Web bengali.cri.cn   
আফ্রিকায় চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সাফল্য
  2014-05-12 20:13:22  cri

স্টারটাইমস কোম্পানির সাফল্যের সাথে স্থানীয় পরিবেশে উপযুক্ত প্রযুক্তি ব্যবহারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ২০০৭ সালে এ কোম্পানি উগান্ডায় প্রবেশের পর এ পর্যন্ত ১৬টি আফ্রিকান দেশে শাখা কোম্পানি প্রতিষ্ঠা করেছে। এসব শাখা কোম্পানির গ্রাহকসংখ্যা ৩০ লাখেরও বেশি। এ কোম্পানি হচ্ছে আফ্রিকায় সবচেয়ে দ্রুত বিকশিত এবং সবচেয়ে প্রভাবশালী ডিজিটাল টেলিভিশন অপারেটর।

স্টারটাইমস কোম্পানির সাফল্য থেকে প্রতিয়মান হয় যে, আফ্রিকায় চীনের বিনিয়োগনীতির মধ্যে পরিবর্তন এসেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এশিয়া ও আফ্রিকা উন্নয়ন সংক্রান্ত গবেষণালয়ের গবেষক উ ফাং বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকায় আমরা নির্মাণ শিল্প, স্থাপত্য শিল্প, সেবা শিল্প, পণ্য স্থানান্তর, টেলিযোগাযোগ, বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করেছি। অতীতে আমরা শুধু প্রেসিডেন্টভবন বা কোনো অফিসভবন নির্মাণ করতাম। আজকাল আমরা পানি সরবরাহ ও স্বাস্থ্য স্থাপনাসহ গণ জীবিকার সাথে সম্পর্কিত খাতের ওপর গুরুত্বারোপ করছি।"

কর্মসংস্থান বাড়ানো ও প্রশিক্ষণ হচ্ছে স্থানীয়দের নিজস্ব উন্নয়ন-সামর্থ্য উন্নত করার অন্যতম শর্ত। সিনোহাইড্রো গ্রুপের জাম্বিয়া কোম্পানির চীনা কর্মী ও স্থানীয় কর্মীর অনুপাত প্রায় ১:৬। স্টারটাইমসের তাঞ্জানিয়া কোম্পানির মূল দায়িত্বও ছিল স্থানীয় প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ দেওয়া।

তবে সামাজিক সংস্কৃতি ও আইনগত ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের পার্থক্য থাকায়, স্থানীয় কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বিদেশে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মাথা ব্যথার কারণ। এ প্রসঙ্গে সিনোহাইড্রো গ্রুপের জাম্বিয়া কোম্পানির প্রধান ব্যবস্থাপক লিউ বেন চিয়াং বলেন, "আমাদের কোম্পানির অভিজ্ঞতা হচ্ছে, একদিকে আমরা স্থানীয় শ্রম আইন শিখি; অন্যদিকে স্থানীয় শ্রমিক বিভাগ ও সরকারি বিভাগের সাথে স্থানীয় শ্রম আইন নিয়ে আলোচনা করে তাদের কাছ থেকে শ্রম আইনের সংশ্লিষ্ট বিষয়ের ব্যাখ্যা জেনে নিই। তারপর কাজের সময় শ্রম বিভাগ এসে আমাদের কাজের তত্ত্বাবধান করে। আমরা কোনো কর্মীর সঙ্গে নিয়োগের চুক্তি করার পর প্রথমে শ্রম বিভাগ এসে চুক্তির ধারাগুলো যাচাই করে। কোনো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিলে, শ্রম বিভাগ আমাদের আমন্ত্রণে এসে সমস্যার সমাধান করে দিয়ে যায়। যদি কোনো আইন বা নিয়মকানুন নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়, তবে আমরা তা নিরসন করি। কর্মীদের কোনো সমস্যা হলে, শ্রম বিভাগ তাদের ব্যাখ্যা দেয়।"

সিনোহাইড্রো গ্রুপ লিমিটেডের জাম্বিয়া কোম্পানি ও স্টারটাইমস কোম্পানি হচ্ছে যথাক্রমে আফ্রিকায় চীনের বড় রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান এবং বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি। এ কোম্পানিগুলোর অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে, আফ্রিকায় চীনের বহু শিল্পপ্রতিষ্ঠান সফলতা অর্জন করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা যায়।(ইয়ু/আলিম)


1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040