Web bengali.cri.cn   
সড়ক দুর্ঘটনা কমানোর জন্য আবহাওয়ায় ইনটেলিজেন্ট আলো ব্যবস্থা উদ্ভাবন করেছেন ইউএই'র তিনজন নারী উদ্ভাবক
  2014-05-16 18:25:19  cri

সম্প্রতি "ইউএই টুডে" পত্রিকার খবরে জানা গেছে, সম্প্রতি দেশটির তিনজন নারী প্রকৌশলী এক সেট অস্পষ্ট আবহাওয়ায় সড়কের জন্য 'ইনটেলিজেন্ট লাইট সিস্টেম' উদ্ভাবন করেছেন। যেনো কার্যকরভাবে এ ধরনের আবহাওয়ায় সড়ক দুর্ঘটনা কমানো যায়।

তিনজন নারী প্রকৌশলীর সবাই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে এসেছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী, ইনটেলিজেন্ট আলো ব্যবস্থাটি এক্সপ্রেস সড়কপথের দু'পাশে স্থাপন করা হবে। এর সবচেয়ে ভালো দিকটি হচ্ছে, একটি ইনটেলিজেন্ট ডিভাইস সেনসিং-এর মাধ্যমে কুয়াশা ও আবছায়ার মধ্যে আলো সৃষ্টি করবে। দৃষ্টিগ্রাহ্যতা কম হলে সড়কের দু'পাশে আলো জ্বলে উঠবে, যেনো গাড়ি চালকদের সামনের পথ আলোকিত হয়ে যায়। পাশাপাশি এতে বেশকিছু টেলিযোগাযোগ যন্ত্রপাতি আছে। এ যন্ত্রের মাধ্যমে গাড়ি চালানোর সময় সামনের রাস্তার পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন গাড়িচালক। এমনকি, গাড়ির গতি ধীর করার বিষয়টিও মনে করিয়ে দেবে। এছাড়া টেলিযোগাযোগ যন্ত্র দিয়ে পরিবহন পুলিশের সঙ্গে সার্বক্ষণিক সংযুক্ত থাকবে। এতে পরিবহণ পুলিশ যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে গাড়িচালকের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

তিনজন নারী উদ্ভাবকের ধারণা অনুযায়ী, এ ব্যবস্থাটির সর্বনিম্ন মূল্য প্রতি ১শ' কিলোমিটারে ৭০ হাজার দিরহাম অর্থাৎ ১ লাখ ১৮ হাজার ইউয়ান রেনমিনপি বা ১৫ লাখ ৩৪ হাজার টাকা। তাঁরা বিশ্বাস করেন, এ ব্যবস্থা যদি চালু করা যায় তাহলে "অস্পষ্ট আবহাওয়ায় সড়ক দুর্ঘটনার হার শতভাগ কমে যাবে।"

যদিও নতুন ব্যবস্থার যথার্থতা নির্ধারণে আরো গবেষণা দরকার, তবুও ফুজাইরাহ'র পরিবহন বিভাগ সম্প্রতি তিনজন নারী উদ্ভাবকের ব্যাপক প্রশংসা করেছে। কিন্তু, তাঁদের লক্ষ্য এ পর্যন্ত নয়, বরং এ উদ্ভাবনের পেটেন্টের জন্য আবেদন করছেন তাঁরা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040