুবিধা নিতে পারবেন। সুবিধার দিক অনেক বেশি।

অধ্যাপক লিউ বিশেষ করে চীনা মেডিসিনের বৈশিষ্ট্যপূর্ণ ফলাফলের যথেষ্ট প্রশংসা করেন। তিনি স্বাস্থ্যরক্ষায় চীনা মেডিসিনের আন্তর্জাতিক ব্র্যান্ড সৃষ্টির পরামর্শ দেন। যেনো বিদেশী পর্যটকের দৃষ্টি আকর্ষণ করা যায়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি, রাষ্ট্রীয় পরিষদের অনুমোদনে চীনের প্রথম চিকিত্সা পর্যটন সেবার আগাম অঞ্চল—হাই নান প্রদেশের বো আও লেছেং আন্তর্জাতিক চিকিত্সা পর্যটন অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040